Champions Trophy: দিনক্ষণ চূড়ান্ত করেই এবার সূচি প্রকাশের পথে আইসিসি! ভারত কি খেলতে যাচ্ছে?

Published : Nov 19, 2024, 02:50 PM IST
ICC Champions Trophy

সংক্ষিপ্ত

সব জল্পনার অবসান ঘটিয়ে হয়ত চলতি সপ্তাহেই চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) সূচি ঘোষণা করতে পারে আইসিসি।

প্রসঙ্গত, চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে আর ১০০ দিনও বাকি নেই। এমতাবস্থায় ভারত স্পষ্ট করেই জানিয়ে দিয়েছে যে, আয়োজক দেশ পাকিস্তানে গিয়ে তারা খেলতে রাজি নয়। এই নিয়ে পিসিবি এবং আইসিসিকে বেশ কিছু কথা জানিয়ে দিয়েছে বিসিসিআই। সেখানে উল্লেখ করা হয়েছে যে, ভারতীয় ক্রিকেট দলের উপর বড়সড় হামলা চালাতে পারে জঙ্গিরা।

কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে হয়ত চলতি সপ্তাহেই চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) সূচি ঘোষণা করতে পারে আইসিসি। সূত্রের খবর, আয়োজক দেশ পাকিস্তানকে নিয়ে চলা চূড়ান্ত বিতর্কের মাঝেই টুর্নামেন্টের দিনক্ষণ প্রায় চূড়ান্ত করে ফেলেছে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা। আর তারপর থেকেও জল্পনা শুরু হয়ে গেছে নয়া জল্পনা।

হ্যাঁ, পাকিস্তানের আমজনতা হয়ত ভারতীয় ক্রিকেটারদের উষ্ণ আতিথেয়তা জানাবে। কিন্তু পাকিস্তানের মাটিতে রোহিত শর্মাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। এমনকি, গত ২০০৯ সালে শ্রীলঙ্কা দলের উপর হামলার উদাহরণও উল্লেখ করা হয়েছে বিসিসিআই-এর তরফ থেকে।

এদিকে নিজের অবস্থানে আবার অনড় রয়েছে পাকিস্তানও। সেই দেশের সরকার বলছে, চ্যাম্পিয়ন্স ট্রফির কোনও ম্যাচ পাকিস্তান থেকে সরাতে তারা রাজি নয়। শুধু টাই নয়, হাইব্রিড মডেলেও চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে নারাজ পাকিস্তান। এহেন এক কঠিন পরিস্থিতিতে বুধবার, চ্যাম্পিয়ন্স ট্রফির লোগো উন্মোচন করে একটি ভিডিও প্রকাশ করে আইসিসি।

আর সেখানে আয়োজক দেশ হিসেবে স্পষ্ট জ্বলজ্বল করছে পাকিস্তানের নাম। স্বভাবতই, তারপর থেকে জল্পনা শুরু হয়ে গেছে যে, তাহলে কি পাকিস্তানের মাটিতেই খেলা হবে চ্যাম্পিয়ন্স ট্রফি? তাহলেও ভারত কি আদৌ সি দেশে দল পাঠাবে? আর তার মধ্যে এবার জানা যাচ্ছে যে, আইসিসি হয়ত সূচি প্রকাশ করে দিতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে