চলতি ওডিআই বিশ্বকাপে ভারত ও নিউজিল্যান্ড এখনও পর্যন্ত অপরাজিত। পয়েন্ট তালিকার শীর্ষে আছে নিউজিল্যান্ড। তবে বৃহস্পতিবার বাংলাদেশকে হারাতে পারলেই কিউয়িদের টপকে পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে যাবে ভারতীয় দল। সেই লক্ষ্যেই খেলতে নেমেছেন রোহিত শর্মারা।
09:25 PM (IST) Oct 19
বাংলাদেশের বিরুদ্ধে ৯৭ বলে ১০৩ রান করে অপরাজিত থাকেন বিরাট কোহলি। ৩৪ রান করে অপরাজিত থাকেন কে এল রাহুল।
09:22 PM (IST) Oct 19
এবারের ওডিআই বিশ্বকাপে পরপর ৪ ম্যাচ জিতে সেমি-ফাইনালের কাছে পৌঁছে গেল ভারতীয় দল। ৪ ম্যাচে ভারতের পয়েন্ট ৮।
09:13 PM (IST) Oct 19
বাংলাদেশের বিরুদ্ধে জয়ের জন্য ৬৬ বলে ভারতের দরকার ১৯ রান। বিরাট কোহলি ৮১, কে এল রাহুল ৩৪ রানে অপরাজিত।
08:51 PM (IST) Oct 19
৩৪ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর ৩ উইকেটে ২০১। বিরাট কোহলি ৬৫, কে এল রাহুল ১৩ রানে অপরাজিত।
08:37 PM (IST) Oct 19
২৫ বলে ১৯ রান করে মেহিদি হাসান মিরাজের বলে মাহমুদুল্লাহকে ক্যাচ দিয়ে ফিরে গেলেন শ্রেয়াস আইয়ার। ১৭৮ রানে ৩ উইকেট হারাল ভারত।
08:25 PM (IST) Oct 19
চলতি ওডিআই বিশ্বকাপে অসাধারণ ফর্মে ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। বাংলাদেশের বিরুদ্ধেও অর্ধশতরান করলেন বিরাট।
08:15 PM (IST) Oct 19
বিরাট কোহলি ৪১, শ্রেয়াস আইয়ার ১২ রানে অপরাজিত। বাংলাদশের বিরুদ্ধে সহজ জয়ের পথে ভারত।
07:54 PM (IST) Oct 19
মেহিদি হাসান মিরাজের বলে মাহমুদুল্লাহকে ক্যাচ দিয়ে ফিরে গেলেন শুবমান গিল। ১৩২ রানে দ্বিতীয় উইকেট হারাল ভারত।
07:49 PM (IST) Oct 19
বাংলাদেশের বিরুদ্ধে ব্যাটিং ওপেন করতে নেমে ৫২ বলে অর্ধশতরান করলেন শুবমান গিল। জয়ের পথে এগিয়ে চলেছে ভারত।
07:24 PM (IST) Oct 19
১৩ ওভারের শেষে ভারতের স্কোর ১ উইকেটে ১০৩। বিরাট কোহলি ১৩, শুবমান গিল ৪০ রানে অপরাজিত।
07:21 PM (IST) Oct 19
৮৮ রানে প্রথম উইকেট হারাল ভারত। ৪০ বলে ৪৮ রান করে হাসান মাহমুদের বলে তাওহিদ হৃদয়কে ক্যাচ দিয়ে ফিরে গেলেন রোহিত শর্মা।
07:09 PM (IST) Oct 19
বাংলাদেশের বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং করছেন রোহিত শর্মা ও শুবমান গিল। ১০ ওভারের শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৬৩। রোহিত ৩৭, শুবমান ২৬ রানে অপরাজিত।
07:05 PM (IST) Oct 19
৯ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর বিনা উইকেটে ৫০। রোহিত শর্মা ৩৭, শুবমান গিল ১৩ রানে অপরাজিত।
06:51 PM (IST) Oct 19
বাংলাদেশের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে ভালো ব্যাটিং করছেন রোহিত শর্মা ও শুবমান গিল। রোহিত ২৭ ও শুবমান ৬ রানে অপরাজিত।
06:27 PM (IST) Oct 19
চলতি ওডিআই বিশ্বকাপে প্রথম ৩ ম্যাচে জয় পেয়েছে ভারতীয় দল। বৃহস্পতিবার বাংলাদেশকে হারালে পয়েন্ট তালিকার শীর্ষে চলে যাবে ভারত।
06:05 PM (IST) Oct 19
ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ২৫৬ রান করল বাংলাদেশ। ৪৬ রান করেন মাহমুদুল্লাহ।
05:53 PM (IST) Oct 19
ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করতে নেমে বড় স্কোর করতে না পারলেও, ২৫০ পেরিয়ে যেতে চলেছে বাংলাদেশ। অর্ধশতরানের পথে মাহমুদুল্লাহ।
05:40 PM (IST) Oct 19
ভারতের বিরুদ্ধে ২৫০ রান করার পথে এগিয়ে চলেছে বাংলাদেশ। ৪৭ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ৭ উইকেটে ২৩৩। ১৪ রান করে আউট হয়ে গেলেন নাসুম আহমেদ। ৩২ রান করে অপরাজিত মাহমুদুল্লাহ।
05:20 PM (IST) Oct 19
৪৩ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ৬ উইকেটে ২০১। ৩৮ রান করে আউট হয়ে গেলেন মুশফিকুর রহিম। মাহমুদুল্লাহ ১৪ রানে অপরাজিত।
04:56 PM (IST) Oct 19
১৬ রান করে শার্দুল ঠাকুরের বলে শুবমান গিলকে ক্যাচ দিয়ে ফিরে গেলেন তাওহিদ হৃদয়। ১৭৯ রানে ৫ উইকেট হারাল বাংলাদেশ।
04:46 PM (IST) Oct 19
মুশফিকুর রহিম ২৬ ও তাওহিদ হৃদয় ১২ রানে অপরাজিত। রান বাড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ।
04:29 PM (IST) Oct 19
৩২ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ১৫৬। মুশফিকুর রহিম ১৫, তাওহিদ হৃদয় ৯ রানে অপরাজিত।
04:12 PM (IST) Oct 19
১৩৭ রানে চতুর্থ উইকেট হারাল বাংলাদেশ। ৮২ বলে ৬৬ রান করে আউট হয়ে গেলেন লিটন দাস।
03:56 PM (IST) Oct 19
মহম্মদ সিরাজের বলে কে এল রাহুলকে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন মেহিদি হাসান মিরাজ (৩)। ১২৯ রানে ৩ উইকেট হারাল বাংলাদেশ।
03:43 PM (IST) Oct 19
ভারতের বিরুদ্ধে ৬২ বলে অর্ধশতরান করলেন বাংলাদেশের ওপেনার লিটন দাস। ২১ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ২ উইকেটে ১১৩।
03:40 PM (IST) Oct 19
১৭ বলে ৮ রান করেই রবীন্দ্র জাদেজার বল এলবিডব্লু হয়ে গেলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ২০ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ২ উইকেটে ১১০। ৪৮ রানে অপরাজিত লিটন দাস।
03:35 PM (IST) Oct 19
১৯ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ১ উইকেটে ১০৭। লিটন দাস ৪৬, নাজমুল হোসেন শান্ত ৭ রানে অপরাজিত।
03:21 PM (IST) Oct 19
৪৩ বলে ৫১ রান করে কুলদীপ যাদবের বলে এলবিডব্লু হয়ে গেলেন তানজিদ হাসান। দলের ৯৩ রানের মাথায় প্রথম উইকেট হারাল বাংলাদেশ।
03:16 PM (IST) Oct 19
ওডিআই ফর্ম্যাটে প্রথম অর্ধশতরান করলেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান। ৪১ বলে অর্ধশতরান পূর্ণ করেন তানজিদ। ১৪ ওভারের শেষে বাংলাদেশের স্কোর বিনা উইকেটে ৯০। ৩৭ রানে অপরাজিত লিটন দাস।
03:05 PM (IST) Oct 19
তানজিদ হাসান ৪২, লিটন দাস ২৮ রানে অপরাজিত। রান বাড়িয়ে চলেছে বাংলাদেশ।
02:57 PM (IST) Oct 19
অর্ধশতরানের পথে তানজিদ হাসান। ৪০ রানে অপরাজিত বাংলাদেশের ওপেনার। লিটন দাস ২১ রানে অপরাজিত। ১০ ওভারের শেষে বাংলাদেশের স্কোর বিনা উইকেটে ৬৩।
02:53 PM (IST) Oct 19
৯ ওভারের শেষে বাংলাদেশের স্কোর বিনা উইকেটে ৪৭। লিটন দাস ২১, তানজিদ হাসান ২৪ রানে অপরাজিত।
02:50 PM (IST) Oct 19
চোট পাওয়ায় ওভার শেষ করতে পারলেন না হার্দিক পান্ডিয়া। তাঁর পরিবর্তে বোলিংয়ে বিরাট কোহলি।
02:47 PM (IST) Oct 19
বোলিং করার সময় বাঁ পায়ে চোট পেয়েছেন হার্দিক পান্ডিয়া। মাঠেই তাঁর চিকিৎসা চলছে।
02:24 PM (IST) Oct 19
১৪ বল খেলে ১ রানে অপরাজিত লিটন দাস। ১৬ বল খেলে ৯ রান তানজিদ হাসানের।
02:20 PM (IST) Oct 19
৪ ওভারের শেষে বাংলাদেশের স্কোর ৬। ১৩ বল খেলে ০ রানে অপরাজিত লিটন দাস। ১১ বল খেলে ৬ রান তানজিদ হাসানের।
02:09 PM (IST) Oct 19
২ ওভারের শেষে বাংলাদেশের স্কোর বিনা উইকেটে ৫। তানজিদ হাসানই ৫ রান করেছেন। এখনও ০ রানে অপরাজিত লিটন দাস।
02:00 PM (IST) Oct 19
ভারতের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন এই ম্যাচে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।