ইডেন গার্ডেেন্সে ভারত-শ্রীলঙ্কা ওডিআই সিরিজের দ্বিতীয় ওডিআই ম্যাচ। এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করছে শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে জয় পেয়েছে ভারতীয় দল। সেই ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, শুবমান গিল, উমরান মালিকরা। ফলে ইডেনেই সিরিজ জেতার ব্যাপার আত্মবিশ্বাসী ভারতীয় দল। দ্বিতীয় ম্যাচ জিতলেই টি-২০ সিরিজের পর ওডিআই সিরিজও জিতে নেবে ভারত। এই ম্যাচে ভারতীয় দলে একটি বদল হয়েছে। গত ম্যাচে ফিল্ডিং করার সময় চোট পাওয়া যুজবেন্দ্র চাহালের বদলে খেলছেন কুলদীপ যাদব। ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা ইডেনে বরাবরই ভালো খেলেন। এদিনও ভালো খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি।
08:48 PM (IST) Jan 12
শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে দ্বিতীয় ওডিআই ম্যাচ ও সিরিজ জিতল ভারত।
08:31 PM (IST) Jan 12
ইডেনে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচে অর্ধশতরান করলেন কে এল রাহুল।
08:29 PM (IST) Jan 12
অক্ষর প্যাটেল ২১ রান করে আউট হয়ে গেলেও, শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছে ভারত।
08:22 PM (IST) Jan 12
কে এল রাহুল ও অক্ষর প্যাটেলের অসাধারণ ব্যাটিংয়ের ফলে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচ ও সিরিজ জয়ের পথে ভারত।
07:59 PM (IST) Jan 12
৩৬ রান করে আউট হার্দিক পান্ডিয়া। ১৬১ রানে ৫ উইকেট হারাল ভারত।
07:38 PM (IST) Jan 12
কে এল রাহুল ও হার্দিক পান্ডিয়ার দুর্দান্ত পার্টনারশিপের ফলে জয়ের লক্ষ্যে ভালোভাবেই এগিয়ে চলেছে ভারত।
07:20 PM (IST) Jan 12
২৬ ওভারের শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ১২৬। হার্দিক পান্ডিয়া ২০, কে এল রাহুল ২৫ রানে অপরাজিত।
06:56 PM (IST) Jan 12
২০ ওভারের শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ১০১। হার্দিক পান্ডিয়া ৭ এবং কে এল রাহুল ১৪ রানে অপরাজিত।
06:37 PM (IST) Jan 12
২৮ রান করে আউট শ্রেয়াস আইয়ার। ৮৬ রানে ৪ উইকেট হারাল ভারত।
06:09 PM (IST) Jan 12
৪ রান করে আউট বিরাট কোহলি। ৬২ রানে ৩ উইকেট হারাল ভারত।
05:47 PM (IST) Jan 12
ভারতের দুই ওপেনারই আউট হয়ে গেলেন। ২১ রান করে আউট শুবমান গিল।
05:43 PM (IST) Jan 12
১৭ রান করে আউট হয়ে গেলেন রোহিত শর্মা। ৩৩ রানে প্রথম উইকেট হারাল ভারত।
05:40 PM (IST) Jan 12
ইডেনে ভালো ব্যাটিং করছেন রোহিত শর্মা ও শুবমান গিল। রান তাড়া করতে নেমে স্বস্তিতে ভারত।
05:19 PM (IST) Jan 12
ইডেনে বরাবরই ভালো খেলেন রোহিত শর্মা। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচেও ভালো খেলে দলকে জেতানোই রোহিতের লক্ষ্য।
04:57 PM (IST) Jan 12
দেশজুড়ে পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দর জন্মদিবস। ইডেনে সিএবি-র পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হল স্বামীজিকে।
04:35 PM (IST) Jan 12
ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ২১৫ রানে অলআউট শ্রীলঙ্কা।
04:22 PM (IST) Jan 12
নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে চাপে শ্রীলঙ্কা। ৩৭ ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর ৮ উইকেটে ১৯৯।
03:54 PM (IST) Jan 12
ইডেনে দ্বিতীয় ওডিআই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে চাপে শ্রীলঙ্কা। ৩১ ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর ৭ উইকেটে ১৬০।
03:39 PM (IST) Jan 12
ইডেনে ওডিআই ম্যাচে প্রথম উইকেট পেলেন উমরান মালিক। ওয়ানিন্দু হাসারঙ্গাকে আউট করে দিলেন উমরান। ১৫২ রানে ৭ উইকেট হারাল শ্রীলঙ্কা।
03:27 PM (IST) Jan 12
ইডেনে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই ম্যাচে ৩ উইকেট নিলেন কুলদীপ যাদব। তাঁর তৃতীয় শিকার চরিত আসালাঙ্কা।
03:22 PM (IST) Jan 12
২ রান করেই কুলদীপ যাদবের বলে বোল্ড হয়ে গেলেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা। ৫ উইকেট হারাল শ্রীলঙ্কা।
03:14 PM (IST) Jan 12
ইডেন গার্ডেন্সে জীবনের প্রথম ওডিআই ম্যাচ খেলতে নেমে অর্ধশতরনা করলেন নুয়ানিন্দু ফার্নান্ডো। রান আউট হয়ে গেলেন এই তরুণ ব্যাটার।
03:00 PM (IST) Jan 12
নিজের প্রথম ওভারে কুশল মেন্ডিসকে এলবিডব্লু করে দিলেন কুলদীপ যাদব। পরের ওভারে বল করতে এসেই ধনঞ্জয় ডি সিলভাকে বোল্ড করে দিলেন অক্ষর প্যাটেল। ১০৩ রানে ৩ উইকেট হারিয়ে ফেলল শ্রীলঙ্কা।
02:45 PM (IST) Jan 12
ইডেনে শুরুটা মন্থর গতিতে করলেও, ম্যাচ যত গড়াচ্ছে ভালো ব্যাটিং করছে শ্রীলঙ্কা। অভিষেক ম্যাচে ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন নুয়ানিন্দু ফার্নান্ডো।
02:23 PM (IST) Jan 12
ইডেন গার্ডেন্সে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচে ১১ ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর ১ উইকেটে ৫৮।
01:59 PM (IST) Jan 12
২০ রান করে মহম্মদ সিরাজের বলে বোল্ড আবিষ্কা ফার্নান্ডো। ৬ ওভারের শেষে শ্রীলঙ্কার স্কোর ১ উইকেটে ২৯।
01:44 PM (IST) Jan 12
ইডেনে ভালো বোলিং করছেন মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ। মন্থর ব্যাটিং করছে শ্রীলঙ্কা।
01:31 PM (IST) Jan 12
কাঁধের চোটের জন্য ইডেনে খেলতে পারছেন না পথুম নিশাঙ্ক। বাদ পড়েছেন দিলশান মদুশনাকা। ইডেনে অভিষেক হচ্ছে নুয়ানিন্দো ফার্নান্ডোর। দলে ফিরেছেন লাহিড়ু কুমারা। শ্রীলঙ্কা দলে আছেন- কুশল মেন্ডিস, আবিষ্কা ফার্নান্ডো, চরিত আসালাঙ্কা, ধনঞ্জয় ডি সিলভা, নুয়ানিন্দো ফার্নান্ডো, দাসুন শনাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারঙ্গা, চামিকা করুণারত্নে, দুনিথ ওয়েল্লালাগে, লাহিড়ু কুমারা ও কাসুন রঞ্জিতা।
01:20 PM (IST) Jan 12
ইডেনে ভারতের হয়ে খেলছেন- রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কে এল রাহুল, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), অক্ষর প্যাটেল, মহম্মদ শামি, কুলদীপ যাদব, উমরান মালিক ও মহম্মদ সিরাজ।
01:08 PM (IST) Jan 12
ইডেনে ভারতীয় দলে নেই যুজবেন্দ্র চাহাল। তাঁর পরিবর্তে খেলছেন কুলদীপ যাদব।