নেদারল্যান্ডসের বিরুদ্ধে লো-স্কোরিং ম্যাচে জয়, ওডিআই বিশ্বকাপে প্রায় নিশ্চিত শ্রীলঙ্কা

ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে দুর্দান্ত লড়াই চলছে। খাতায়-কলমে ছোট দলগুলি অসাধারণ লড়াই চালাচ্ছে। ২ বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এবারের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব থেকেই ছিটকে যেতে চলেছে। বিশ্বকাপ খেলা প্রায় নিশ্চিত শ্রীলঙ্কার।

Soumya Gangully | Published : Jun 30, 2023 10:32 PM
110
নেদারল্যান্ডসকে ২১ রানে হারিয়ে ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জনের পথে শ্রীলঙ্কা

শুক্রবার ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে সুপার সিক্সের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে নেদারল্যান্ডসকে ২১ রানে হারিয়ে দিল শ্রীলঙ্কা। পয়েন্ট তালিকার শীর্ষে দাসুন শনাকার দল।

210
শ্রীলঙ্কার হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ম্যাচের সেরা ধনঞ্জয় ডি সিলভা

নেদারল্যান্ডসের বিরুদ্ধে শ্রীলঙ্কার হয়ে বড় রান করেন একমাত্র ধনঞ্জয় ডি সিলভা। তিনি ৬ নম্বরে ব্যাটিং করতে নেমে ৯৩ রান করেন। তাঁর ইনিংসে ছিল ৮টি বাউন্ডারি ও ২টি ওভার-বাউন্ডারি।

310
৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে সুপার সিক্সের শীর্ষে শ্রীলঙ্কা

ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের সুপার সিক্সে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে শ্রীলঙ্কা। ৩ ম্যাচে ৬ পয়েন্ট পেয়েছে জিম্বাবোয়েও। তবে রান রেটে এগিয়ে শ্রীলঙ্কা।

410
নেদারল্যান্ডসের বিরুদ্ধে এই ম্যাচে জয় পেতে যথেষ্ট লড়াই করতে হল শ্রীলঙ্কাকে

এই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ৪৭.৪ ওভারে ২১৩ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। জবাবে ৪০ ওভারে ১৯২ রানে অলআউট হয়ে গেল নেদারল্যান্ডস। যথেষ্ট লড়াই করে জয় পেতে হল শ্রীলঙ্কাকে।

510
নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৬৭ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল শ্রীলঙ্কা, সেখান থেকে দলকে ভালো জায়গায় নিয়ে যান ধনঞ্জয় ডি সিলভা

নেদারল্যান্ডসের বিরুদ্ধে ব্যাটিং করতে নেমে প্রথম বলেই পথুম নিশাঙ্কর (০) উইকেট হারায় শ্রীলঙ্কা। ৬৭ রানের মধ্যে ৫ উইকেট পড়ে যায়। সেই পরিস্থিতিতে দুর্দান্ত ব্যাটিং করে দলকে ২০০ রানের গণ্ডি পার করে দেন ধনঞ্জয় ডি সিলভা।

610
শ্রীলঙ্কার হয়ে ভালো বোলিং করলেন মাহিশ থিকসানা ও ওয়ানিন্দু হাসারঙ্গা

শ্রীলঙ্কার হয়ে ৩১ রান দিয়ে ৩ উইকেট নেন মাহিশ থিকসানা। ৫৩ রান দিয়ে ২ উইকেট নেন ওয়ানিন্দু হাসারঙ্গা। ১ উইকেট করে নেন লাহিড়ু কুমারা, দিলশান মদুশনাকা ও অধিনায়ক দাসুন শনাকা।

710
নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভালো ব্যাটিং করলেন ওয়েসলি বারেসি, ব্যাস ডে লিডে ও স্কট এডওয়ার্ডস

শ্রীলঙ্কার বিরুদ্ধে রান তাড়া করতে নেমে ৬৭ রান করে অপরাজিত থাকেন নেদারল্যান্ডসের ওপেনার স্কট এডওয়ার্ডস। ৫২ রান করেন ওয়েসলি বারেসি। ৪১ রান করেন ব্যাস ডে লিডে।

810
নেদারল্যান্ডসের হয়ে বোলিং ও ব্যাটিংয়ে ভালো পারফরম্যান্স ব্যাস ডে লিডে-র

নেদারল্যান্ডসের অলরাউন্ডার ব্যাস ডে লিডে প্রথমে ৪২ রান দিয়ে ৩ উইকেট নেওয়ার পর ব্যাটিং করতে নেমে ৪১ রান করেন।

910
রবিবার শ্রীলঙ্কা-জিম্বাবোয়ে ম্যাচ, যারা জিতবে তারাই বিশ্বকাপের যোগ্যতা অর্জন করবে

রবিবার ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের সুপার সিক্সে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড লড়াই। যে দল এই ম্যাচে জয় পাবে, তাদের বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়ে যাবে।

1010
অঙ্কের বিচারে এখনও বিশ্বকাপের যোগ্যতা অর্জনের সুযোগ আছে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের

ওডিআই বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে সুপার সিক্সে ২ ম্যাচে ২ পয়েন্ট স্কটল্যান্ডের। ৩ ম্যাচে ২ পয়েন্ট নেদারল্যান্ডসের। ফলে এই ২ দল এখনও বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব থেকে ছিটকে যায়নি।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos