শনিবার দুপুর দেড়টায় রায়পুরের শহিদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় ওডিআই ম্যাচ শুরু হতে চলেছে। হায়দরাবাদে সিরিজের প্রথম ম্যাচ জিতে ১-০ এগিয়ে রয়েছে ভারতীয় দল। সেই ম্যাচে দ্বিশতরান করে নজর কেড়ে নিয়েছেন ভারতের ওপেনার শুবমান গিল। দ্বিতীয় ম্যাচেও তাঁর দিকে তাকিয়ে দল। হায়দরাবাদে বড় রান পাননি বিরাট কোহলি, ঈশান কিষান, সূর্যকুমার যাদবরা। তাঁরা দ্বিতীয় ম্যাচে বড় স্কোরের লক্ষ্যে মাঠে নামবেন। এই ম্যাচ জিতলেই ভারতীয় দল সিরিজ জিতে যাবে। ফলে এদিনের ম্যাচ রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়াদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
06:33 PM (IST) Jan 21
৫৩ বলে ৪০ রান করে অপরাজিত থাকলেন শুবমান গিল। ৮ রান করে অপরাজিত থাকেন ঈশান কিষান।
06:25 PM (IST) Jan 21
শ্রীলঙ্কার পর নিউজিল্যান্ডকেও ওডিআই সিরিজে হারিয়ে দিল ভারতীয় দল। ১ ম্যাচ বাকি থাকতেই সিরিজ ভারতের।
06:18 PM (IST) Jan 21
নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচেও বড় রান পেলেন না বিরাট কোহলি। তিনি করলেন ১১ রান। ৯৮ রানে ২ উইকেট হারাল ভারত।
06:10 PM (IST) Jan 21
নিউজিল্যান্ডকে সহজেই হারিয়ে দ্বিতীয় ওডিআই ম্যাচ ও সিরিজ জিততে চলেছে ভারতীয় দল।
05:58 PM (IST) Jan 21
৫১ রান করে আউট রোহিত শর্মা। ৭২ রানে প্রথম উইকেট হারাল ভারত।
05:52 PM (IST) Jan 21
রোহিত শর্মার অর্ধশতরানের ফলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচ ও সিরিজ জয়ের পথে ভারত।
05:42 PM (IST) Jan 21
নিউজিল্যান্ডকে হারিয়ে সহজ জয়ের পথে ভারত। অসাধারণ ব্যাটিং করছেন রোহিত শর্মা ও শুবমান গিল।
05:23 PM (IST) Jan 21
রোহিত শর্মা ও শুবমান গিলের সাবলীল ব্যাটিংয়ের পথে দ্বিতীয় ওডিআই ম্যাচ ও সিরিজ জয়ের পথে ভারত।
05:06 PM (IST) Jan 21
টার্গেট মাত্র ১০৯ রান। সেই কারণে ঝুঁকি না নিয়ে ব্যাটিং করছেন রোহিত শর্মা ও শুবমান গিল।
04:54 PM (IST) Jan 21
১০৯ রানের টার্গেট তাড়া করতে নেমেছেন রোহিত শর্মা ও শুবমান গিল। সহজেই ম্যাচ ও সিরিজ জেতার লক্ষ্যে ভারত।
04:36 PM (IST) Jan 21
হায়দরাবাদে প্রথম ওডিআই ম্যাচে ৩৫০ রানের টার্গেট তাড়া করতে নেমে লড়াই করেছিল নিউজিল্যান্ড। কিন্তু দ্বিতীয় ওডিআই ম্যাচে দাপট দেখালেন ভারতের বোলাররা।
04:11 PM (IST) Jan 21
দ্বিতীয় ওডিআই ম্যাচে ১০৮ রানে অলআউট নিউজিল্যান্ড। ১ ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয়ের পথে ভারত।
04:06 PM (IST) Jan 21
দ্বিতীয় ওডিআই ম্যাচে স্বল্প রানে অলআউট হওয়ার পথে নিউজিল্যান্ড। অসাধারণ পারফরম্যান্স ভারতের বোলারদের।
03:59 PM (IST) Jan 21
গ্লেন ফিলিপসকে ফেরালেন ওয়াশিংটন সুন্দর। ১০৩ রানে ৮ উইকেট হারাল নিউজিল্যান্ড।
03:53 PM (IST) Jan 21
২৭ রান করে হার্দিক পান্ডিয়ার শিকার মিচেল স্যান্টনার। ১০৩ রানে ৭ উইকেট হারাল নিউজিল্যান্ড।
03:49 PM (IST) Jan 21
৩০ ওভারের শেষে নিউজিল্যান্ড ৬ উইকেটে ১০৩ রান করল। লড়াই চালাচ্ছেন গ্লেন ফিলিপস ও মিচেল স্যান্টনার।
03:29 PM (IST) Jan 21
২৫ ওভারের শেষে ৬ উইকেটে ৭৩ রান করল নিউজিল্যান্ড। গ্লেন ফিলিপস ২৬ ও মিচেল স্যান্টনার ৮ রানে অপরাজিত।
03:06 PM (IST) Jan 21
নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচে মহম্মদ শামির তৃতীয় শিকার মাইকেল ব্রেসওয়েল। ৫৬ রানে ৬ উইকেট হারাল কিউয়িরা।
02:58 PM (IST) Jan 21
হায়দরাবাদে প্রথম ওডিআই ম্যাচে অসাধারণ ইনিংস খেলা মাইকেল ব্রেসওয়েল দ্বিতীয় ম্যাচেও লড়াই করছেন। ভালো ব্যাটিং করছেন গ্লেন ফিলিপসও।
02:49 PM (IST) Jan 21
১৫ ওভারের শেষে নিউজিল্যান্ডের স্কোর ৫ উইকেটে ৩৩। ১২ রানে অপরাজিত গ্লেন ফিলিপস, ৫ রানে অপরাজিত মাইকেল ব্রেসওয়েল।
02:27 PM (IST) Jan 21
১ রান করেই আউট নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম। ১৫ রানে ৫ উইকেট হারাল নিউজিল্যান্ড।
02:23 PM (IST) Jan 21
হার্দিক পান্ডিয়ার বলে কট অ্যান্ড বোল্ড ডেভন কনওয়ে (৭)। ১৫ রানে ৪ উইকেট হারাল নিউজিল্যান্ড।
02:05 PM (IST) Jan 21
নিজের বলেই ক্যাচ নিয়ে ড্যারিল মিচেলকে (১) আউট করে দিলেন মহম্মদ শামি। ৯ রানে ৩ উইকেট হারাল নিউজিল্যান্ড।
02:01 PM (IST) Jan 21
২ রান করে মহম্মদ সিরাজের বলে শিবমান গিলের হাতে ক্যাচ দিয়ে আউট হেনরি নিকোলস। ৮ রানে ২ উইকেট হারাল কিউয়িরা।
01:57 PM (IST) Jan 21
দ্বিতীয় ওডিআই ম্যাচে মন্থর ব্যাটিং নিউজিল্যান্ডের। ৫ ওভারের শেষে স্কোর ১ উইকেটে ৮।
01:38 PM (IST) Jan 21
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওডিআই ম্যাচের প্রথম ওভারেই ফিন অ্যালেনকে (০) বোল্ড করে দিলেন মহম্মদ শামি।
01:32 PM (IST) Jan 21
ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচে নিউজিল্যান্ড দলে আছেন- ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার, হেনরি শিপলি, লকি ফার্গুসন ও ব্লেয়ার টিকনার।
01:20 PM (IST) Jan 21
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওডিআই ম্যাচে ভারতীয় দলে আছেন- রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, ঈশান কিষান, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ।
01:05 PM (IST) Jan 21
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ওডিআই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
12:41 PM (IST) Jan 21
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওডিআই ম্যাচে দ্বিশতরান করেছেন ভারতের ওপেনার শুবমান গিল। দ্বিতীয় ম্যাচেও বড় স্কোরের লক্ষ্যে মাঠে নামবেন এই ব্যাটার।