মহিলাদের টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি ভারত। সদ্য দক্ষিণ আফ্রিকার মাটিতেই মহিলাদের অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। এবার সিনিয়র পর্যায়েও চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে খেলতে নামছে ভারত।
09:46 PM (IST) Feb 12
জেমাইমা রডরিগেজের অপরাজিত ৫৩ ও রিচা ঘোষের অপরাজিত ৩১ রানের সুবাদে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে দিল ভারত। ১৯ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিল ভারত।
09:36 PM (IST) Feb 12
পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জয়ের জন্য ভারতের দরকার ১২ বলে ১৪ রান। ক্রিজে রিচা ঘোষ ও জেমাইমা রডরিগেজ।
09:33 PM (IST) Feb 12
পাকিস্তানের বিরুদ্ধে ভালো ব্যাটিং করছেন রিচা ঘোষ। জেমাইমা রডরিগেজও ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। এই দুই ব্যাটারের লড়াই ভারতকে জয়ের স্বপ্ন দেখাচ্ছে।
09:22 PM (IST) Feb 12
পাকিস্তানের বিরুদ্ধে জয়ের জন্য শেষ ৫ ওভারে ভারতের দরকার ৪৭ রান। ক্রিজে রিচা ঘোষ ও জেমাইমা রডরিগেজ।
09:18 PM (IST) Feb 12
পাকিস্তানের বিরুদ্ধে ১২ বলে ১৬ রান করে আউট হয়ে গেলেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত কউর। ৯৩ রানে ৩ উইকেট হারাল ভারত।
08:54 PM (IST) Feb 12
পাকিস্তানের বিরুদ্ধে ৬২ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারাল ভারত। ৩৩ রান করে আউট হয়ে গেলেন শেফালি ভার্মা।
08:41 PM (IST) Feb 12
ষষ্ঠ ওভারে প্রথম উইকেট হারাল ভারত। ১৭ রান করে আউট ইয়াস্তিকা ভাটিয়া। ক্রিজে শেফালি ভার্মা ও জেমাইমা রডরিগেজ।
08:20 PM (IST) Feb 12
পাকিস্তানের বিরুদ্ধে ১৫০ রানের টার্গেট তাড়া করতে নেমে প্রথম ওভারে ভারতের রান বিনা উইকেটে ৮। ভারতের হয়ে ওপেন করতে নেমেছেন শেফালি ভার্মা ও ইয়াস্তিকা ভাটিয়া।
08:06 PM (IST) Feb 12
অধিনায়ক বিসমা মারুফের অপরাজিত ৬৮ ও আয়েশা নাসিমের অপরাজিত ৪৩ রানের সুবাদে ৪ উইকেটে ১৪৯ রান করল পাকিস্তান। ভারতের টার্গেট ১৫০।
07:41 PM (IST) Feb 12
ভালো ব্যাটিং করছেন বিসমা মারুফ ও আয়েশা নাসিম। ১৬ ওভারে ১০০ পেরিয়ে গেল পাকিস্তানের স্কোর।
07:28 PM (IST) Feb 12
মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে এখনও পর্যন্ত জোড়া ক্যাচ ও একটি স্টাম্পিং করলেন রিচা ঘোষ। তাঁর শেষ শিকার সিদরা আমিন।
07:24 PM (IST) Feb 12
পাকিস্তানের অধিনায়ক বিসমা মারুফ বেশ ভালো ব্যাটিং করছেন। তাঁকে যত দ্রুত সম্ভব আউট করতে হবে ভারতের বোলারদের।
07:06 PM (IST) Feb 12
৪৩ রানে ৩ উইকেট হারাল পাকিস্তান। পূজা বস্ত্রকরের বলে রিচা ঘোষের হাতে ক্যাচ দিয়ে আউট নিদা দার (০)।
07:00 PM (IST) Feb 12
সপ্তম ওভারে পাকিস্তানের দ্বিতীয় উইকেট তুলে নিল ভারত। ১২ রান করে রাধা যাদবের বলে স্টাম্প আউট হয়ে গেলেন মুনিবা আলি।
06:56 PM (IST) Feb 12
মহিলাদের টি-২০ বিশ্বকাপে চলছে ভারত-পাকিস্তান ম্যাচ। পাওয়ার প্লে শেষে পাকিস্তানের স্কোর ১ উইকেটে ৩৯।
06:39 PM (IST) Feb 12
মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট তুলে নিল ভারত। দীপ্তি শর্মার বলে হরমনপ্রীত কউরের হাতে ক্যাচ দিয়ে জাভেইরা খান। তিনি করেন ৮ রান।
06:35 PM (IST) Feb 12
দক্ষিণ আফ্রিকার কেপ টাউনের নিউল্যান্ডসে চলছে মহিলাদের টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ। শুরু থেকেই উত্তেজনা রয়েছে এই ম্যাচে।
06:32 PM (IST) Feb 12
মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলছেন বাংলার উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষ। ভারতীয় দল- শেফালি ভার্মা, ইয়াস্তিকা ভাটিয়া, জেমাইমা রডরিগেজ, হারলিন দেওল, হরমনপ্রীত কউর (অধিনায়ক), রিচা ঘোষ, দীপ্তি শর্মা, পূজা বস্ত্রকর, রাধা যাদব, রাজেশ্বরী গায়কোয়াড় ও রেণুকা সিং ঠাকুর।
06:19 PM (IST) Feb 12
আঙুলের চোট না সারায় পাকিস্তানের বিরুদ্ধে খেলতে পারছেন না স্মৃতি মন্ধানা। তাঁর বদলে ভারতের হয়ে ব্যাটিং ওপেন করবেন শেফালি ভার্মা।