বৃষ্টির আশঙ্কার মধ্যেই টি-২০ বিশ্বকাপ ফাইনালের জন্য শেষমুহূর্তের প্রস্তুতি চলছে। বৃষ্টির পূর্বাভাসের কথা মাথায় রেখে রিজার্ভ ডে রাখা হয়েছে। রবিবার ম্যাচ শেষ করা না গেলে সোমবার আবার খেলা শুরু করার চেষ্টা হবে।
বৃষ্টির আশঙ্কার মধ্যেই টি-২০ বিশ্বকাপ ফাইনালের জন্য শেষমুহূর্তের প্রস্তুতি চলছে। বৃষ্টির পূর্বাভাসের কথা মাথায় রেখে রিজার্ভ ডে রাখা হয়েছে। রবিবার ম্যাচ শেষ করা না গেলে সোমবার আবার খেলা শুরু করার চেষ্টা হবে। ফাইনালের দু'দল পাকিস্তান ও ইংল্যান্ড অবশ্য বৃষ্টির কথা না ভেবে নিজেদের প্রস্তুতিতে ব্যস্ত। দু'দলই সেমি ফাইনালে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে উঠেছে। কেউ কাউকে এতটুকু জমি ছাড়তে নারাজ। ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। বাবর আজম বনাম স্যাম কারান, জস বাটলার বনাম শাহিন শাহ আফ্রিদির লড়াই জমে উঠতে পারে। ১৯৯২ সালে অস্ট্রেলিয়াতেই ওডিআই বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি চাইছেন বাবর, আফ্রিদিরা। ইংল্যান্ড অবশ্য জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী