IND vs ENG: প্রথম একদিনের ম্যাচে মাঠে নামলেন না কোহলি, অভিষেক নতুন দুই ক্রিকেটারের

Published : Feb 06, 2025, 03:22 PM IST
Indian Cricket Team

সংক্ষিপ্ত

টস করতে এসে রোহিত শর্মা জানালেন, কোহলির হাঁটুতে আপাতত হালকা চোট রয়েছে। 

টস করতে এসে রোহিত জানিয়েছেন, “দুর্ভাগ্যবশত এই ম্যাচে কোহলি খেলতে পারছে না। জানা গেছে, গতকাল রাত থেকে ওর হাঁটুতে কিছু একটা সমস্যা তৈরি হয়েছে।“ এদিন সকালে কোহলির ডান হাঁটুতে স্ট্র্যাপ জড়ানো অবস্থায় দেখা যায়। সেই নিয়েই ‘টিম হার্ডল’-এ যোগ দেননি তিনি। অভিষেক হওয়া দুই নতুন ভারতীয় ক্রিকেটার হলেন যশস্বী জয়সওয়াল এবং হর্ষিত রানা।

দুজনই এর আগে টেস্ট এবং টি-টোয়েন্টি ফরম্যাটে খেলেছেন। একদিনের ক্রিকেটেও এবার তাদের অভিষেক হতে চলেছে। এদিকে বিশ্বকাপের পর আবার একদিনের দলে ফিরলেন মহম্মদ শামি। কোহলি না খেলায় শ্রেয়স আইয়ারকে তিনে খেলতে হবে এবং চারে আসবেন শুভমন গিল।

উইকেটকিপার হিসেবে অবশ্য ঋষভ পন্থের জায়গা হয়নি। এক্ষেত্রে কেএল রাহুল সেই দায়িত্ব পালন করবেন। ভারত খেলছে দুই পেসার, এক স্পিনার এবং তিনজন অলরাউন্ডার নিয়ে।

অন্যদিকে, যশস্বী ওপেনিংয়ে ভারতের অন্যতম একজন ভরসাযোগ্য ব্যাটার হয়ে উঠেছেন। এবার একদিনের ক্রিকেটেও তাঁকে খেলানো হচ্ছে। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখেই যশস্বীকে তৈরি রাখা হচ্ছে। গত বছর কেকেআর-এর হয়ে ভালো খেলার পর থেকেই চর্চায় রয়েছেন হর্ষিত।

এর আগে অস্ট্রেলিয়া সফরে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছে তাঁর। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও খেলেছেন তিনি। এবার ৫০ ওভারের ক্রিকেটে তিনি বোলিং করতে নামবেন। এছাড়া চোট পাওয়া যশপ্রীত বুমরার জায়গায় তাঁকে তৈরি রাখা হতে পারে বলে জানা গেছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে বিশ্বরেকর্ড গড়লেন রোহিত, সচিন-লারাদের পাশে নাম লেখালেন হিটম্যান
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?