'ফর্মে ফিরতে সময় দরকার,' বিরাট কোহলি-রোহিত শর্মার পাশে অভিষেক নায়ার

নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা এবং তারকা ব্যাটার বিরাট কোহলি। এই দুই ব্যাটার সমালোচনার মুখে পড়লেও, তাঁদের পাশেই দাঁড়াচ্ছে দল।

Soumya Gangully | Published : Oct 30, 2024 6:27 PM
17
ফর্মের ধারেকাছে না থাকা রোহিত শর্মা-বিরাট কোহলির পাশে অভিষেক নায়ার

নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজে ভালো ফর্মে নেই ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা এবং তারকা ব্যাটার বিরাট কোহলি। তবে তাঁদের পাশে দাঁড়িয়েছেন ভারতীয় দলের সহকারী কোচ অভিষেক নায়ার। তিনি জানিয়েছেন, রোহিত ও বিরাটকে সময় দিতে হবে।

27
ওয়াংখেড়ে স্টেডিয়ামে তৃতীয় টেস্ট ম্যাচেও কি স্পিনারদের সহায়ক পিচ হবে?

পিচ সম্পর্কে অভিষেক নায়ার বলেছেন, ‘আমি পিচ বানাতে পারলে ভালো হত। কিন্তু আমরা সেটা পারি না। আমাদের যে পিচ দেওয়া হয়, সেই পিচেই খেলতে হয়। ক্রিকেটার হিসেবে আমরা সব ধরনের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করি।’

37
ভারতীয় কি নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে স্পিনারদের সহায়ক পিচ তৈরি করতে বলেছিল?

নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে স্পিনারদের বোলিং সামাল দিতে পারছেন না বিরাট কোহলিরা। কিন্তু ক্রিকেট মহলে আলোচনা চলছে, ভারতীয় দলই দেশের মাটিতে সিরিজ জয়ের লক্ষ্যে স্পিনারদের সহায়ক পিচ তৈরি করতে বলেছিল। যদিও সে কথা অস্বীকার করেছেন অভিষেক নায়ার।

47
ভালো ফর্মে ফেরার জন্য চেষ্টা করছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, জানিয়েছেন অভিষেক নায়ার

রোহিত শর্মা ও বিরাট কোহলি সম্পর্কে অভিষেক নায়ার বলেছেন, ‘আমি ওদের জন্য ভালোবাসা ছাড়া অন্য কিছু দেখিনি। যখন সেরা খেলোয়াড়রা খারাপ সময়ের মধ্যে দিয়ে যায়, তখন ফর্মে ফেরার জন্য ওদের সময় ও সুযোগ দিতে হবে।’

57
ভারতীয় দলের তরুণ ব্যাটার শুবমান গিলের নিষ্ঠারও প্রশংসা করেছেন অভিষেক নায়ার

অভিষেক নায়ার জানিয়েছেন, শুধু রোহিত শর্মা, বিরাট কোহলিই নন, তরুণ ব্যাটার শুবমান গিল-সহ ভারতীয় দলের সবার মধ্যেই নিষ্ঠা দেখতে পাচ্ছেন।

67
ভারতীয় দলের সবাই ভালো পারফরম্যান্স দেখাতে মরিয়া, জানিয়েছেন অভিষেক নায়ার

অভিষেক নায়ার জানিয়েছেন, ‘ভারতীয় দলের সবাই কঠোর পরিশ্রম করছে। সবাই ভালো পারফরম্যান্স দেখানোর চেষ্টা করছে। বিরাট কোহলি, রোহিত শর্মা, তরুণ শুবমান গিলও পরিশ্রম করছে। সবাই চেষ্টা করছে।’

77
ভারতীয় ক্রিকেটারদের ফর্মে ফেরার জন্য ধৈর্য ধরতে হবে, মত অভিষেক নায়ারের

অভিষেক নায়ার বলেছেন, ‘দলের সবার মনোভাব দেখে খুব ভালো লাগছে। ওরা সবাই কঠোর পরিশ্রম করছে। সেরা খেলোয়াড়দেরও ফর্মে ফেরার জন্য ধৈর্য ধরতে হবে। ওদেরও কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়। আমি নিশ্চিত, কিছুদিনের মধ্যেই আবার বিরাট কোহলি, রোহিত শর্মা-সহ সবার প্রশংসা করতে হবে। তার আগে আমাদের একটু ধৈর্য ধরতে হবে।’

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos