ভারত-দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট ম্যাচের মতোই দ্বিতীয় দিনের শুরুতেও বৃষ্টির প্রভাব পড়ল। ভেজা, স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় ভারতীয় ব্যাটাররা চাপে পড়ে গিয়েছেন।
ভারত-দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের খেলা নির্দিষ্ট সময়ে শুরু করা সম্ভব হল না। প্রথম দিন যেমন ভেজা আউটফিল্ডের জন্য দেরিতে শুরু হয়, দ্বিতীয় দিনও একই ঘটনা দেখা গেল। কখন ম্যাচ শুরু করা সম্ভব হবে, সেটা এখনই বলা যাচ্ছে না। ক্রিকেটাররা আউটফিল্ড শুকনো হওয়ার অপেক্ষা করছেন। মাঠকর্মীরা আউটফিল্ড শুকনো করে তোলার জন্য চেষ্টা করছেন। তবে সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কের পরিকাঠামো উন্নত নয়। সেই কারণে মাঠকর্মীরা সমস্যায় পড়েছেন। কয়েকজন ভারতীয় ক্রিকেটারকে ওয়ার্ম-আপ করতে দেখা যাচ্ছে। তবে হাল্কা বৃষ্টিও হচ্ছে। ফলে ম্যাচ শুরু হতে আরও দেরি হতে পারে।
২৬ মিনিট দেরিতে শুরু ম্যাচ
দ্বিতীয় দিন ২৬ মিনিট দেরিতে শুরু হল ম্যাচ। প্রথম দিনের ২ অপরাজিত ব্যাটার কে এল রাহুল ও মহম্মদ সিরাজ ব্যাটিং করতে নেমেছেন। প্রথম দিনের শেষে ভারতীয় দলের স্কোর ছিল ৮ উইকেটে ২০৮। ভারতের প্রথম ইনিংস কতদূর এগোবে, সেটা রাহুলের উপর নির্ভর করছে। প্রথম দিন অসাধারণ লড়াই করেছেন রাহুল। দ্বিতীয় দিনেও যদি এই উইকেটকিপার-ব্যাটার ভালো ব্যাটিং করতে পারেন, তাহলে ভারতীয় দলের স্কোর বাড়বে। প্রথম ইনিংসে ২৫০-এর বেশি রান করতে পারলে লড়াইয়ে থাকবে ভারতীয় দল।
ভালো পারফরম্যান্স জারি রাখতে চান কাগিসো রাবাদা
প্রথম দিন ৫ উইকেট নেওয়া পেসার কাগিসো রাবাদা বলেছেন, ‘আমি শুধু ভালো জায়গায় বল রাখতে চাইছিলাম। আমার দক্ষতা কাজে লাগাতে চেয়েছিলাম। চোট পাওয়ার পর আমার কিছু করার ছিল না। চোট সারানোর জন্য সময় দিতেই হত। রিহ্যাবের মাধ্যমে ফিট হয়ে ওঠার চেষ্টা করেছি। এই উইকেটে ব্যাটিং করা একটু কঠিন। আমাদের ভালো ব্যাটিং করতে হবে। তবে তার আগে আজ দ্রুত বাকি ২ উইকেট নেওয়া আমাদের প্রথম লক্ষ্য।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Virat Kohli: ২ বছর আগের সফরে সাফল্য পাননি, দক্ষিণ আফ্রিকায় হিসেব মেটানোর লক্ষ্যে বিরাট
India Vs South Africa: তৈরি রোহিত, বিরাট, বুমরা, দক্ষিণ আফ্রিকায় ইতিহাস গড়ার লক্ষ্যে ভারত