
India vs South Africa First T20: চোট সারিয়ে জাতীয় দলে ফিরেই দুর্দান্ত পারফরম্যান্স দেখালেন তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। মঙ্গলবার কটকের (Cuttack) বারাবটি স্টেডিয়ামে (Barabati Stadium) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে চাপের মুখে অসাধারণ ব্যাটিং করলেন হার্দিক। তিনি ছয় নম্বরে ব্যাটিং করতে নেমে ২৮ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল ছয়টি বাউন্ডারি ও চারটি ওভার-বাউন্ডারি। ভারতীয় দল টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ছয় উইকেট হারিয়ে ১৭৫ রান করেছে। হার্দিকের পাশাপাশি কিছুটা লড়াই করেন তিলক ভার্মা (Tilak Varma) ও অক্ষর প্যাটেল (Axar Patel)। তিলক ২৬ রান করেন। অক্ষর করেন ২৩ রান। ওপেনার অভিষেক শর্মা (Abhishek Sharma) ১২ বল খেলে ১৭ রান করেন। তিনি জোড়া বাউন্ডারি ও এক ওভার-বাউন্ডারি মারেন।
হার্দিকের মতোই চোট সারিয়ে জাতীয় দলে ফিরেছেন শুবমান গিল (Shubman Gill)। কিন্তু তিনি ওপেন করতে নেমে ব্যর্থ হলেন। দুই বল খেলে চার রান করেই আউট হয়ে যান শুবমান। টি-২০ ফর্ম্যাটে ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদবও (Suryakumar Yadav) খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারলেন না। তিনি ১১ বল খেলে ১২ রান করেই ফিরে যান। শিবম দুবে (Shivam Dube) নয় বল খেলে ১১ রান করেন। জিতেশ শর্মা (Jitesh Sharma) পাঁচ বল খেলে ১০ রান করে অপরাজিত থাকেন। শুবমান টি-২০ ফর্ম্যাটে ফের ব্যর্থ হওয়ায় তাঁকে নিয়ে প্রশ্ন উঠছে।
দক্ষিণ আফ্রিকার হয়ে ভালো বোলিং করলেন লুঙ্গি এনগিডি (Lungi Ngidi)। এই পেসার চার ওভার বোলিং করে ৩১ রান দিয়ে তিন উইকেট নেন। লুথো সিপামলা (Lutho Sipamla) চার ওভার বোলিং করে ৩৮ রান দিয়ে জোড়া উইকেট নেন। ডনোভান ফেরেইরা (Donovan Ferreira) দুই ওভার বোলিং করে ১৩ রান দিয়ে এক উইকেট নেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।