শ্রীলঙ্কাকে টি-২০, ওডিআই সিরিজে হারিয়ে দেওয়ার পর এবার ওডিআই র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা নিউজিল্যান্ডের মুখোমুখি ভারতীয় দল। বুধবার প্রথম ওডিআই ম্যাচ। হায়দরাবাদের উপ্পল স্টেডিয়ামে টম ল্যাথামদের মুখোমুখি রোহিত শর্মারা। ওডিআই বিশ্বকাপের কয়েক মাস আগে নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের মুখোমুখি হওয়া ভারতীয় দলের পক্ষে ভালো ব্যাপার। এই সিরিজের মাধ্যমে বিশ্বকাপের প্রস্তুতি সেরে নিতে পারবেন বিরাট কোহলি, সূর্যকুমার যাদবরা। ফলে কিউয়িদের বিরুদ্ধে এই সিরিজ ভারতীয় দলের কাছে গুরুত্বপূর্ণ। তবে কোমরের চোটের জন্য এই সিরিজে খেলতে পারছেন না শ্রেয়াস আইয়ার। তাঁর বদলে দলে এসেছেন রজত পতিদার।
09:51 PM (IST) Jan 18
প্রথম ওডিআই ম্যাচে নিউজিল্যান্ডকে ১২ রানে হারিয়ে দিল ভারত। সিরিজে ১-০- এগিয়ে গেল ভারত।
09:46 PM (IST) Jan 18
শেষ ওভারে জয়ের জন্য নিউজিল্যান্ডের দরকার ২০ রান। বল করছেন শার্দুল ঠাকুর।
09:38 PM (IST) Jan 18
মাইকেল ব্রেসওয়েলের লড়াইয়ের সুবাদে ভারতের বিরুদ্ধে জয়ের স্বপ্ন দেখছে নিউজিল্যান্ড।
09:25 PM (IST) Jan 18
প্রথম বলেই বোল্ড হেনরি শিপলি। ৮ উইকেট হারাল নিউজিল্যান্ড।
09:23 PM (IST) Jan 18
মিচেল স্যান্টনারকে আউট করে মাইকেল ব্রেসওয়েলের সঙ্গে অসাধারণ জুটি ভেঙে দিলেন মহম্মদ সিরাজ।
09:07 PM (IST) Jan 18
হায়দরাবাদে অসাধারণ লড়াই মাইকেল ব্রেসওয়েলের। লড়াই চালিয়ে যাচ্ছে নিউজিল্যান্ড।
08:56 PM (IST) Jan 18
শতরানের পথে মাইকেল ব্রেসওয়েল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের শেষদিকে চাপে পড়ে গেল ভারতীয় দল।
08:45 PM (IST) Jan 18
অর্ধশতরান করলেন মাইকেল ব্রেসওয়েল। তাঁর সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন মিচেল স্যান্টনার।
08:30 PM (IST) Jan 18
৬ উইকেট পড়ে গেলেও লড়াই চালিয়ে যাচ্ছেন মিচেল স্যান্টনার ও মাইকেল ব্রেসওয়েল।
08:04 PM (IST) Jan 18
২৪ রান করে মহম্মদ সিরাজের বলে আউট টম ল্যাথাম। ১৩১ রানে ৬ উইকেট হারাল নিউজিল্যান্ড।
07:45 PM (IST) Jan 18
নিউজিল্যান্ডের পঞ্চম উইকেটে পতন। মহম্মদ শামির বলে বোল্ড গ্লেন ফিলিপস।
07:22 PM (IST) Jan 18
৯ রান করে কুলদীপ যাদবের বলে এলবিডব্লু হয়ে গেলেন ড্যারিল মিচেল। ৪ উইকেট হারাল নিউজিল্যান্ড।
07:11 PM (IST) Jan 18
১৮ রান করে কুলদীপ যাদবের বলে বোল্ড হয়ে গেলেন হেনরি নিকোলস। ৩ উইকেট পেল ভারত।
06:55 PM (IST) Jan 18
জাতীয় দলে ফিরেই উইকেট নিলেন শার্দুল ঠাকুর। ৪০ রান করে আউট ফিন অ্যালেন। ৭০ রানে দ্বিতীয় উইকেট হারাল নিউজিল্যান্ড।
06:39 PM (IST) Jan 18
১০ ওভারের শেষে নিউজিল্যান্ডের স্কোর ১ উইকেটে ৪২। ক্রিজে হেনরি নিকোলস ও ফিন অ্যালেন।
06:18 PM (IST) Jan 18
বিশাল টার্গেট তাড়া করতে নেমে ২৮ রানে প্রথম উইকেট হারাল নিউজিল্যান্ড। ১০ রান করে মহম্মদ সিরাজের বলে কুলদীপ যাদবের হাতে ক্যাচ দিয়ে আউট ডেভন কনওয়ে।
05:53 PM (IST) Jan 18
নিউজিল্যান্ডের হয়ে ওপেন করতে নেমেছেন ডেভন কনওয়ে ও ফিন অ্য়ালেন। কিউয়িদের টার্গেট ৩৫০।
05:41 PM (IST) Jan 18
কনিষ্ঠতম ব্যাটার হিসেবে ওডিআই ফর্ম্যাটে দ্বিশতরান করার রেকর্ড গড়লেন শুবমান গিল।
05:22 PM (IST) Jan 18
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে ৮ উইকেটে ৩৪৯ রান ভারতের।
05:17 PM (IST) Jan 18
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে ২০৮ রান করলেন শুবমান গিল।
05:14 PM (IST) Jan 18
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে দ্বিশতরান করলেন শুবমান গিল।
05:03 PM (IST) Jan 18
৩ রান করে শুবমান গিলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে গেলেন শার্দুল ঠাকুর। ৭ উইকেট হারাল ভারতীয় দল।
04:56 PM (IST) Jan 18
১২ রান করে এলবিডব্লু হয়ে গেলেন ওয়াশিংটন সুন্দর। ষষ্ঠ উইকেট হারাল ভারতীয় দল।
04:47 PM (IST) Jan 18
১৫০ পেরিয়ে গেলেন শুবমান গিল। বড় স্কোর ভারতীয় দলের।
04:28 PM (IST) Jan 18
তৃতীয় আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে আউট হার্দিক পান্ডিয়া। উইকেটকিপার টম ল্যাথামের গ্লাভসে লেগে বেল পড়ে গিয়েছে বলে টিভি রিপ্লে দেখে মনে হলেও আউট দিলেন তৃতীয় আম্পায়ার।
04:11 PM (IST) Jan 18
ঝুঁকি না নিয়ে ক্রিজে টিকে থেকে দলের রান বাড়িয়ে নিয়ে যাচ্ছেন শুবমান গিল ও হার্দিক পান্ডিয়া।
03:57 PM (IST) Jan 18
দারুণ ব্যাটিং করছেন শুবমান গিল। তাঁর সঙ্গে ভালো ব্যাটিং করছেন হার্দিক পান্ডিয়াও। বড় স্কোরের আশায় ভারতীয় দল।
03:39 PM (IST) Jan 18
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওডিআই ম্যাচে ৮৭ বলে শতরান করলেন শুবমান গিল।
03:34 PM (IST) Jan 18
৩১ রান করে আউট হয়ে গেলেন সূর্যকুমার যাদব। ১৭৫ রানে ৪ উইকেট হারাল ভারতীয় দল।
03:29 PM (IST) Jan 18
ওডিআই ফর্ম্যাটে আরও একটি শতরানের পথে এগিয়ে চলেছেন শুবমান গিল। তিনি এখন ৯১ রানে ব্যাটিং করছেন।
03:09 PM (IST) Jan 18
শুবমান গিল ও সূর্যকুমার যাদবের জুটি ক্রিজে টিকে গেলে বড় স্কোর করতে পারে ভারতীয় দল।
02:54 PM (IST) Jan 18
বাংলাদেশের বিরুদ্ধে দ্বিশতরান করলেও, নিউজিল্যান্ডের বিরুদ্ধে বড় রান পেলেন না ঈশান কিষান। ৫ রান করেই আউট হয়ে গেলেন তিনি।
02:52 PM (IST) Jan 18
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওডিআই ম্যাচে অর্ধশতরান করলেন শুবমান গিল।
02:36 PM (IST) Jan 18
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওডিআই ম্যাচে বড় রান পেলেন না বিরাট কোহলি। ৮ রান করেই মিচেল স্যান্টনারের বলে বোল্ড হয়ে গেলেন তিনি।
02:33 PM (IST) Jan 18
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ১৫ ওভারের শেষে ভারতের স্কোর ১ উইকেটে ৮৮। শুবমান গিল ৪১ ও বিরাট কোহলি ৮ রান করে অপরাজিত।
02:20 PM (IST) Jan 18
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩৮ বলে ৩৪ রান করে আউট রোহিত শর্মা। ৬০ রানে প্রথম উইকেট হারাল ভারত।
02:12 PM (IST) Jan 18
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে ১০ ওভারের শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৫২। রোহিত শর্মা ২৭ ও শুবমান গিল ২১ রান করে অপরাজিত।
01:55 PM (IST) Jan 18
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যাটিং ওপেন করতে নেমে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন রোহিত শর্মা ও শুবমান গিল।
01:34 PM (IST) Jan 18
অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ওপেন করতে নেমেছেন শুবমান গিল। বড় স্কোরের লক্ষ্যে ভারতীয় দল।
01:23 PM (IST) Jan 18
নিউজিল্যান্ড দলে আছেন- ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (অধিনায়ক), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার, হেনরি শিপলি, লকি ফার্গুসন ও ব্লেয়ার টিকনার।