অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চাপের মুখে অসাধারণ ইনিংস অক্ষর প্যাটেলের । দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে দ্রুত অলআউট করাই লক্ষ্য, জানালেন অক্ষর |
'আমরা একটু পিছিয়ে পড়েছিলাম। পরিস্থিতি কঠিন ছিল। ওদের রানের যতটা কাছাকাছি পৌঁছে যাওয়াই আমাদের লক্ষ্যে ছিল। আমরা সেই লক্ষ্যেই ব্যাটিং করছিলাম। আমরা সেট হয়ে যাওয়ার পর ব্যাটিং করা সহজ হয়ে যায়। আমি সাদা বলের ক্রিকেটে ভালো ব্যাটিং করেছি। ফলে আত্মবিশ্বাস ছিল। সেটা কাজে লেগেছে। আমরা স্পিনার হওয়ায় বিপক্ষের স্পিনার কীভাবে বোলিং করছে সেটা বুঝে ব্যাটিং করার চেষ্টা করি। বোলারের মানসিকতা আমাদের ব্যাটিং করতেও সাহায্য করে। ২২০ থেকে ২৫০ রানের মধ্যে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শেষ করে দিতে হবে। তাহলে আমাদের সুবিধা হবে। তবে এই উইকেটে বোলিং করা সহজ নয়,' দিল্লি টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের শেষে বললেন অক্ষর প্যাটেল |