চাপের মুখে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন রবীন্দ্র জাদেজা, প্রশংসায় রোহিত শর্মা | কে এল রাহুল রান না পেলেও পাশে আছে দল, বললেন ভারতের অধিনায়ক |
'চোট সারিয়ে ফিরে আসা সহজ নয়। ওর উপর চাপ ছিল। অস্ট্রেলিয়ার ব্যাটাররা ওকে চাপে ফেলে দেওয়ার চেষ্টা করছিল। কিন্তু ও নিজের দক্ষতার উপর ভরসা রেখেছিল। তার ফলেই সাফল্য পেল।' রবীন্দ্র জাদেজার প্রশংসা করে বললেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। কে এল রাহুলের অফফর্ম নিয়ে প্রশ্নের জবাবে রোহিত বললেন, 'ওর ব্যাটিং নিয়ে অনেক কথা হচ্ছে। তবে টিম ম্যানেজমেন্ট সবসময়ই ক্রিকেটারদের দক্ষতার বিচার করে। ও দেশের বাইরে অনেক ভালো ইনিংস খেলেছে। লর্ডসে ভেজা পিচে অসাধারণ ব্যাটিং করেছে। বাইরে থেকে যে যাই বলুক না কেন, আমরা ওর পাশে আছি। ওকে অবশ্যই রান করতে হবে। যেভাবেই হোক রান করতে হবে। তবে আমরা কোনও একজনকে নিয়ে ভাবছি না। দল নিয়েই ভাবছি।