অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্ন টেস্টের আগে ভারতীয় দল চোটের সমস্যায় জর্জরিত। রাহুল, রোহিত এবং আকাশদীপ অনুশীলনের সময় বলের আঘাত পেয়েছেন। যদিও আকাশদীপ জানিয়েছেন, দলে কেউ গুরুতর আহত হয়নি।
মেলবোর্ন: ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টের প্রস্তুতি নিচ্ছে ভারতীয় দল। কিন্তু নেট অনুশীলনের সময় কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় বলের আঘাতে চোট পেয়েছেন। গুরুত্বপূর্ণ টেস্টের আগে খেলোয়াড়দের ফিটনেস নিয়ে দলের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
এই সিরিজে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক কে.এল. রাহুল শনিবার অনুশীলনের সময় হাতে বলের আঘাত পান। বড় কোনও আঘাত না হলেও, তার উপর নজর রাখছেন মেডিকেল টিম। এরই মধ্যে রবিবার নেট অনুশীলনের সময় অধিনায়ক রোহিত শর্মার হাঁটুতে বল লাগে। তিনি অনুশীলন চালিয়ে যান, তবে পরে ফিজিওরা রোহিতের হাঁটুতে বরফ লাগিয়ে চিকিৎসা করেন। পায়ে ব্যথা থাকলেও রোহিত শীঘ্রই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।
অন্যদিকে, রবিবারআকাশদীপের হাতেও বল লেগেছে। ব্যাটিং অনুশীলনের সময় বলটি আকাশদীপের হাতে লেগে যায়। ব্যথায় কাতরাতে থাকা আকাশদীপকে তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেন মেডিকেল টিম।
এই দুজনের ব্যাপারে সংবাদ সম্মেলনে আকাশদীপ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘অনুশীলনের সময় এসব স্বাভাবিক। অনুশীলনের সময় এমনটা ঘটেই থাকে।’ বর্তমানে দলে কেউ গুরুতর আহত নেই বলে তিনি জানান।
বর্তমানে ৫ ম্যাচের সিরিজটি ১-১ ব্যবধানে সমতায় রয়েছে। পার্থ টেস্টে ভারত জিতেছে, অ্যাডিলেডের গোলাপি বলের ম্যাচে অস্ট্রেলিয়া জয়লাভ করে। বৃষ্টিবিঘ্নিত ব্রিসবেন টেস্ট ড্র হয়েছে।
অনুশীলন পিচ নিয়ে ভারতীয় দলের অসন্তোষ
প্রতিবেদনে বলা হয়েছে, অনুশীলনের জন্য দেওয়া পিচ নিয়ে ভারতীয় দল অসন্তুষ্ট। সাধারণত মেলবোর্ন স্টেডিয়ামের পিচে বেশি বাউন্স থাকে। কিন্তু অনুশীলনের পিচে বাউন্স দেখা যাচ্ছে না। বল সাধারণ উচ্চতায় বাউন্স করছে। এটি ভারতীয়দের সমস্যায় ফেলার কৌশল বলে বিশ্লেষণ করা হচ্ছে।
মেলবোর্নের গত দুটি টেস্টেই জিতেছে ভারত
গত দুবার অস্ট্রেলিয়া সফরে মেলবোর্ন টেস্টে জিতেছে ভারত। ২০১৮-১৯ সালে ১৩৭ রানে জয় পেয়েছিল, আর ২০২০-২১ সালে ৮ উইকেটে জয় পেয়েছিল ভারত। এই মাঠে ভারত মোট ১৪টি ম্যাচ খেলে ৪টিতে জিতেছে। ৮টি ম্যাচে হেরেছে, ২টি ম্যাচ ড্র হয়েছে।