ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: রাঁচিতে ৫২-তম ওডিআই শতরান, নতুন কী নজির গড়লেন বিরাট কোহলি?

Published : Nov 30, 2025, 06:32 PM IST

Virat Kohli Record: আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফর্ম্যাটেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন ভারতীয় দলের তারকা ব্যাটার বিরাট কোহলি। কেরিয়ারের শেষদিকে এসেও তাঁর ব্যাট কথা বলছে। রবিবার ফের নিজের দক্ষতার পরিচয় দিলেন বিরাট।

PREV
16
আন্তর্জাতিক ক্রিকেটে যে কোনও ফর্ম্যাটে সবচেয়ে বেশি শতরানের রেকর্ড বিরাট কোহলির

শতরানের রেকর্ড বিরাট কোহলির

রবিবার রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে ১২০ বলে ১৩৫ রান করলেন বিরাট কোহলি। তিনি ওডিআই ফর্ম্যাটে ৫২-তম শতরান করলেন। এই ইনিংসের মাধ্যমে সচিন তেন্ডুলকরের রেকর্ড টপকে গেলেন বিরাট। টেস্টে ৫১টি শতরান রয়েছে সচিনের। যা এতদিন কোনও ফর্ম্যাটে সবচেয়ে বেশি শতরানের রেকর্ড ছিল। এবার ওডিআই ফর্ম্যাটে ৫২টি শতরান করে আন্তর্জাতিক ক্রিকেটের যে কোনও ফর্ম্যাটে সবচেয়ে বেশি শতরানের রেকর্ড গড়লেন বিরাট।

DID YOU KNOW ?
৫২-তম শতরান বিরাটের
রবিবার ওডিআই ফর্ম্যাটে ৫২-তম শতরান করে ফেললেন বিরাট কোহলি। তিনি যে কোনও ফর্ম্যাটে সবচেয়ে বেশি শতরানের রেকর্ড গড়লেন।
26
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সচিন তেন্ডুলকর ও ডেভিড ওয়ার্নারের রেকর্ড ভেঙে দিলেন বিরাট কোহলি

সচিন-ওয়ার্নারকে টপকে গেলেন বিরাট

রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই ফর্ম্যাটে ষষ্ঠ শতরান করলেন বিরাট কোহলি। তিনি সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) ও ডেভিড ওয়ার্নারকে (David Warner) ছাপিয়ে গেলেন। এই দুই তারকা প্রোটিয়াদের বিরুদ্ধে ওডিআই ফর্ম্যাটে পাঁচটি করে শতরান করেছেন। এবার প্রোটিয়াদের বিরুদ্ধে তাঁদের চেয়ে বেশি শতরান করলেন বিরাট।

৮৩
আন্তর্জাতিক ক্রিকেটে ৮৩-তম শতরান বিরাট কোহলির।
টেস্ট, ওডিআই, টি-২০ মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৮৩টি শতরান করে ফেলেছেন বিরাট কোহলি। তাঁর সামনে শুধু সচিন তেন্ডুলকর।
36
ভারতের কোনও স্টেডিয়ামে সবচেয়ে কম ইনিংস খেলে সবচেয়ে বেশি শতরান বিরাটের

রাঁচিতে শতরানের রেকর্ড বিরাটের

রবিবার রাঁচিতে ওডিআই ফর্ম্যাটে তৃতীয় শতরান করলেন বিরাট কোহলি। এই শহরে ওডিআই ম্যাচে পাঁচ ইনিংসে তৃতীয় শতরান করলেন এই তারকা ব্যাটার। ভারতের কোনও স্টেডিয়ামে সবচেয়ে কম ইনিংস খেলে সবচেয়ে বেশি শতরানের রেকর্ডের অধিকারী হয়ে গেলেন বিরাট। সচিন তেন্ডুলকর ভদোদরায় ওডিআই ফর্ম্যাটে সাত ইনিংস খেলে তিনটি শতরান করেন। বিশাখাপত্তনমে (Visakhapatnam) বিরাট সাত ইনিংস খেলে তিনবার শতরান করেন। তিনি পুণেতে (Pune) আট ইনিংস খেলে তিনটি শতরান করেন।

46
রবিবার রাঁচিতে আন্তর্জাতিক ক্রিকেটে ৮৩-তম শতরান করে ফেললেন বিরাট কোহলি

বিরাট কোহলির ৮৩-তম শতরান

আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ১০০টি শতরানের রেকর্ড গড়েছেন সচিন তেন্ডুলকর। রবিবার ৮৩-তম শতরান করে তাঁর কাছাকাছি পৌঁছে গেলেন বিরাট কোহলি। আরও কিছুদিন আন্তর্জাতিক ক্রিকেটে খেললে সচিনের শতরানের রেকর্ড স্পর্শ করার কাছাকাছি পৌঁছে যেতে পারেন বিরাট। তাঁকে সেই সুযোগ দেওয়া হবে বলে আশায় অনুরাগীরা।

56
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি ওডিআই সিরিজে আন্তর্জাতিক ক্রিকেটে ২৮০০০ রান পূর্ণ করার লক্ষ্যে বিরাট

২৮০০০ রানের লক্ষ্যে বিরাট

ভারত-দক্ষিণ আফ্রিকা ওডিআই সিরিজ শুরু হওয়ার আগে আন্তর্জাতিক ক্রিকেটে ২৮০০০ রান পূর্ণ করতে বিরাট কোহলির দরকার ছিল ৩৩৭ রান। রবিবার শতরান করে তিনি ২৮০০০ রানের আরও কাছে পৌঁছে গেলেন। এই সিরিজে আরও দুই ম্যাচ পাবেন বিরাট। ফলে তিনি এই সিরিজেই ২৮০০০ রান পূরণ করে ফেলতে পারেন। শুধু সচিন তেন্ডুলকর ও কুমার সাঙ্গাকারা আন্তর্জাতিক ক্রিকেটে ২৮০০০ রান করেছেন। এবার সেই নজির গড়তে চলেছেন বিরাট।

66
রবিবার রাঁচিতে রিকি পন্টিংয়ের সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড ভেঙে দিলেন বিরাট কোহলি

পন্টিংয়ের রেকর্ড ভেঙে দিলেন বিরাট

ওডিআই ফর্ম্যাটে তিন নম্বরে ব্যাটিং করতে নেমে সর্বাধিক ২১৭টি ওভার-বাউন্ডারি মারার রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংয়ের দখলে। রবিবার সাতটি ওভার-বাউন্ডারি মারার মাধ্যমে তিন নম্বরে ব্যাটিং করতে নেমে ২২৩টি ওভার-বাউন্ডারিতে পৌঁছে গেলেন বিরাট। ফলে তিনি পন্টিংকে ছাপিয়ে গেলেন।

Read more Photos on
click me!

Recommended Stories