'এই ম্যাচে শতরান করলেই সবাই গত ৪-৫ মাসের কথা ভুলে যাবে,' বিরাটের পাশে হরভজন

Published : Feb 23, 2025, 12:12 PM ISTUpdated : Feb 23, 2025, 12:31 PM IST
'এই ম্যাচে শতরান করলেই সবাই গত ৪-৫ মাসের কথা ভুলে যাবে,' বিরাটের পাশে হরভজন

সংক্ষিপ্ত

রবিবার আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলির কাছ থেকে বড় ইনিংসের আশায় প্রাক্তন সতীর্থ হরভজন সিং।

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে বহু প্রতিক্ষীত ভারত-পাকিস্তান ম্যাচের আগে বিশ্বকাপজয়ী প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং ভারতের জয়ের ব্যাপারে দৃঢ় আত্মবিশ্বাস প্রকাশ করেছেন এবং বিরাট কোহলির ম্যাচ জেতানোর মতো পারফরম্যান্সের ব্যাপারেও আশা প্রকাশ করেছেন। রবিবারের উত্তেজক ম্যাচের আগে হরভজন বলেছেন, এই ম্যাচে বিরাটের বড় ইনিংস খেলার সম্ভাবনা রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, এই তারকা ব্যাটার যদি পাকিস্তানের বিরুদ্ধে শতরান করতে পারেন, তাহলে তাঁর সাম্প্রতিক ব্যর্থতার কথা সবাই ভুলে যাবেন। সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে হরভজন বলেছেন, ‘সবাই বলছে বিরাট কোহলি রান করতে পারেনি। আমি বলছি, বিরাট কোহলির এর চেয়ে ভালো সুযোগ আর নেই। ও যদি এই ম্যাচে শতরান করে, তাহলে গত চার-পাঁচ মাসে যা কিছু হয়েছে সবাই ভুলে যাবে। তখন পৃথিবী মনে রাখবে ওর এই ম্যাচের শতরান। তাই বিরাটের জন্য পূর্ণ শুভেচ্ছা থাকছে। ওর উপর আমার ভরসা আছেয আর আমি একটা ভবিষ্যদ্বাণী করতে চাই যে আগামীকাল বিরাটের দিন। বিরাট রান করবে আর বিরাট রান করলে ভারত সবসময় জেতে।’

ভারতকে এগিয়ে রাখছেন হরভজন

পাকিস্তানের বিরুদ্ধে এই ম্যাচে ভারতীয় দলকে এগিয়ে রাখছেন হরভজন। তাঁর মতে, ভারতীয় দলে ভারসাম্য আছে। এই কারণেই তিনি ভারতীয় দলকে ফেভারিট মনে করছেন। হরভজন বলেছেন, ‘ভারত ফেভারিট কারণ দলের ব্যাটিং ও বোলিং দুটোই ভালো। ভারতীয় ক্রিকেটাররা জানে তারা এখানে (দুবাই) তাদের শেষ ম্যাচ জিতেছে। আর সেই অভিজ্ঞতা নিয়ে তারা এগিয়ে যাবে। পাকিস্তান নিজেদের দেশের মাঠে হেরে দুবাই এসেছে। আর তারা ভালো পিচে খেলেছে। কিন্তু এখানে তারা একটু ধীরগতির পিচ পাবে। আর ধীরগতির পিচে মানিয়ে নেওয়া তাদের জন্য কঠিন হবে। আমার দৃষ্টিতে ভারতই ফেভারিট। আর ভারত এই ম্যাচ জিতবে। কারণ, ভারতের দলই সেরা।’ হরভজনের মতে, বিশ্বের নজর এই ম্যাচের দিকে থাকায় ভারত আইসিসি ইভেন্টে পাকিস্তানের বিরুদ্ধে তাদের আধিপত্য বজায় রাখতে চাইবে।

পাকিস্তানের প্রাক্তন অধিনায়কও ভারতকে এগিয়ে রাখছেন

পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিকও রবিবারের ম্যাচে ভারতীয় দলকে ফেভারিট হিসেবে বেছে নিয়েছেন। প্রথম ম্যাচে হেরে যাওয়ায় প্রবল চাপে পড়ে গিয়েছে পাকিস্তান। রবিবার ভারতের কাছে হারলেই এই টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে পাকিস্তান। এই চাপ মাথায় নিয়েই খেলতে নামতে হবে বাবর আজম, মহম্মদ রিজওয়ানদের। সেখানে ভারতীয় দল অনেক বেশি আত্মবিশ্বাস নিয়ে খেলতে নামবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ভারত-পাকিস্তান লড়াই: এই ৫ ম্যাচে উত্তপ্ত হয়ে উঠেছিল মাঠের পরিস্থিতি

কোথায় সমস্যা হচ্ছে বিরাট কোহলির? পাকিস্তান ম্যাচের আগে ব্যাখ্যা সুনীল গাভাসকরের

রবিবার চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচ, কীভাবে বিনামূল্যে দেখা যাবে লাইভ স্ট্রিমিং?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa T20: প্রথম টি-২০ ম্যাচেই বাজিমাত ভারতের, ১০১ রানে পরাজয় দক্ষিণ আফ্রিকার
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০: হার্দিক পান্ডিয়ার ঝোড়ো অর্ধশতরান, কটকে লড়াইয়ে ভারত