ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজের শেষ তথা পঞ্চম টেস্ট ম্যাচটি সিডনিতে অনুষ্ঠিত হচ্ছে। এই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে প্রথম ইনিংসে ভারতীয় দল ১৮৫ রানে অলআউট হয়ে যায়। যশস্বী জয়সোয়াল, বিরাট কোহলি, শুবমান গিল, কে এল রাহুল ব্যর্থ হন। এরপর প্রথম ইনিংসে ব্যাটিং করে অস্ট্রেলিয়ার দল ভারতীয় বোলারদের বোলিং সামলাতে না পেরে ১৮১ রানে গুটিয়ে যায়। ৪ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ভারতীয় দল দ্বিতীয় দিনের খেলার শেষে ১৪১ রানে ৬ উইকেট হারিয়ে খুব ভালো জায়গায় নেই।