বৃহস্পতিবার অ্যাডিলেড ওভালে টি-২০ বিশ্বকাপ সেমি ফাইনালে ভারত-ইংল্যান্ড লড়াই। টি-২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে ভারত ও ইংল্যান্ড। তার মধ্যে দু'বারই জিতেছে ভারত।
বৃহস্পতিবার অ্যাডিলেড ওভালে টি-২০ বিশ্বকাপ সেমি ফাইনালে ভারত-ইংল্যান্ড লড়াই। টি-২০ বিশ্বকাপে এখনও পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে ভারত ও ইংল্যান্ড। তার মধ্যে দু'বারই জিতেছে ভারত। ২০১২ সালের টি-২০ বিশ্বকাপে শেষবার মুখোমুখি হয়েছিল দু'দল। সেই ম্যাচে ভারতীয় দলই জয় পেয়েছিল। এবারের টি-২০ বিশ্বকাপে সুপার ১২ গ্রুপ ২-এর শীর্ষে ছিল ভারত। অন্যদিকে, সুপার ১২ গ্রুপ ১-এ দ্বিতীয় স্থানে শেষ করে ইংল্যান্ড। অ্যাডিলেড ওভাল বিরাট কোহলির প্রিয় মাঠ। তিনি ফের এই মাঠে দুর্দান্ত ইনিংস খেলতে তৈরি। ব্যাটিংয়ে সূর্যকুমার যাদব, বোলিংয়ে আর্শদীপ সিং ভারতের বড় ভরসা। চোটের জন্য ইংল্যান্ডের পেসার মার্ক উড ও ব্যাটার ডেভিড মালানের খেলা অনিশ্চিত ।