
Ayush Badoni: নিউজিল্যান্ডের বিরুদ্ধে (India vs New Zealand) সিরিজের প্রথম ওডিআই ম্যাচ খেলার পরেই চোট পেয়ে ছিটকে গেলেন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর (Washington Sundar)। তাঁর পক্ষে আর এই সিরিজে কোনও ম্যাচ খেলা সম্ভব হবে না। তাঁর পরিবর্তে আয়ূষ বাদোনিকে (Ayush Badoni) ভারতীয় দলে নেওয়া হয়েছে। প্রথমবার ওডিআই দলে জায়গা পেলেন বাদোনি। বিসিসিআই-এর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘ভারতের অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর রবিবার ভডোদরার (Vadodara) বিসিএ স্টেডিয়ামে (BCA Stadium) নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে বোলিং করার সময় বাঁ দিকের পাঁজরে প্রচণ্ড যন্ত্রণা ও অস্বস্তি বোধ করেন। তাঁর চোটের জায়গায় আরও স্ক্যান করানো হবে। তারপর বিসিসিআই মেডিক্যাল টিম বিশেষজ্ঞদের মতামত নেবে। ওয়াশিংটন ওডিআই সিরিজের বাকি দুই ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন। নির্বাচকরা তাঁর পরিবর্ত হিসেবে আয়ূষ বাদোনির নাম জানিয়েছেন। রাজকোটে (Rajkot) দলে যোগ দেবেন বাদোনি। সেখানেই দ্বিতীয় ওডিআই ম্যাচ হবে।’
রবিবার পাঁচ ওভার বোলিং করে ২৭ রান দেন ওয়াশিংটন। তিনি উইকেট পাননি। এরপর আট নম্বরে ব্যাটিং করতে নেমে সাত বল খেলে সাত রান করে অপরাজিত থাকেন এই অলরাউন্ডার। তখনও বোঝা যায়নি তাঁর চোট গুরুতর। কিন্তু পরে জানা গেল, তাঁর পক্ষে আপাতত মাঠে নামা সম্ভব হবে না।
শনিবার ভডোদরায় নেটে ব্যাটিং অনুশীলনের সময় ডানদিকের পাঁজরের কাছে বল লেগে এই সিরিজ থেকে ছিটকে যান উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ (Rishabh Pant)। তাঁর পরিবর্ত হিসেবে ভারতীয় দলে যোগ দিয়েছেন ধ্রুব জুরেল (Dhruv Jurel)। এবার একই জায়গায় চোট পেয়ে ছিটকে গেলেন ওয়াশিংটন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই, টি-২০ সিরিজের পরেই টি-২০ বিশ্বকাপে (2026 ICC Men's T20 World Cup) খেলতে নামবে ভারতীয় দল। তার আগে দুই খেলোয়াড় চোট পাওয়ায় চিন্তায় পড়ে গিয়েছে টিম ম্যানেজমেন্ট।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।