'এই সিরিজে ২ ম্যাচ বাকি, আমাদের সবাইকে কী করতে হবে জানি,' হারের পর বার্তা রোহিতের
নিউজিল্যান্ডের বিরুদ্ধে বেঙ্গালুরু টেস্ট ম্যাচে লড়াই করেও ৮ উইকেটে হেরে গেল ভারতীয় দল। প্রথম ইনিংসে ৪৬ রানে হেরে যাওয়াই ভারতীয় দলের কাজ কঠিন করে দিয়েছিল। দ্বিতীয় ইনিংসে লড়াই করেও ম্যাচে ফিরতে পারল না ভারত।
বেঙ্গালুরু টেস্ট ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারের পরেও ভেঙে পড়ছেন না রোহিত শর্মা
রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে বেঙ্গালুরু টেস্ট ম্যাচের পঞ্চম দিন উইকেটে হারের পর ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, ‘খেলায় এই ধরনের ফল হতেই পারে। আমরা এই ম্যাচ থেকে ইতিবাচক দিক খুঁজে নিচ্ছি। এগিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।’
নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই হারের পর প্রত্যাবর্তন ঘটাবে ভারতীয় দল, আত্মবিশ্বাসী রোহিত শর্মা
নিজেদের দক্ষতার উপর আত্মবিশ্বাস আছে ভারতের অধিনায়কের। রোহিত বলেছেন, ‘আমাদের দলে এমন কয়েকজন খেলোয়াড় আছে, যারা অতীতে এরকম পরিস্থিতিতে খেলেছে। ফলে ওরা জানে কী করতে হবে।’
অতীতে হারের পর দলের প্রত্যাবর্তনের কথা মনে করিয়ে দিচ্ছেন রোহিত শর্মা
রোহিত শর্মা বলেছেন, ‘আমরা ইংল্যান্ডের বিরুদ্ধে হেরে যাওয়ার পর চার ম্যাচে জয় পেয়েছিলাম। এই সিরিজে দুই টেস্ট ম্যাচ বাকি। কী করতে হবে আমরা সবাই জানি।’
রোহিত শর্মা বলেছেন, ‘নিউজিল্যান্ড ভালো বোলিং করেছে এবং ব্যাট হাতে সব জায়গায় আমাদের কঠিন লড়াইয়ে ফেলে দিয়েছে। আমার এর মোকাবিলা করতে পারিনি।’
দ্বিতীয় ইনিংসে অসাধারণ ব্যাটিং করা সরফরাজ খান ও ঋষভ পন্থের প্রশংসায় রোহিত শর্মা
এম চিন্নাস্বামী স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে ১৫০ রান করেন সরফরাজ খান। ৯৯ রান করেন ঋষভ পন্থ। এই দুই ব্যাটারের প্রশংসা করেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
'ঋষভ পন্থ ও সরফরাজ খান পরিণত ব্যাটিং করেছেন,' প্রশংসায় রোহিত শর্মা
রোহিত শর্মা বলেছেন, ‘ঋষভ পন্থ কিছুটা ঝুঁকি নিয়েছিল। তবে তাতে ওর লাভ হয়। ও পরিণত ইনিংস খেলেছে। সরফরাজ খানের কথাও ভুলে গেলে চলবে না। ও চতুর্থ টেস্ট ম্যাচেই পরিণত মানসিকতার পরিচয় দিয়েছে।’