দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে জয় পেয়েছে ভারত। তবে দ্বিতীয় একদিনের ম্যাচে, স্লো ওভার রেটিং-এর জন্য ভারতীয় দলকে ম্যাচ ফি-র ১০% জরিমানা করেছে আইসিসি। এই জরিমানা আরোপ করেন ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন।
24
প্রতিটি ওভারের জন্য ক্রিকেটারদের ম্যাচ ফি-র ৫% জরিমানা করা হয়
নির্ধারিত সময়ের চেয়ে দুই ওভার কম বল করেছে কেএল রাহুলের নেতৃত্বাধীন দল। আইসিসি-র কোড অফ কন্ডাক্টের ২.২২ ধারা অনুযায়ী, প্রতিটি ওভারের জন্য ক্রিকেটারদের ম্যাচ ফি-র ৫% জরিমানা করা হয়।
34
দক্ষিণ আফ্রিকা ৪ উইকেটে ম্যাচ জিতে নেয়
দ্বিতীয় একদিনের ম্যাচে, ৩৫৮ রান করেও পরাজিত হয় ভারত। কোহলি (১০২) ও রুতুরাজ (১০৫) সেঞ্চুরি করেন। জবাবে, এইডেন মার্করামের ১১০ রানের ইনিংসের উপর ভর করে দক্ষিণ আফ্রিকা ৪ উইকেটে ম্যাচ জিতে নেয়।
তৃতীয় একদিনের ম্যাচ জিতে সিরিজ নিজেদের দখলে নিয়ে নেয় টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ২৭০ রানে অলআউট হয়ে যায়। জবাবে, ভারত ৪০ ওভারে ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। যশস্বী জয়সওয়াল (১১৬) সেঞ্চুরি করেন এই ম্যাচে।