Ravindra Jadeja Test Double: ভারতীয় দলের হয়ে ক্রিকেটের তিন ফর্ম্যাটেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। ইডেন গার্ডেন্সে (Eden Gardens) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (India vs South Africa) নতুন রেকর্ড গড়লেন জাডেজা।
কপিল দেব নিখাঞ্জের পর দ্বিতীয় ভারতীয় অলরাউন্ডার হিসেবে টেস্ট ক্রিকেটে ডাবল রবীন্দ্র জাডেজার
রবীন্দ্র জাডেজার রেকর্ড
কপিল দেব নিখাঞ্জের পর দ্বিতীয় ভারতীয় অলরাউন্ডার হিসেবে টেস্ট ক্রিকেটে ৪,০০০ রান ও ৩০০ উইকেট নেওয়ার নজির গড়লেন রবীন্দ্র জাডেজা। তিনি টেস্ট ক্রিকেটের ইতিহাসে চতুর্থ অলরাউন্ডার হিসেবে এই নজির গড়লেন। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে এখন বিশ্বের এক নম্বর জাডেজা। তিনি ধারাবাহিকতা বজায় রেখে শনিবার ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন এই নজির গড়লেন।
DID YOU KNOW ?
সবার আগে কপিল দেব
টেস্ট ক্রিকেটে যে অলরাউন্ডাররা ৪,০০০ রান ও ৩০০ উইকেট নিয়েছেন, তাঁদের মধ্যে সবার আগে কপিল দেব নিখাঞ্জ।
26
কপিল দেব নিখাঞ্জ, ইয়ান বথাম, ড্যানিয়েল ভেট্টোরির সঙ্গে একই সারিতে রবীন্দ্র জাডেজা
বিরল কীর্তি রবীন্দ্র জাডেজার
ভারতীয় দলের হয়ে ৮৮-তম টেস্ট ম্যাচ খেলছেন রবীন্দ্র জাডেজা। টেস্ট ক্রিকেটে বিরল নজির গড়ার জন্য তাঁর মাত্র ১০ রান বাকি ছিল। শনিবার ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রথম টেস্ট ম্যাচের দ্বিতীয় দিন প্রথম সেশনেই তিনি নজির গড়লেন। এই ইনিংসে তিনি ৪৫ বল খেলে ২৭ রান করেন। নতুন নজির গড়ে কপিল দেব নিখাঞ্জ, ইয়ান বথাম ও ড্যানিয়েল ভেট্টোরির সঙ্গে একই সারিতে জায়গা করে নিলেন জাডেজা।
৮৮
ভারতীয় দলের হয়ে ৮৮-তম টেস্ট ম্যাচ খেলতে নেমেছেন জাডেজা।
ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলছেন রবীন্দ্র জাডেজা। তিনি ভারতীয় দলের হয়ে ৮৮-তম টেস্ট ম্যাচ খেলছেন।
36
টেস্ট ক্রিকেটে ৪,০০০ রান পূর্ণ করার পর ৩৫০ উইকেটের দিকে রবীন্দ্র জাডেজা
রবীন্দ্র জাডেজার অসাধারণ বোলিং
ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচের প্রথম দিন উইকেট পাননি রবীন্দ্র জাডেজা। তবে শনিবার দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে অসাধারণ বোলিং করলেন এই স্পিনার। তিনি টেস্ট ক্রিকেটে ৩৫০ উইকেট নেওয়ার দিকে এগিয়ে চলেছেন। আরও কিছুদিন এই ফর্ম্যাটে খেলা চালিয়ে যাবেন এই অলরাউন্ডার। তিনি ভালো পারফরম্যান্স বজায় রাখার বিষয়ে আত্মবিশ্বাসী।
টেস্ট ক্রিকেটে 'ডাবল' করা অলরাউন্ডারদের মধ্যে সবার আগে কপিল দেব নিখাঞ্জ
সবার আগে কপিল
টেস্ট ক্রিকেটে ৪৩৪ উইকেট নেওয়ার পাশাপাশি ৫,২৪৮ রান করেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক কপিল দেব নিখাঞ্জ। তিনি এক্ষেত্রে সবার আগে। ইংল্যান্ডের প্রাক্তন অলরাউন্ডার ইয়ান বথাম টেস্ট ক্রিকেটে ৫,২০০ রান করার পাশাপাশি ৩৮৩ উইকেট নেন। নিউজিল্যান্ডের প্রাক্তন অলরাউন্ডার ড্যানিয়েল ভেট্টোরি ৩৬২ উইকেট নেন এবং ৪,৫৩১ রান করেন। এবার এই সারিতে জায়গা করে নিলেন রবীন্দ্র জাডেজা।
56
টেস্ট ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম অলরাউন্ডার হিসেবে 'ডাবল' করলেন রবীন্দ্র জাডেজা
ইয়ান বথামের পরেই রবীন্দ্র জাডেজা
টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম অলরাউন্ডার হিসেবে ৪,০০০ রান করার পাশাপাশি ৩০০ উইকেট নেওয়ার নজির গড়লেন রবীন্দ্র জাডেজা। ইয়ান বথাম ৭২-তম ম্যাচে এই নজির গড়েন। শনিবার ৮৮-তম টেস্ট ম্যাচে এই নজির গড়লেন জাডেজা। তিনি এবার ড্যানিয়েল ভেট্টোরি ও বথামের উইকেট সংখ্যা ছাপিয়ে যাওয়ার লক্ষ্যে।
66
টেস্ট ক্রিকেটে ৬ বার শতরান ও ২৭ বার অর্ধশতরান করেছেন রবীন্দ্র জাডেজা
টেস্ট ক্রিকেটে এখনও পর্যন্ত ৬টি শতরান এবং ২৭টটি অর্ধশতরান করেছেন রবীন্দ্র জাডেজা। তাঁর ব্যাটিংয়ের গড় ৩৮-এর বেশি। বোলিংয়েও অসামান্য পারফরম্যান্স দেখিয়েছেন এই অলরাউন্ডার। তাঁর বোলিংয়ের গড় ২৫.২৫। লাল বলের ক্রিকেটে বর্তমান সময়ের অন্যতম সেরা অলরাউন্ডার জাডেজা।