IND vs SL Women T20: জয়জয়কার ভারতের মেয়েদের। চতুর্থ টি-২০ ম্যাচেও জয় টিম ইন্ডিয়ার। মহিলাদের চলতি টি-২০ সিরিজের চতুর্থ ম্যাচে রবিবার, তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে মুখোমুখি হয় ভারত বনাম শ্রীলঙ্কা (ind vs sl women t20)। সেই ম্যাচেই ৩০ রানে জয় হাসিল করে ভারতের প্রমীলা বাহিনী (india vs sri lanka)।
এই ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে বড় অঙ্কের রানে পৌঁছে যায় ভারত। নির্ধারিত ২০ ওভারে, মাত্র ২ উইকেট হারিয়ে ২২১ রান তোলে তারা। বিধ্বংসী ব্যাটিং করেন স্মৃতি মান্ধনা। খেলেন ৪৮ বলে ৮০ রানের অনবদ্য ইনিংস।
তবে তিনি একা নন। পিছিয়ে ছিলেন না শেফালি ভার্মাও। তিনি উপহার দেন ৪৬ বলে ৭৯ রানের অসাধারণ ইনিংস। অন্যদিকে, রিচা ঘোষ করেন ১৬ বলে ৪০ রান এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের ঝুলিতে ১০ বলে ১৬ রান। রিচা এবং হরমনপ্রীত শেষপর্যন্ত, অপরাজিত ছিলেন। শ্রীলঙ্কার হয়ে ১ উইকেট নেন মালশা শেহানি এবং নিমেশা মাদুশানি।
প্রত্যেকেই বেশ ভালো ব্যাট করেন। সেই সুবাদেই ভারত নির্ধারিত ২০ ওভারে, মাত্র ২ উইকেট হারিয়ে ২২১ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে, চূড়ান্ত বিপাকে পড়ে শ্রীলঙ্কা। ওপেনার হাসিনি পেরেরা ফিরে যান মাত্র ৩৩ রানে। অধিনায়ক চামারি আট্টাপাট্টু খেলেন ৩৭ বলে ৫২ রানের ইনিংস।
অন্যদিকে, ইমেশা দুলানির ঝুলিতে ২৯ রান, হর্ষিতা সামারাবিক্রমার সংগ্রহে ২০ রান এবং কবিশা দিলহারি করেন ১৩ রান। এছাড়া রশ্মিকা সেওয়ান্দি ও কৌশানি নুথ্যাঙ্গানার দুজনেই ৫ রান করে পান। নিলাক্ষীকা সিলভা ২৩ রান করেন।
নির্ধারিত ২০ ওভারে, ৬ উইকেট হারিয়ে ১৯১ রান তুলতে সক্ষম হয় শ্রীলঙ্কা। ভারতের হয়ে ২টি করে উইকেট নেন অরুন্ধতী রেড্ডি এবং বৈষ্ণবী শর্মা। ১টি উইকেট পান শ্রী চরণি। ভারত জয়ী ৩০ রানে। ম্যাচের সেরা স্মৃতি মান্ধানা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।