
India vs Bangladesh: নতুন করে কোনও বিপত্তি না ঘটলে চলতি বছরের অগাস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে (India Tour of Bangladesh 2026) যাবে ভারতীয় দল। শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (Bangladesh Cricket Board) পক্ষ থেকে ভারতীয় দলের সফরের সংশোধিত সূচি ঘোষণা করা হয়েছে। ২০২৫ সালের অগাস্টে ভারতীয় দলের বাংলাদেশ সফরে যাওয়ার কথা ছিল। কিন্তু কেন্দ্রীয় সরকার কূটনৈতিক জটিলতার কারণে বাংলাদেশ সফরের অনুমতি দেয়নি। এবার অবশ্য বাংলাদেশ সফরের অনুমতি পেতে পারে বিসিসিআই (BCCI)। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন ইন-চার্জ শাহরিয়র নাফিস (Shahriar Nafees) জানিয়েছেন, ‘ভারত ও বাংলাদেশের যে সিরিজ এর আগে স্থগিত হয়ে গিয়েছিল, সেই সিরিজের সংশোধিত সূচি এবার প্রকাশ করা হয়েছে।’ ভারতীয় দল বাংলাদেশ সফরে যাবে বলেই আশা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় দল ২৮ অগাস্ট বাংলাদেশে পৌঁছবে। এই সফরে তিন ম্যাচের ওডিআই সিরিজ এবং তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে। ১ সেপ্টেম্বর, ৩ সেপ্টেম্বর এবং ৬ সেপ্টেম্বর তিনটি ওডিআই ম্যাচ হবে। ৯ সেপ্টেম্বর, ১২ সেপ্টেম্বর ও ১৩ সেপ্টেম্বর তিনটি টি-২০ ম্যাচ হবে। দেশের মাটিতে ভারতের বিরুদ্ধে এই সিরিজ ছাড়াও পাকিস্তান (Pakistan), নিউজিল্যান্ড (New Zealand), অস্ট্রেলিয়া (Australia), ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে সিরিজ খেলবে বাংলাদেশ দল। তবে কোন স্টেডিয়ামগুলিতে খেলা হবে, সে বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।
বাংলাদেশ সফরে ওডিআই সিরিজে খেলতে পারেন বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মারা (Rohit Sharma)। ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপের (2027 ICC Men's Cricket World Cup) আগে বাংলাদেশের বিরুদ্ধে তিনটি ওডিআই ম্যাচ খেলে প্রস্তুতি সেরে নিতে চাইবে ভারতীয় দল। ফলে এবার আশা করা যায়, বিরাট-রোহিতরা বাংলাদেশ সফরে যাবেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।