শ্রীলঙ্কার মতোই নিউজিল্যান্ডের বিরুদ্ধেও ১ ম্যাচ বাকি থাকতেই ওডিআই সিরিজ জিতে নিয়েছে ভারতীয় দল। এবার ইন্দোরের হোলকার ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ। এই ম্যাচেও জয়ই লক্ষ্য ভারতীয় দলের। ওডিআই র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা কিউয়িদের হোয়াইটওয়াশ করতে পারলে বিশ্বকাপের আগে রোহিত শর্মা, বিরাট কোহলিদের মনোবল অনেকটাই বেড়ে যাবে। শুবমান গিল, রোহিত, মহম্মদ শামি, মহম্মদ সিরাজরা অসাধারণ ফর্মে। তবে এই সিরিজে এখনও পর্যন্ত বড় রান পাননি বিরাট। ইন্দোরে শেষ ম্যাচে বড় রান করাই তাঁর লক্ষ্য। এই ম্যাচ নিয়মরক্ষার হওয়ায় ভারতীয় দলে কয়েকটি বদল হতে পারে।
08:58 PM (IST) Jan 24
নিউজিল্যান্ডকে ৯০ রানে হারিয়ে ওডিআই সিরিজে ৩-০ জয় পেল ভারতীয় দল।
08:49 PM (IST) Jan 24
যুজবেন্দ্র চাহালের বলে আউট জ্যাকব ডাফি। ৯ উইকেট হারাল নিউজিল্যান্ড।
08:45 PM (IST) Jan 24
৭ রান করে কুলদীপ যাদবের বলে রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে আউট লকি ফার্গুসন। ৮ উইকেট হারাল নিউজিল্যান্ড।
08:36 PM (IST) Jan 24
মাইকেল ব্রেসওয়েলকে ফেরালেন কুলদীপ যাদব। ৭ উইকেট হারাল নিউজিল্যান্ড।
08:29 PM (IST) Jan 24
নিউজিল্যান্ডের হয়ে লড়াই করছেন মাইকেল ব্রেসওয়েল ও মিচেল স্যান্টনার।
08:12 PM (IST) Jan 24
১০০ বলে ১৩৮ রান করে উমরান মালিকের বলে রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে আউট ডেভন কনওয়ে। ৬ উইকেট হারাল নিউজিল্যান্ড।
08:05 PM (IST) Jan 24
শতরান করেছেন, লড়াই চালিয়ে যাচ্ছেন নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়ে।
07:50 PM (IST) Jan 24
নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচে ৩ উইকেট নিলেন শার্দুল ঠাকুর।
07:42 PM (IST) Jan 24
পরপর ২ বলে আউট ড্যারিল মিচেল ও টম ল্যাথাম। শার্দুল ঠাকুরের জোড়া ধাক্কায় চাপে নিউজিল্যান্ড।
07:26 PM (IST) Jan 24
ইন্দোরে তৃতীয় ওডিআই ম্যাচে শতরান করলেন ডেভন কনওয়ে। লড়াই চালাচ্ছে নিউজিল্যান্ড।
07:22 PM (IST) Jan 24
৩৮৬ রানের টার্গেট তাড়া করতে নেমে লড়াই চালাচ্ছে নিউজিল্যান্ড। শতরানের পথে ওপেনার ডেভন কনওয়ে।
07:03 PM (IST) Jan 24
ইন্দোরে তৃতীয় ওডিআই ম্যাচে অর্ধশতরান করলেন নিউজিল্যান্ডের ওপেনার ডেভন কনওয়ে।
06:51 PM (IST) Jan 24
হেনরি নিকোলস ও ডেভন কনওয়ের জুটি ভেঙে দিলেন কুলদীপ যাদব। এই জুটিতে যোগ হল ১০৬ রান।
06:28 PM (IST) Jan 24
দ্বিতীয় বলেই উইকেট হারানোর পর লড়াই করছেন নিউজিল্যান্ডের ব্যাটার ডেভন কনওয়ে ও হেনরি নিকোলস।
06:07 PM (IST) Jan 24
৩৮৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ৫ ওভারের শেষে নিউজিল্যান্ডের স্কোর ১ উইকেটে ২২।
05:48 PM (IST) Jan 24
২ বল খেলে কোনও রান না করেই হার্দিক পান্ডিয়ার বলে বোল্ড হয়ে গেলেন ফিন অ্যালেন।
05:45 PM (IST) Jan 24
৩৮৬ রানের টার্গেট তাড়া করতে নেমেছেন নিউজিল্যান্ডের ওপেনার ফিন অ্যালেন ও ডেভন কনওয়ে।
05:26 PM (IST) Jan 24
ইন্দোরে সিরিজের তৃতীয় ওডিআই ম্যাচে ১০ ওভার বল করে ১০০ রান দিলেন নিউজিল্যান্ডের পেসার জ্যাকব ডাফি। ৩ উইকেট নেন এই পেসার।
05:13 PM (IST) Jan 24
টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ম্যাচে ৯ উইকেটে ৩৮৫ রান করল ভারত।
05:01 PM (IST) Jan 24
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওডিআই ম্যাচে ৫৪ রান করে আউট হয়ে গেলেন হার্দিক পান্ডিয়া।
04:53 PM (IST) Jan 24
৪৭ ওভারে ৩৫০ রান পেরিয়ে গেল ভারত। দলের রান বাড়াচ্ছেন হার্দিক পান্ডিয়া ও শার্দুল ঠাকুর।
04:36 PM (IST) Jan 24
নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচের শুরুটা দারুণভাবে করলেও, পরপর উইকেট হারিয়ে রানের গতি ধরে রাখতে পারল না ভারত।
04:27 PM (IST) Jan 24
৪১ ওভারে ভারতের স্কোর পেরিয়ে গেল ৩০০। রান বাড়ানোর লক্ষ্যে হার্দিক পান্ডিয়া-ওয়াশিংটন সুন্দর।
04:19 PM (IST) Jan 24
রোহিত শর্মা ও শুবমান গিল আউট হয়ে যাওয়ার পরেই গতি হারাল ভারতীয় দল। ১৪ রান করে আউট হয়ে গেলেন সূর্যকুমার যাদব।
04:09 PM (IST) Jan 24
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওডিআই ম্যাচে ২৭ বলে ৩৬ রান করে আউট হয়ে গেলেন বিরাট কোহলি।
03:59 PM (IST) Jan 24
১৭ রান করে রান আউট হয়ে গেলেন ঈশান কিষান। তৃতীয় উইকেট হারাল ভারত।
03:44 PM (IST) Jan 24
রোহিত শর্মা ও শুবমান গিল ফিরে যাওয়ার পর ক্রিজে বিরাট কোহলি ও ঈশান কিষান। তাঁরা ভারতীয় দলের রান বাড়াচ্ছেন।
03:30 PM (IST) Jan 24
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওডিআই ম্যাচে ৭৮ বলে ১১২ রান করে আউট হয়ে গেলেন শুবমান গিল।
03:23 PM (IST) Jan 24
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওডিআই ম্যাচে ৮৫ বলে ১০১ রান করে মাইকেল ব্রেসওয়েলের বলে বোল্ড হয়ে গেলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
03:21 PM (IST) Jan 24
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম ওডিআই ম্যাচে দ্বিশতরান করার পর তৃতীয় ম্যাচে শতরান করলেন শুবমান গিল।
03:18 PM (IST) Jan 24
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওডিআই ম্যাচে শতরান করলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ৮৩ বলে শতরান পূর্ণ করলেন তিনি।
03:04 PM (IST) Jan 24
২২ ওভারের শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১৮০। রোহিত শর্মা ৯২ ও শুবমান গিল ৮০ রানে অপরাজিত।
02:42 PM (IST) Jan 24
নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচে ১৭ ওভারের শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ১৪৭। রোহিত শর্মা ৭৭ ও শুবমান গিল ৬৭ রানে অপরাজিত।
02:27 PM (IST) Jan 24
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওডিআই ম্যাচে অর্ধশতরান করলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ৪১ বলে অর্ধশতরান পূরণ করেন তিনি।
02:21 PM (IST) Jan 24
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে ধারাবাহিকভাবে রান করে চলেছেন ভারতের ওপেনার শুবমান গিল। ইন্দোরে তৃতীয় ম্যাচে ৩৩ বলে অর্ধশতরান করলেন এই তরুণ।
02:13 PM (IST) Jan 24
১০ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর বিনা উইকেটে ৮২। রোহিত শর্মা ৩৯ ও শুবমান গিল ৪১ রানে অপরাজিত।
01:51 PM (IST) Jan 24
নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ভারতের স্কোর বিনা উইকেটে ৩১। রোহিত শর্মা ১৭ ও শুবমান গিল ১২ রানে অপরাজিত।
01:31 PM (IST) Jan 24
নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচে ভারতের হয়ে ব্যাটিং ওপেন করতে নেমেছেন রোহিত শর্মা ও শুবমান গিল।
01:30 PM (IST) Jan 24
তৃতীয় ওডিআই ম্যাচে নিউজিল্যান্ড দল- ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, হেনরি নিকোলস, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (অধিনায়ক), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার, লকি ফার্গুসন, জ্যাকব ডাফি ও ব্লেয়ার টিকনার।
01:21 PM (IST) Jan 24
নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচে ভারতের হয়ে খেলছেন উমরান মালিক ও যুজবেন্দ্র চাহাল। বিশ্রামে মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ। ভারতীয় দলে আছেন- রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, ঈশান কিষান, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল ও উমরান মালিক।