
IND vs SL Women T20: রেকর্ড বুকে নাম লেখালেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। দুরন্ত জয় ভারতের। শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জয় টিম ইন্ডিয়ার। তৃতীয় টি-২০ ম্যাচে, ৮ উইকেটে জয় পেল ভারত (ind vs sl women t20)। তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়ামে শুক্রবার, চলতি টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয় ভারতীয় মহিলা ক্রিকেট দল বনাম শ্রীলঙ্কা মহিলা ক্রিকেট দল (india vs sri lanka)।
ভারতের এই জয়ের সঙ্গে সঙ্গেই রেকর্ড বুকে নাম লেখালেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। মহিলা টি-২০ ক্রিকেটে সবচেয়ে বেশি জয় পাওয়া অধিনায়ক হিসেবে রেকর্ড গড়লেন তিনি। হরমনপ্রীতের নেতৃত্বে এটি ছিল ভারতের ৭৭তম জয়। ১৩০টি ম্যাচে হরমনপ্রীত ৭৭টি জয় পেয়েছেন। তিনি মেগ ল্যানিংয়ের রেকর্ড ভেঙে দিয়েছেন, যিনি ১০০টি ম্যাচের মধ্যে ৭৬টিতে অস্ট্রেলিয়াকে জিতিয়েছেন।
তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে, ভারত সহজ জয় পায়। তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে, ১১৩ রানের জয়ের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ভারত ১৩.২ ওভারে মাত্র দুই উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ৪২ বলে ৭৯ রান করে অপরাজিত থেকে শেফালি ভার্মা ভারতকে জয়ের দিকে নিয়ে যান।
এর আগে, টস হেরে ব্যাট করতে নামা শ্রীলঙ্কাকে রেণুকা সিং চারটি এবং দীপ্তি শর্মা তিনটি উইকেট নিয়ে কার্যত, শেষ করে দেন। এই জয়ের সঙ্গে সঙ্গেই ভারত পাঁচ ম্যাচের সিরিজ জিতে নিয়েছে। এখনও দুটি ম্যাচ অবশ্য বাকি আছে।
চতুর্থ ওভারেই স্মৃতি মন্ধানার (১) উইকেট হারায় ভারত। তিনি কবিশা দিলহারির বলে এলবিডব্লিউ হন। এরপর জেমিমা রদ্রিগেজও (৯) বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। তিনিও কবিশার বলে বোল্ড হন। তবে শেফালি-হরমনপ্রীত কৌর (২১) জুটি ভারতকে জয়ের পথে নিয়ে যান।
সিরিজের টানা দ্বিতীয় হাফ-সেঞ্চুরি করা শেফালি তিনটি ছক্কা ও ১১টি চার মারেন। আর এইসবের মাঝেই নয়া রেকর্ড গড়লেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। মহিলা টি-২০ ক্রিকেটে সবচেয়ে বেশি জয় পাওয়া অধিনায়ক হিসেবে রেকর্ড গড়লেন তিনি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।