গত ৪টি টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অপরাজিত ভারতীয় দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু বুধবার। লন্ডনের দ্য ওভালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু বুধবার। লন্ডনের দ্য ওভালে মুখোমুখি ভারত-অস্ট্রেলিয়া। দেশের মাটিতে বর্ডার-গাভাসকর ট্রফি জিতে আত্মবিশ্বাসী রোহিত শর্মা, বিরাট কোহলিরা। গত ৪টি টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অপরাজিত ভারতীয় দল। এই রেকর্ডও ভারতীয় দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিচ্ছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২ স্পিনার নিয়ে ভারতীয় দল খেলবে কি না, সেটা ম্যাচের আগের দিনও স্পষ্ট করেননি অধিনায়ক রোহিত। তবে ইঙ্গিত দিয়েছেন, রবীন্দ্র জাদেজার সঙ্গে রবিচন্দ্রন অশ্বিনকেও দলে রাখতে পারেন। উইকেটকিপার হিসেবে অভিজ্ঞতায় এগিয়ে কে এস ভরত।