India vs South Africa 3rd T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে খারাপ ফর্মে থাকা সহ-অধিনায়ক শুভমান গিল বাদ পড়তে পারেন বলে সূত্রের খবর।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে, ভারতীয় ক্রিকেট দল ৫১ রানে শোচনীয়ভাবে পরাজিত হয়েছে। প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ২১৩ রান তোলে। কুইন্টন ডি কক দুর্দান্ত হাফ সেঞ্চুরি (৪৬ বলে ৯০) করেন। জবাবে ব্যাট করতে নেমে, ভারত ১৬২ রানে অলআউট হয়ে যায়। তিলক ভার্মা (৩৪ বলে ৬২) একা কিছুটা লড়াই করেন।
25
শুভমান গিলের জঘন্য ব্যাটিং
অধিনায়ক সূর্যকুমার (৫) ও সহ-অধিনায়ক শুভমান গিল (০) দুজনই কার্যত, ব্যর্থ। গিল চলতি বছর, ১৪ ম্যাচে মাত্র ২৬৩ রান করেছেন। তাঁর খারাপ ফর্ম সত্ত্বেও কেন সুযোগ পাচ্ছেন? তা নিয়ে এবার প্রশ্ন উঠতে শুরু করেছে।
35
সঞ্জু স্যামসন দলে আসবেন?
শুভমান গিলের পরিবর্তে সঞ্জু স্যামসনকে দলে নেওয়ার জন্য জোরালো দাবি উঠতে শুরু করেছে। আগামী ১৪ ডিসেম্বর, ধর্মশালায় তৃতীয় টি-২০ ম্যাচে, গিলের জায়গায় স্যামসনকে দলে দেখা যেতে পারে বলেও জোর জল্পনা চলছে।
গিলের সহ-অধিনায়কত্ব স্যামসন বা হার্দিকের কাছে যেতে পারে। টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে শিবম দুবেও সুযোগ পেতে পারেন বলে খবর। গিলের পরিবর্তে অভিষেক শর্মার সঙ্গে স্যামসন ওপেন করতে পারেন।
55
ভারতীয় দলের প্রথম একাদশ কেমন হতে পারে?
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টির জন্য ভারতের সম্ভাব্য একাদশ: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, তিলক ভার্মা, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, জীতেশ শর্মা, যশপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী এবং আর্শদীপ সিং।