Ind Vs NZ ODI Live Updates: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১২ রানে জয় ভারতের

সংক্ষিপ্ত

শ্রীলঙ্কাকে টি-২০, ওডিআই সিরিজে হারিয়ে দেওয়ার পর এবার ওডিআই র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা নিউজিল্যান্ডের মুখোমুখি ভারতীয় দল। বুধবার প্রথম ওডিআই ম্যাচ। হায়দরাবাদের উপ্পল স্টেডিয়ামে টম ল্যাথামদের মুখোমুখি রোহিত শর্মারা। ওডিআই বিশ্বকাপের কয়েক মাস আগে নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের মুখোমুখি হওয়া ভারতীয় দলের পক্ষে ভালো ব্যাপার। এই সিরিজের মাধ্যমে বিশ্বকাপের প্রস্তুতি সেরে নিতে পারবেন বিরাট কোহলি, সূর্যকুমার যাদবরা। ফলে কিউয়িদের বিরুদ্ধে এই সিরিজ ভারতীয় দলের কাছে গুরুত্বপূর্ণ। তবে কোমরের চোটের জন্য এই সিরিজে খেলতে পারছেন না শ্রেয়াস আইয়ার। তাঁর বদলে দলে এসেছেন রজত পতিদার।

09:51 PM (IST) Jan 18

মাইকেল ব্রেসওয়েলের অসাধারণ লড়াই সত্ত্বেও ১২ রানে ম্যাচ জিতে নিল ভারত

প্রথম ওডিআই ম্যাচে নিউজিল্যান্ডকে ১২ রানে হারিয়ে দিল ভারত। সিরিজে ১-০- এগিয়ে গেল ভারত।

09:46 PM (IST) Jan 18

শেষ ওভারে বোলিং করতে যাচ্ছেন শার্দুল ঠাকুর, নিউজিল্যান্ডের দরকার ২০ রান

শেষ ওভারে জয়ের জন্য নিউজিল্যান্ডের দরকার ২০ রান। বল করছেন শার্দুল ঠাকুর।

09:38 PM (IST) Jan 18

ম্যাচ জেতার জন্য শেষ ২ ওভারে নিউজিল্যান্ডের দরকার ২৪ রান, আছেন ব্রেসওয়েল

মাইকেল ব্রেসওয়েলের লড়াইয়ের সুবাদে ভারতের বিরুদ্ধে জয়ের স্বপ্ন দেখছে নিউজিল্যান্ড।

09:25 PM (IST) Jan 18

প্রথম বলেই হেনরি শিপলিকে বোল্ড করে দিলেন মহম্মদ সিরাজ, ৮ উইকেট হারাল নিউজিল্যান্ড

প্রথম বলেই বোল্ড হেনরি শিপলি। ৮ উইকেট হারাল নিউজিল্যান্ড।

09:23 PM (IST) Jan 18

৫৭ রান করে মহম্মদ সিরাজের বলে সূর্যকুমার যাদবের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন মিচেল স্যান্টনার, সপ্তম উইকেট হারাল নিউজিল্যান্ড

মিচেল স্যান্টনারকে আউট করে মাইকেল ব্রেসওয়েলের সঙ্গে অসাধারণ জুটি ভেঙে দিলেন মহম্মদ সিরাজ।

09:07 PM (IST) Jan 18

৫৭ বলে শতরান করলেন মাইকেল ব্রেসওয়েল, ভারতের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে নিউজিল্যান্ড

হায়দরাবাদে অসাধারণ লড়াই মাইকেল ব্রেসওয়েলের। লড়াই চালিয়ে যাচ্ছে নিউজিল্যান্ড।

08:56 PM (IST) Jan 18

মাইকেল ব্রেসওয়েল ও মিচেল স্যান্টনারের অসাধারণ লড়াইয়ে চাপে পড়ে গেল ভারত

শতরানের পথে মাইকেল ব্রেসওয়েল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের শেষদিকে চাপে পড়ে গেল ভারতীয় দল।

08:45 PM (IST) Jan 18

মাইকেল ব্রেসওয়েলের দুরন্ত অর্ধশতরান, লড়াই চালিয়ে যাচ্ছে নিউজিল্যান্ড

অর্ধশতরান করলেন মাইকেল ব্রেসওয়েল। তাঁর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন মিচেল স্যান্টনার। 

08:30 PM (IST) Jan 18

লড়াই চালাচ্ছেন মিচেল স্যান্টনার ও মাইকেল ব্রেসওয়েল, এখনও ৬ উইকেট নিউজিল্যান্ডের

৬ উইকেট পড়ে গেলেও লড়াই চালিয়ে যাচ্ছেন মিচেল স্যান্টনার ও মাইকেল ব্রেসওয়েল।

08:04 PM (IST) Jan 18

মহম্মদ সিরাজের বলে ওয়াশিংটন সুন্দরের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন টম ল্যাথাম

২৪ রান করে মহম্মদ সিরাজের বলে আউট টম ল্যাথাম। ১৩১ রানে ৬ উইকেট হারাল নিউজিল্যান্ড।

07:45 PM (IST) Jan 18

১১ রান করে মহম্মদ শামির বলে বোল্ড গ্লেন ফিলিপস, ৫ উইকেট হারাল নিউজিল্যান্ড

নিউজিল্যান্ডের পঞ্চম উইকেটে পতন। মহম্মদ শামির বলে বোল্ড গ্লেন ফিলিপস।

07:22 PM (IST) Jan 18

কুলদীপ যাদবের বলে এলবিডব্লু ড্যারিল মিচেল, ৪ উইকেট হারাল নিউজিল্যান্ড

৯ রান করে কুলদীপ যাদবের বলে এলবিডব্লু হয়ে গেলেন ড্যারিল মিচেল। ৪ উইকেট হারাল নিউজিল্যান্ড।

07:11 PM (IST) Jan 18

কুলদীপ যাদবের অসাধারণ বলে বোল্ড হেনরি নিকোলস, তৃতীয় উইকেট তুলে নিল ভারত

১৮ রান করে কুলদীপ যাদবের বলে বোল্ড হয়ে গেলেন হেনরি নিকোলস। ৩ উইকেট পেল ভারত।

06:55 PM (IST) Jan 18

৪০ রান করে আউট ফিন অ্যালেন, ৭০ রানে দ্বিতীয় উইকেট হারাল নিউজিল্যান্ড

জাতীয় দলে ফিরেই উইকেট নিলেন শার্দুল ঠাকুর। ৪০ রান করে আউট ফিন অ্যালেন। ৭০ রানে দ্বিতীয় উইকেট হারাল নিউজিল্যান্ড।

06:39 PM (IST) Jan 18

৩৫০ রানের টার্গেট তাড়া করতে নেমে ১০ ওভারের শেষে নিউজিল্যান্ডের স্কোর ১ উইকেটে ৪২

১০ ওভারের শেষে নিউজিল্যান্ডের স্কোর ১ উইকেটে ৪২। ক্রিজে হেনরি নিকোলস ও ফিন অ্যালেন।

06:18 PM (IST) Jan 18

১০ রান করে আউট ডেভন কনওয়ে, নিউজিল্যান্ডের প্রথম উইকেট নিলেন মহম্মদ সিরাজ

বিশাল টার্গেট তাড়া করতে নেমে ২৮ রানে প্রথম উইকেট হারাল নিউজিল্যান্ড। ১০ রান করে মহম্মদ সিরাজের বলে কুলদীপ যাদবের হাতে ক্যাচ দিয়ে আউট ডেভন কনওয়ে।

05:53 PM (IST) Jan 18

৩৫০ রানের টার্গেট তাড়া করতে নেমেছে নিউজিল্যান্ড, ওপেন করছেন ডেভন কনওয়ে ও ফিন অ্য়ালেন

নিউজিল্যান্ডের হয়ে ওপেন করতে নেমেছেন ডেভন কনওয়ে ও ফিন অ্য়ালেন। কিউয়িদের টার্গেট ৩৫০।

05:41 PM (IST) Jan 18

ওডিআই ফর্ম্যাটে সবচেয়ে কম বয়সে দ্বিশতরান করার রেকর্ড শুবমান গিলের

কনিষ্ঠতম ব্যাটার হিসেবে ওডিআই ফর্ম্যাটে দ্বিশতরান করার রেকর্ড গড়লেন শুবমান গিল।

05:22 PM (IST) Jan 18

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ৩৪৯ রান করল ভারত

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে ৮ উইকেটে ৩৪৯ রান ভারতের।

05:17 PM (IST) Jan 18

১৪৯ বলে ২০৮ রান করে আউট হলেন শুবমান গিল, নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশাল স্কোর ভারতের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে ২০৮ রান করলেন শুবমান গিল।

05:14 PM (IST) Jan 18

সবচেয়ে কম বয়সে ওডিআই ফর্ম্যাটে দ্বিশতরানের রেকর্ড গড়লেন শুবমান গিল

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে দ্বিশতরান করলেন শুবমান গিল।

05:03 PM (IST) Jan 18

শুবমান গিলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে গেলেন শার্দুল ঠাকুর

৩ রান করে শুবমান গিলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে গেলেন শার্দুল ঠাকুর। ৭ উইকেট হারাল ভারতীয় দল।

04:56 PM (IST) Jan 18

১২ রান করে আউট হয়ে গেলেন ওয়াশিংটন সুন্দর, ২৯২ রানে ৬ উইকেট হারাল ভারতীয় দল

১২ রান করে এলবিডব্লু হয়ে গেলেন ওয়াশিংটন সুন্দর। ষষ্ঠ উইকেট হারাল ভারতীয় দল।

04:47 PM (IST) Jan 18

১৫০ রান করে ফেললেন শুবমান গিল, ভারতীয় দলের রান বাড়িয়ে নিয়ে যাচ্ছেন তিনি

১৫০ পেরিয়ে গেলেন শুবমান গিল। বড় স্কোর ভারতীয় দলের।

04:28 PM (IST) Jan 18

২৮ রান করে তৃতীয় আম্পারের বিতর্কিত সিদ্ধান্তে আউট হার্দিক পান্ডিয়া

তৃতীয় আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে আউট হার্দিক পান্ডিয়া। উইকেটকিপার টম ল্যাথামের গ্লাভসে লেগে বেল পড়ে গিয়েছে বলে টিভি রিপ্লে দেখে মনে হলেও আউট দিলেন তৃতীয় আম্পায়ার।

04:11 PM (IST) Jan 18

ঝুঁকি না নিয়ে ব্যাটিং করছেন শুবমান গিল ও হার্দিক পান্ডিয়া, দলের রান বাড়িয়ে নিয়ে যাচ্ছেন তাঁরা

ঝুঁকি না নিয়ে ক্রিজে টিকে থেকে দলের রান বাড়িয়ে নিয়ে যাচ্ছেন শুবমান গিল ও হার্দিক পান্ডিয়া।

03:57 PM (IST) Jan 18

শুবমান গিলের সঙ্গে হার্দিক পান্ডিয়ার জুটি জমে উঠেছে, বড় স্কোরের আশায় ভারতীয় দল

দারুণ ব্যাটিং করছেন শুবমান গিল। তাঁর সঙ্গে ভালো ব্যাটিং করছেন হার্দিক পান্ডিয়াও। বড় স্কোরের আশায় ভারতীয় দল।

03:39 PM (IST) Jan 18

নিউজিল্যান্ডের বিরুদ্ধে অসাধারণ লড়াই শুবমান গিলের, ৮৭ বলে করলেন শতরান

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওডিআই ম্যাচে ৮৭ বলে শতরান করলেন শুবমান গিল।

03:34 PM (IST) Jan 18

৩১ রান করে আউট হয়ে গেলেন সূর্যকুমার যাদব, চতুর্থ উইকেট হারাল ভারতীয় দল

৩১ রান করে আউট হয়ে গেলেন সূর্যকুমার যাদব। ১৭৫ রানে ৪ উইকেট হারাল ভারতীয় দল।

03:29 PM (IST) Jan 18

শতরানের পথে এগিয়ে চলেছেন শুবমান গিল, ভালো ব্যাটিং করছেন সূর্যকুমার যাদবও

ওডিআই ফর্ম্যাটে আরও একটি শতরানের পথে এগিয়ে চলেছেন শুবমান গিল। তিনি এখন ৯১ রানে ব্যাটিং করছেন।

03:09 PM (IST) Jan 18

লড়াই করছেন শুবমান গিল ও সূর্যকুমার যাদব, বড় স্কোরের আশায় ভারতীয় দল

শুবমান গিল ও সূর্যকুমার যাদবের জুটি ক্রিজে টিকে গেলে বড় স্কোর করতে পারে ভারতীয় দল।

02:54 PM (IST) Jan 18

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫ রান করে আউট ঈশান কিষান, তৃতীয় উইকেট হারাল ভারত

বাংলাদেশের বিরুদ্ধে দ্বিশতরান করলেও, নিউজিল্যান্ডের বিরুদ্ধে বড় রান পেলেন না ঈশান কিষান। ৫ রান করেই আউট হয়ে গেলেন তিনি।

02:52 PM (IST) Jan 18

রোহিত শর্মা ও বিরাট কোহলি আউট হয়ে গেলেও, শুবমান গিলের অর্ধশতরানের সুবাদে লড়াই করছে ভারত

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওডিআই ম্যাচে অর্ধশতরান করলেন শুবমান গিল।

02:36 PM (IST) Jan 18

৮ রান করেই আউট হয়ে গেলেন বিরাট কোহলি, ৮৮ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারাল ভারত

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওডিআই ম্যাচে বড় রান পেলেন না বিরাট কোহলি। ৮ রান করেই মিচেল স্যান্টনারের বলে বোল্ড হয়ে গেলেন তিনি।

02:33 PM (IST) Jan 18

১৫ ওভারের শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৮৮, শুবমান ৪১, বিরাট ৮ রানে অপরাজিত

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ১৫ ওভারের শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৮৮। শুবমান গিল ৪১ ও বিরাট কোহলি ৮ রান করে অপরাজিত।

02:20 PM (IST) Jan 18

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওডিআই ম্যাচে ৩৪ রান করে আউট রোহিত শর্মা

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩৮ বলে ৩৪ রান করে আউট রোহিত শর্মা। ৬০ রানে প্রথম উইকেট হারাল ভারত।

02:12 PM (IST) Jan 18

১০ ওভারের শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৫২, রোহিত ২৭, শুবমান ২১ রানে অপরাজিত

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে ১০ ওভারের শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৫২। রোহিত শর্মা ২৭ ও শুবমান গিল ২১ রান করে অপরাজিত।

01:55 PM (IST) Jan 18

সাবলীল ব্যাটিং করছেন রোহিত শর্মা, শুবমান গিল, বড় স্কোরের লক্ষ্যে ভারত

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যাটিং ওপেন করতে নেমে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন রোহিত শর্মা ও শুবমান গিল। 

01:34 PM (IST) Jan 18

ভারতীয় দলের হয়ে ব্যাটিং ওপেন করতে নেমেছেন রোহিত শর্মা ও শুবমান গিল

অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নেমেছেন শুবমান গিল। বড় স্কোরের লক্ষ্যে ভারতীয় দল।

01:23 PM (IST) Jan 18

৩ সিমার, ২ স্পিনার নিয়ে খেলছে নিউজিল্যান্ড, জানালেন অধিনায়ক টম ল্যাথাম

নিউজিল্যান্ড দলে আছেন- ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (অধিনায়ক), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার, হেনরি শিপলি, লকি ফার্গুসন ও ব্লেয়ার টিকনার।