ইংল্যান্ডের কাছে লজ্জার হার, বোলারদের ব্যর্থতার জন্য হার, মানলেন রোহিত শর্মা |
প্রতিযোগিতার শুরুতে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দুরন্ত জয় দেখে ক্রিকেট প্রেমীরা আশায় বুক বেঁধেছিল। প্রতিযোগিতার এমন একটা পরিস্থিতিতে এমনও মনে হয়েছিল যে সেমিফাইনালের আগেই হয়তো বিদায় ঘটে যাবে পাকিস্তান ও ইংল্যান্ডের। কিন্তু, গ্রুপ লিগে অঙ্কের গুণে সেমিফাইনালে উঠে আসা পাকিস্তান ও ইংল্যান্ড যে আরও নাটকীয়তা তৈরি করবে তা কয় জন বুঝতে পেরেছিলেন। পাকিস্তান প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের মতো দুরন্ত ক্রিকেট খেলা দলকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গিয়েছে। এবার ইংল্যান্ডও মোক্ষম সময়ে ভারতের বিরুদ্ধে এক দুরন্ত জয় দিয়ে ফাইনালে উঠল। কথায় আছে ক্রিকেট চরম অনিশ্চয়তার খেলা। রোহিত-বিরাটরা এখন সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছেন।
ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে হার ভারতের, কাজে লাগল না বিরাট-হার্দিকের লড়াকু ইনিংস | বোলারদের ব্যর্থতার জন্য হার, মানলেন রোহিত শর্মা | টি-২০ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ড-পাকিস্তান | রবিবার টি-২০ বিশ্বকাপ ফাইনাল |