IND vs SA: ২০ ম্যাচ পর টস জিতল ভারত, তৃতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা

Published : Dec 06, 2025, 02:25 PM ISTUpdated : Dec 06, 2025, 02:42 PM IST
IND vs SA

সংক্ষিপ্ত

IND vs SA: উল্লেখযোগ্য বিষয় হল, টানা ২০ ম্যাচ পর টসে জিতল ভারত। যখন দলের ক্যাপ্টেন কেএল রাহুল।মজার বিষয় হল, টসের সময় ২২ গজে ব্রডকাস্টিং চ্যানেলের তরফ থেকে সঞ্চালনা করছিলেন মুরলি কার্তিক এবং সঙ্গে উপস্থিত ছিলেন ম্যাচ রেফারি রিচি রিডার্ডসন। 

IND vs SA: অপেক্ষার অবসান। টানা ২০ ম্যাচ পর, টস জিতল ভারত (ind vs sa)। বিশাখাপত্তনমের এসিএ-ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়াম শনিবার, ভারত বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় একদিনের ম্যাচে মুখোমুখি হয়েছে। যে ম্যাচে টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছে টিম ইন্ডিয়া (3rd odi ind vs sa)। 

টানা ২০ ম্যাচ পর টসে জিতল ভারত

তবে উল্লেখযোগ্য বিষয় হল, টানা ২০ ম্যাচ পর টসে জিতল ভারত। যখন দলের ক্যাপ্টেন কেএল রাহুল। মজার বিষয় হল, টসের সময় ২২ গজে ব্রডকাস্টিং চ্যানেলের তরফ থেকে সঞ্চালনা করছিলেন মুরলি কার্তিক এবং সঙ্গে উপস্থিত ছিলেন ম্যাচ রেফারি রিচি রিডার্ডসন। কেএল রাহুল টসে জেতার পর, তারাও হেসে ফেলেন।

 

 

আসলে এর আগে টানা ২০টি একদিনের ম্যাচে টসে পরাজিত হয় ভারত। রোহিত শর্মা, শুভমন গিল এবং কেএল রাহুল, কেউই টসে জিততে পারছিলেন না অনেকদিন ধরেই।তবে এটাও ঠিক যে, অধিনায়করা বারবার স্পষ্ট করে দেন যে, টস নয়! আসলে ম্যাচ জেতাই তাদের প্রধান লক্ষ্য।

কিন্তু কিছুক্ষেত্রে আবার টস জেতাও দরকার। কিন্তু যাই হোক, শেষপর্যন্ত টসে জিতল ভারত। এদিন রাহুল যখন টসে জিতে ড্রেসিংরুমে ফিরে আসছেন, তখন তাঁকে অভিনন্দন জানান দলের অন্যান্য সতীর্থরা। এমনকি, রাহুলের দিকে এগিয়ে আসেন ভারতীয় ক্রিকেট দলের বোলিং কোচ মর্নি মর্কেল। আপাতত প্রথমে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে লক্ষ্যমাত্রা তাড়া করতে নামবে টিম ইন্ডিয়া। 

দুই দলের প্রথম একাদশ

ভারতঃ রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, রুতুরাজ গায়কোয়াড়, তিলক ভার্মা, কেএল রাহুল (অধিনায়ক এবং উইকেটকিপার-ব্যাটার), রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণ

দক্ষিণ আফ্রিকাঃ রায়ান রিকেলটন, কুইন্টন ডি কক (উইকেটকিপার-ব্যাটার), টেম্বা বাভুমা (অধিনায়ক), ম্যাথিউ ব্রিটজকে, এইডেন মার্করাম, ডিওয়াল্ড ব্রেভিস, মার্কো জ্যানসেন, করবিন বোশ, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, ওটনিল বার্টম্যান

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India Bangladesh Cricket: ভারতে খেলতে না এলে কোন দেশের ক্ষতি সবথেকে বেশি! ইন্ডিয়া নাকি বাংলাদেশ?
WPL 2026: রিটায়ার্ড আউট করিয়েছিলেন কোচ! এবার তাঁকেই জবাব দিলেন হারলিন? মুম্বইকে হারিয়ে ইউপির প্রথম জয়