Asianet News | Published : Oct 14, 2023 8:14 AM IST / Updated: Oct 14 2023, 08:13 PM IST

India Vs Pakistan Live Updates: শ্রেয়াস আইয়ারের অপরাজিত অর্ধশতরান, ৭ উইকেটে জয় ভারতের

সংক্ষিপ্ত

প্রত্যাশিতভাবেই পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ভারতীয় দলে ফিরলেন শুবমান গিল। তিনিই অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ব্যাটিং ওপেন করবেন। শুবমান দলে ফেরায় বাদ পড়লেন ঈশান কিষান। এই ম্যাচে ভারতীয় দলে আর কোনও বদল করা হয়নি।

08:13 PM (IST) Oct 14

৬২ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন শ্রেয়াস আইয়ার

রোহিত শর্মার পাশাপাশি ভালো ব্যাটিং করলেন শ্রেয়াস আইয়ারও। এর ফলে ভারতের জয় সহজ হল।

08:06 PM (IST) Oct 14

পাকিস্তানকে ৭ উইকেটে উড়িয়ে দিল ভারত

পাকিস্তানকে ৭ উইকেটে উড়িয়ে চলতি ওডিআই বিশ্বকাপে টানা তৃতীয় জয় পেল ভারত।

07:45 PM (IST) Oct 14

২৫ ওভারের শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ১৬৫

পাকিস্তানকে হারানোর জন্য ২৫ ওভারে ভারতের দরকার ২৭ রান। হাতে ৭ উইকেট। ৪১ রান করে অপরাজিত শ্রেয়াস আইয়ার। ৪ রানে অপরাজিত কে এল রাহুল।

07:32 PM (IST) Oct 14

৬৩ বলে ৮৬ রান করে আউট ভারতের অধিনায়ক রোহিত শর্মা

নিশ্চিত শতরান হারালে রোহিত শর্মা। ১৫৬ রানে ৩ উইকেট হারাল ভারত।

07:27 PM (IST) Oct 14

পাকিস্তানের বিরুদ্ধে শতরানের পথে ভারতের অধিনায়ক রোহিত শর্মা

২১ ওভারের শেষে ভারতের স্কোর ২ উইকেটে ১৫৪। রোহিত শর্মা ৮৫, শুবমান গিল ৩৫ রানে অপরাজিত। জয়ের জন্য ভারতের দরকার আর ৩৮ রান।

07:20 PM (IST) Oct 14

১৯ ওভারের শেষে ভারতের স্কোর ২ উইকেটে ১২৯

পাকিস্তানের বিরুদ্ধে জয় পেতে ভারতের দরকার আর মাত্র ৬৩ রান। রোহিত শর্মা ৬৮, শুবমান গিল ২৭ রানে অপরাজিত।

07:06 PM (IST) Oct 14

১৫ ওভারের শেষে ভারতের স্কোর ২ উইকেটে ১১১

পাকিস্তানের বিরুদ্ধে জয়ের জন্য ৩৫ ওভারে ভারতের দরকার ৮১ রান। হাতে ৮ উইকেট।

06:58 PM (IST) Oct 14

পাকিস্তানের বিরুদ্ধে ৩৭ বলে অর্ধশতরান রোহিত শর্মার

নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অধিনায়কোচিত ইনিংস খেলছেন রোহিত শর্মা। অর্ধশতরান পূর্ণ করে ফেলেছেন ভারতের অধিনায়ক। ভালো ব্যাটিং করছেন শ্রেয়াস আইয়ারও।

06:42 PM (IST) Oct 14

৭৯ রানে দ্বিতীয় উইকেট হারাল ভারত

১৬ রান করে হাসান আলির বলে মহম্মদ নওয়াজক ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন বিরাট কোহলি। অর্ধশতরানের পথে রোহিত শর্মা।

06:27 PM (IST) Oct 14

৭ ওভারের শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৫৪

টার্গেটের দিকে ভালোভাবেই এগিয়ে চলেছে ভারতীয় দল। রোহিত শর্মা ২৩, বিরাট কোহলি ১৩ রানে ব্যাটিং করছেন।

06:22 PM (IST) Oct 14

৬ ওভারের শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৩৯

শুবমান গিল আউট হয়ে গেলেও, ভারতের ইনিংস ভালভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। রোহিত ১৬ ও বিরাট ৫ রানে অপরাজিত।

06:12 PM (IST) Oct 14

ওডিআই বিশ্বকাপে অভিষেক ম্যাচে ১৬ রান করে আউট শুবমান গিল

পাকিস্তানের বিরুদ্ধে ১১ বলে ১৬ রান করে শাহিন শাহ আফ্রিদির বলে শাদাব খানকে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন শুবমান গিল।

06:04 PM (IST) Oct 14

২ ওভারের শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ২২

পাকিস্তানের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে শুরুটা দুর্দান্তভাবে করলেন রোহিত শর্মা ও শুবমান গিল। ৯ বলে ১৬ রান করে ফেলেছেন শুবমান। ৩ বলে ৫ রান করেছেন রোহিত।

06:00 PM (IST) Oct 14

প্রথম ওভারেই ১০ রান ভারতের

প্রথম ওভারের শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১০। রোহিত শর্মা ৫, শুবমান গিল ৪ রানে অপরাজিত।

05:54 PM (IST) Oct 14

ভারতের হয়ে ব্যাটিং ওপেন করতে নেমেছেন রোহিত শর্মা ও শুবমান গিল

আইপিএল-এ গুজরাট টাইটান্সের হয়ে খেলেন শুবমান গিল। ফলে নরেন্দ্র মোদী স্টেডিয়াম তাঁর ঘরের মাঠ। ওডিআই বিশ্বকাপে অভিষেক ম্যাচে ভালো পারফরম্যান্স দেখানোই শুবমানের লক্ষ্য। ভালো ব্যাটিং করতে তৈরি রোহিত শর্মাও।

05:36 PM (IST) Oct 14

পাকিস্তানের হয়ে সর্বাধিক ৫০ রান অধিনায়ক বাবর আজমের

পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ও মহম্মদ রিজওয়ান ছাড়া অন্য কোনও ব্যাটার বড় রান পেলেন না।

05:25 PM (IST) Oct 14

নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ১৯১ রানে অলআউট পাকিস্তান

আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ওডিআই বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করতে নেমে ১৯১ রানে অলআউট হয়ে গেল পাকিস্তান। ভারতের হয়ে ২ উইকেট করে নিলেন জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা।

05:13 PM (IST) Oct 14

পরপর ২ বলে উইকেট হারাল পাকিস্তান

রবীন্দ্র জাদেজার বলে শুবমান গিলকে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন হাসান আলি (১২)। ১৮৭ রানে ৯ উইকেট হারাল পাকিস্তান।

05:11 PM (IST) Oct 14

৪০ ওভারের শেষে পাকিস্তান ১৮৭/৮

৪ রান করে হার্দিক পান্ডিয়ার বলে জসপ্রীত বুমরাকে ক্যাচ দিয়ে ফিরে গেলেন মহম্মদ নওয়াজ। ১৮৭ রানে ৮ উইকেট হারাল পাকিস্তান।

04:50 PM (IST) Oct 14

১৭১ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান

২ রান করেই জসপ্রীত বুমরার বলে বোল্ড হয়ে গেলেন শাদাব খান। ১৭১ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান।

04:43 PM (IST) Oct 14

১৬৮ রানে ৬ উইকেট হারাল পাকিস্তান

৪৯ রান করে জসপ্রীত বুমরার বলে বোল্ড হয়ে গেলেন মহম্মদ রিজওয়ান। ১৬৮ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছে পাকিস্তান।

04:39 PM (IST) Oct 14

৩৩ ওভারে জোড়া উইকেট কুলদীপ যাদবের

সৌদ শাকিলকে এলবিডব্লু করে দেওয়ার পর ইফতিকার আহমেদকে (৪) বোল্ড করে দিলেন কুলদীপ যাদব। ১৬৬ রানে ৫ উইকেট হারাল পাকিস্তান।

04:35 PM (IST) Oct 14

৬ রান করেই কুলদীপ যাদবের বলে এলবিডব্লু সৌদ শাকিল

১৬২ রানে ৪ উইকেট হারাল পাকিস্তান। অল্প রানের ব্যবধানে ২ উইকেট তুলে নিল ভারত। এবার ফেরাতে হবে মহম্মদ রিজওয়ানকে।

04:16 PM (IST) Oct 14

অর্ধশতরান করার পরেই আউট বাবর আজম

৫০ রান করে মহম্মদ সিরাজের বলে বোল্ড হয়ে গেলেন বাবর আজম। ১৫৫ রানে ৩ উইকেট হারাল পাকিস্তান।

04:13 PM (IST) Oct 14

অর্ধশতরান করলেন বাবর আজম, ২৯ ওভারে ১৫০ পাকিস্তান

৫৭ বলে অর্ধশতরান পূর্ণ করলেন বাবর আজম। অর্ধশতরানের পথে মহম্মদ রিজওয়ানও। ২৯ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ২ উইকেটে ১৫০।

03:58 PM (IST) Oct 14

২৫ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ২ উইকেটে ১২৫

বাবর আজম ৩৫, মহম্মদ রিজওয়ান ৩৩ রানে অপরাজিত। জমে উঠছে পাকিস্তানের এই জুটি।

03:46 PM (IST) Oct 14

২২ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ২ উইকেটে ১১৪

পাকিস্তানের স্কোর বাড়িয়ে নিয়ে যাচ্ছেন বাবর আজম ও মহম্মদ রিজওয়ান। এই জুটি ভাঙতে না পারলে বিপদে পড়তে পারে ভারতীয় দল।

03:35 PM (IST) Oct 14

১৯ ওভারে ২ উইকেটে ১০০ পেরিয়ে গেল পাকিস্তান

১৯ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ২ উইকেটে ১০২। বাবর আজম ৩০, মহম্মদ রিজওয়ান ১৫ রানে অপরাজিত।

03:25 PM (IST) Oct 14

১৬ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ২ উইকেটে ৮৪

বিপজ্জনক হয়ে ওঠার আগেই পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ও মহম্মদ রিজওয়ানের উইকেট নিতে হবে ভারতের বোলারদের।

03:22 PM (IST) Oct 14

১৫ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ২ উইকেটে ৭৯

পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ১৬ এবং মহম্মদ রিজওয়ান ৬ রানে ব্যাটিং করছেন। দ্রুত এই জুটি ভাঙতে হবে ভারতের বোলারদের।

03:15 PM (IST) Oct 14

১৪ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ২ উইকেটে ৭৫

১৪-তম ওভারে রবীন্দ্র জাদেজার বলে এলবিডব্লু হয়ে গিয়েছিলেন মহম্মদ রিজওয়ান। কিন্তু রিভিউ নেওয়ায় তিনি ক্রিজে টিকে গেলেন।

03:07 PM (IST) Oct 14

ইমাম-উল-হককে ফিরিয়ে দিলেন হার্দিক পান্ডিয়া

১২.৩ ওভারে ৭৩ রানে দ্বিতীয় উইকেট হারাল পাকিস্তান। ৩৬ রান করে হার্দিক পান্ডিয়ার বলে কে এল রাহুলকে ক্যাচ দিয়ে ফিরে গেলেন ইমাম-উল-হক।

03:03 PM (IST) Oct 14

১২ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ১ উইকেটে ৬৮

পাকিস্তানের রান রেট ৫-এর উপরে। এই রান রেট নিয়ন্ত্রণে রাখতে হবে ভারতের বোলারদের।

02:58 PM (IST) Oct 14

১১ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ১ উইকেটে ৬০

পাকিস্তানের স্কোর নিয়ন্ত্রণে রাখতে হলে নিয়মিত উইকেট নিতে হবে ভারতের বোলারদের। বাবর আজমকে সেট হতে দেওয়া চলেব না।

02:54 PM (IST) Oct 14

১০ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ১ উইকেটে ৪৯

ইনিংসের শুরুতে পাকিস্তানের ব্যাটাররা রান করলেও, রানের গতি অনেকটা নিয়ন্ত্রণে আনতে পেরেছেন মহম্মদ সিরাজরা। ফলে ভালো জায়গায় ভারত।

02:47 PM (IST) Oct 14

৯ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ১ উইকেটে ৪৮

নবম ওভারে বোলিং করতে গিয়ে ৭ রান দিলেন হার্দিক পান্ডিয়া। পাকিস্তানের স্কোর পৌঁছে গেল ৫০-এর কাছে। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

02:42 PM (IST) Oct 14

২০ রান করে মহম্মদ সিরাজের বলে এলবিডব্লু আবদুল্লাহ শফিক

পাকিস্তানের বিরুদ্ধে অষ্টম ওভারে প্রথম উইকেট পেল ভারত। ৪১ রানে প্রথম উইকেট হারাল পাকিস্তান। ২০ রান করে মহম্মদ সিরাজের বলে এলবিডব্লু হয়ে গেলেন আবদুল্লাহ শফিক।

02:34 PM (IST) Oct 14

ষষ্ঠ ওভারে ৯ রান দিলেন জসপ্রীত বুমরা

৭ ওভারের শেষে পাকিস্তানের স্কোর বিনা উইকেটে ৩৭। ইমাম-উল-হক ১৮, আবদুল্লাহ শফিক ১৮ রানে অপরাজিত।

02:29 PM (IST) Oct 14

পাকিস্তানের বিরুদ্ধে ভালো বোলিং করতে পারছেন না মহম্মদ সিরাজ

৬ ওভারের শেষে পাকিস্তানের স্কোর বিনা উইকেটে ২৮। ৩ ওভারে ২২ রান দিয়েছেন মহম্মদ সিরাজ।

02:24 PM (IST) Oct 14

পঞ্চম ওভার মেডেন নিলেন জসপ্রীত বুমরা

৫ ওভারের শেষে পাকিস্তানের স্কোর বিনা উইকেটে ২৩। অসাধারণ বোলিং করছেন জসপ্রীত বুমরা।


More Trending News