প্রত্যাশিতভাবেই পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ভারতীয় দলে ফিরলেন শুবমান গিল। তিনিই অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ব্যাটিং ওপেন করবেন। শুবমান দলে ফেরায় বাদ পড়লেন ঈশান কিষান। এই ম্যাচে ভারতীয় দলে আর কোনও বদল করা হয়নি।
08:13 PM (IST) Oct 14
রোহিত শর্মার পাশাপাশি ভালো ব্যাটিং করলেন শ্রেয়াস আইয়ারও। এর ফলে ভারতের জয় সহজ হল।
08:06 PM (IST) Oct 14
পাকিস্তানকে ৭ উইকেটে উড়িয়ে চলতি ওডিআই বিশ্বকাপে টানা তৃতীয় জয় পেল ভারত।
07:45 PM (IST) Oct 14
পাকিস্তানকে হারানোর জন্য ২৫ ওভারে ভারতের দরকার ২৭ রান। হাতে ৭ উইকেট। ৪১ রান করে অপরাজিত শ্রেয়াস আইয়ার। ৪ রানে অপরাজিত কে এল রাহুল।
07:32 PM (IST) Oct 14
নিশ্চিত শতরান হারালে রোহিত শর্মা। ১৫৬ রানে ৩ উইকেট হারাল ভারত।
07:27 PM (IST) Oct 14
২১ ওভারের শেষে ভারতের স্কোর ২ উইকেটে ১৫৪। রোহিত শর্মা ৮৫, শুবমান গিল ৩৫ রানে অপরাজিত। জয়ের জন্য ভারতের দরকার আর ৩৮ রান।
07:20 PM (IST) Oct 14
পাকিস্তানের বিরুদ্ধে জয় পেতে ভারতের দরকার আর মাত্র ৬৩ রান। রোহিত শর্মা ৬৮, শুবমান গিল ২৭ রানে অপরাজিত।
07:06 PM (IST) Oct 14
পাকিস্তানের বিরুদ্ধে জয়ের জন্য ৩৫ ওভারে ভারতের দরকার ৮১ রান। হাতে ৮ উইকেট।
06:58 PM (IST) Oct 14
নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অধিনায়কোচিত ইনিংস খেলছেন রোহিত শর্মা। অর্ধশতরান পূর্ণ করে ফেলেছেন ভারতের অধিনায়ক। ভালো ব্যাটিং করছেন শ্রেয়াস আইয়ারও।
06:42 PM (IST) Oct 14
১৬ রান করে হাসান আলির বলে মহম্মদ নওয়াজক ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন বিরাট কোহলি। অর্ধশতরানের পথে রোহিত শর্মা।
06:27 PM (IST) Oct 14
টার্গেটের দিকে ভালোভাবেই এগিয়ে চলেছে ভারতীয় দল। রোহিত শর্মা ২৩, বিরাট কোহলি ১৩ রানে ব্যাটিং করছেন।
06:22 PM (IST) Oct 14
শুবমান গিল আউট হয়ে গেলেও, ভারতের ইনিংস ভালভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। রোহিত ১৬ ও বিরাট ৫ রানে অপরাজিত।
06:12 PM (IST) Oct 14
পাকিস্তানের বিরুদ্ধে ১১ বলে ১৬ রান করে শাহিন শাহ আফ্রিদির বলে শাদাব খানকে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন শুবমান গিল।
06:04 PM (IST) Oct 14
পাকিস্তানের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে শুরুটা দুর্দান্তভাবে করলেন রোহিত শর্মা ও শুবমান গিল। ৯ বলে ১৬ রান করে ফেলেছেন শুবমান। ৩ বলে ৫ রান করেছেন রোহিত।
06:00 PM (IST) Oct 14
প্রথম ওভারের শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১০। রোহিত শর্মা ৫, শুবমান গিল ৪ রানে অপরাজিত।
05:54 PM (IST) Oct 14
আইপিএল-এ গুজরাট টাইটান্সের হয়ে খেলেন শুবমান গিল। ফলে নরেন্দ্র মোদী স্টেডিয়াম তাঁর ঘরের মাঠ। ওডিআই বিশ্বকাপে অভিষেক ম্যাচে ভালো পারফরম্যান্স দেখানোই শুবমানের লক্ষ্য। ভালো ব্যাটিং করতে তৈরি রোহিত শর্মাও।
05:36 PM (IST) Oct 14
পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ও মহম্মদ রিজওয়ান ছাড়া অন্য কোনও ব্যাটার বড় রান পেলেন না।
05:25 PM (IST) Oct 14
আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ওডিআই বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করতে নেমে ১৯১ রানে অলআউট হয়ে গেল পাকিস্তান। ভারতের হয়ে ২ উইকেট করে নিলেন জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা।
05:13 PM (IST) Oct 14
রবীন্দ্র জাদেজার বলে শুবমান গিলকে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন হাসান আলি (১২)। ১৮৭ রানে ৯ উইকেট হারাল পাকিস্তান।
05:11 PM (IST) Oct 14
৪ রান করে হার্দিক পান্ডিয়ার বলে জসপ্রীত বুমরাকে ক্যাচ দিয়ে ফিরে গেলেন মহম্মদ নওয়াজ। ১৮৭ রানে ৮ উইকেট হারাল পাকিস্তান।
04:50 PM (IST) Oct 14
২ রান করেই জসপ্রীত বুমরার বলে বোল্ড হয়ে গেলেন শাদাব খান। ১৭১ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান।
04:43 PM (IST) Oct 14
৪৯ রান করে জসপ্রীত বুমরার বলে বোল্ড হয়ে গেলেন মহম্মদ রিজওয়ান। ১৬৮ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছে পাকিস্তান।
04:39 PM (IST) Oct 14
সৌদ শাকিলকে এলবিডব্লু করে দেওয়ার পর ইফতিকার আহমেদকে (৪) বোল্ড করে দিলেন কুলদীপ যাদব। ১৬৬ রানে ৫ উইকেট হারাল পাকিস্তান।
04:35 PM (IST) Oct 14
১৬২ রানে ৪ উইকেট হারাল পাকিস্তান। অল্প রানের ব্যবধানে ২ উইকেট তুলে নিল ভারত। এবার ফেরাতে হবে মহম্মদ রিজওয়ানকে।
04:16 PM (IST) Oct 14
৫০ রান করে মহম্মদ সিরাজের বলে বোল্ড হয়ে গেলেন বাবর আজম। ১৫৫ রানে ৩ উইকেট হারাল পাকিস্তান।
04:13 PM (IST) Oct 14
৫৭ বলে অর্ধশতরান পূর্ণ করলেন বাবর আজম। অর্ধশতরানের পথে মহম্মদ রিজওয়ানও। ২৯ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ২ উইকেটে ১৫০।
03:58 PM (IST) Oct 14
বাবর আজম ৩৫, মহম্মদ রিজওয়ান ৩৩ রানে অপরাজিত। জমে উঠছে পাকিস্তানের এই জুটি।
03:46 PM (IST) Oct 14
পাকিস্তানের স্কোর বাড়িয়ে নিয়ে যাচ্ছেন বাবর আজম ও মহম্মদ রিজওয়ান। এই জুটি ভাঙতে না পারলে বিপদে পড়তে পারে ভারতীয় দল।
03:35 PM (IST) Oct 14
১৯ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ২ উইকেটে ১০২। বাবর আজম ৩০, মহম্মদ রিজওয়ান ১৫ রানে অপরাজিত।
03:25 PM (IST) Oct 14
বিপজ্জনক হয়ে ওঠার আগেই পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ও মহম্মদ রিজওয়ানের উইকেট নিতে হবে ভারতের বোলারদের।
03:22 PM (IST) Oct 14
পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ১৬ এবং মহম্মদ রিজওয়ান ৬ রানে ব্যাটিং করছেন। দ্রুত এই জুটি ভাঙতে হবে ভারতের বোলারদের।
03:15 PM (IST) Oct 14
১৪-তম ওভারে রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লু হয়ে গিয়েছিলেন মহম্মদ রিজওয়ান। কিন্তু রিভিউ নেওয়ায় তিনি ক্রিজে টিকে গেলেন।
03:07 PM (IST) Oct 14
১২.৩ ওভারে ৭৩ রানে দ্বিতীয় উইকেট হারাল পাকিস্তান। ৩৬ রান করে হার্দিক পান্ডিয়ার বলে কে এল রাহুলকে ক্যাচ দিয়ে ফিরে গেলেন ইমাম-উল-হক।
03:03 PM (IST) Oct 14
পাকিস্তানের রান রেট ৫-এর উপরে। এই রান রেট নিয়ন্ত্রণে রাখতে হবে ভারতের বোলারদের।
02:58 PM (IST) Oct 14
পাকিস্তানের স্কোর নিয়ন্ত্রণে রাখতে হলে নিয়মিত উইকেট নিতে হবে ভারতের বোলারদের। বাবর আজমকে সেট হতে দেওয়া চলেব না।
02:54 PM (IST) Oct 14
ইনিংসের শুরুতে পাকিস্তানের ব্যাটাররা রান করলেও, রানের গতি অনেকটা নিয়ন্ত্রণে আনতে পেরেছেন মহম্মদ সিরাজরা। ফলে ভালো জায়গায় ভারত।
02:47 PM (IST) Oct 14
নবম ওভারে বোলিং করতে গিয়ে ৭ রান দিলেন হার্দিক পান্ডিয়া। পাকিস্তানের স্কোর পৌঁছে গেল ৫০-এর কাছে। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।
02:42 PM (IST) Oct 14
পাকিস্তানের বিরুদ্ধে অষ্টম ওভারে প্রথম উইকেট পেল ভারত। ৪১ রানে প্রথম উইকেট হারাল পাকিস্তান। ২০ রান করে মহম্মদ সিরাজের বলে এলবিডব্লু হয়ে গেলেন আবদুল্লাহ শফিক।
02:34 PM (IST) Oct 14
৭ ওভারের শেষে পাকিস্তানের স্কোর বিনা উইকেটে ৩৭। ইমাম-উল-হক ১৮, আবদুল্লাহ শফিক ১৮ রানে অপরাজিত।
02:29 PM (IST) Oct 14
৬ ওভারের শেষে পাকিস্তানের স্কোর বিনা উইকেটে ২৮। ৩ ওভারে ২২ রান দিয়েছেন মহম্মদ সিরাজ।
02:24 PM (IST) Oct 14
৫ ওভারের শেষে পাকিস্তানের স্কোর বিনা উইকেটে ২৩। অসাধারণ বোলিং করছেন জসপ্রীত বুমরা।