BAN vs NZ: দুরন্ত সেঞ্চুরি রাচিন রবীন্দ্রর, বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে সেমিতে ব্ল্যাক্লক্যাপ্সরা

Subhankar Das   | AFP
Published : Feb 24, 2025, 10:06 PM ISTUpdated : Feb 24, 2025, 10:34 PM IST

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy 2025) গুরুত্বপূর্ণ ম্যাচে সোমবার, রাওয়ালপিন্ডিতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড (Bangladesh vs New Zealand)। 

PREV
111
সেই ম্যাচেই ৫ উইকেটে জয় পেলে নিউজিল্যান্ড ক্রিকেট দল

বলা চলে, ঠাণ্ডা মাথায় ম্যাচ বের করে নিয়ে গেল তারা।

211
এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় ব্ল্যাকক্যাপ্সরা

প্রথমে ব্যাট করতে নেমে, বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান ফিরে যান মাত্র ২৪ রানে। কিন্তু হাল ধরেন দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 

311
তিনি খেলেন ৭৭ রানের অসাধারণ ইনিংস

তবে শান্ত আউট হতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশ ব্যাটিং লাইনআপ।

411
মেহেদি হাসান মীরাজের সংগ্রহে ১৩, তৌহিদ হৃদয় করেন ৭ রান এবং মুশফিকুর রহিমের ঝুলিতে ২ রান

ওদিকে মাহমাদুল্লাহ প্যাভিলিয়নে ফিরে যান মাত্র ৪ রানে। অর্থাৎ, গোটা মিডল অর্ডারটাই ফ্লপ এদিনের ম্যাচে। কিন্তু জাকের আলি এবং রিশাদ হোসেন কিছুটা লড়াই করেন। জাকেরের সংগ্রহে ৪৫ রান এবং রিশাদ করেন ২৬ রান। 

511
কার্যত, নিউজিল্যান্ড বোলারদের দাপটে খুব বেশি সুবিধা করে উঠতে পারেনি বাংলাদেশ

নির্ধারিত ৫০ ওভারে, ৯ উইকেট হারিয়ে ২৩৬ রান তুলতে সক্ষম হয় তারা।

611
নিউজিল্যান্ডের হয়ে ৪ উইকেট নেন ব্রেসওয়েল

অন্যদিকে, ২টি উইকেট পেয়েছেন উইলিয়াম এবং ১টি করে উইকেট নিয়েছেন ম্যাট হেনরি এবং জেমিয়েসন।

711
২৩৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে, প্রাথমিকভাবে কিছুটা বেকায়দায় পড়ে ব্ল্যাকক্যাপ্সরা

শূন্য রানে ফিরে যান উইল ইয়ং। ৩০ রান যোগ করেন ডেভন কনওয়ে। 

811
কিন্তু শুরতেই ইয়ং ফিরে যেতে বেজায় চাপে পড়ে যায় নিউজিল্যান্ড ব্যাটিং লাইনআপ

অন্যদিকে, কেন উইলিয়ামসন করেন মাত্র ৫ রান। 

911
একটা সময় মনে হচ্ছিল যে, বাংলাদেশ হয়ত দ্রুত উইকেট তুলে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে

কারণ, বাংলাদেশের বোলাররা প্রায় চেপে ধরেছিল নিউজিল্যান্ড ব্যাটারদের। 

1011
কিন্তু জ্বলে উঠলেন রাচিন রবীন্দ্র

খেললেন ১১২ রানের অনবদ্য ইনিংস। 

1111
তাঁকে যোগ্য সঙ্গত দিলেন টম ল্যাথাম, সংগ্রহে ৫৫ রান

বলা চলে, তখনই বাংলাদেশের হাত থেকে ম্যাচ বেরিয়ে যায়। এছাড়াও গ্লেন ফিলিপ্স করেন ২১ রান এবং ব্রেসওয়েলের ঝুলিতে ১১ রান। মাত্র ৪৬.১ ওভারেই, ৫ উইকেট হারিয়ে ২৪০ রান তুলে নেয় নিউজিল্যান্ড। জয়ী ৫ উইকেটে এবং ম্যাচের সেরা মাইকেল ব্রেসওয়েল। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

click me!

Recommended Stories