ফের ব্যর্থ কে এল রাহুল, বড় রান পেলেন না বিরাট কোহলি, রোহিত শর্মা। ক্যাচ ফেলে ম্যাচ হারল ভারত, এখনও সুযোগ সেমি ফাইনালে যাওয়ার
প্রথম ২ ম্যাচ জয়ের পর তৃতীয় ম্যাচে হঠাৎই ছন্দপতন। টি-২০ বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে রবিবার দক্ষিণ আফ্রিকার কাছে ৫ উইকেটে হেরে গেলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। একা লড়াই করেন সূর্যকুমার যাদব (৬৮)। কিন্তু তাঁর লড়াই ভারতীয় দলকে জেতানোর জন্য যথেষ্ট ছিল না। বাকিরা সাহায্য করতে না পারায় সূর্যকুমারের লড়াই বৃথা গেল।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাটাররা বড় রান করতে ব্যর্থ হওয়ার পর ভারতীয় দলকে জেতানোর দায়িত্ব ছিল বোলারদের। নিজের প্রথম ওভারেই কুইন্টন ডি কক (১) ও রাইলি রুসুকে (০) ফিরিয়ে শুরুটা দুর্দান্ত করেন আর্শদীপ সিং। এরপর আর কোনও সুযোগ দেননি মার্করাম-মিলার। তাঁরা দলের রান এগিয়ে নিয়ে যেতে থাকেন। প্রোটিয়াদের রান ১০০ হওয়ার পর হার্দিক পান্ডিয়ার বলে সূর্যকুমার যাদবের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান মার্করাম। তিনি ৪১ বলে ৫২ রানের মূল্যবান ইনিংস খেলেন। এরপর ট্রিস্টান স্টাবসকে নিয়ে বাকি কাজটা শেষ করে দেন মিলার। তিনি লড়াকু অর্ধশতরান করলেন। ৫ উইকেটে জয় পেল দক্ষিণ আফ্রিকা