তিরুঅনন্তপুরমের গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওডিআই ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। এই সিরিজের প্রথম ২ ম্যাচ জিতে ইতিমধ্যেই সিরিজ পকেটে পুরে নিয়েছেন রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়ারা। ফলে তৃতীয় ম্যাচের খুব একটা গুরুত্ব নেই। তবে জয়ের লক্ষ্যেই খেলতে নামবে ভারতীয় দল। এই ম্যাচে ভারতীয় দলে একাধিক বদল হতে পারে। তবে ঈশান কিষান ও শুবমান গিলের সুযোগ পাবেন কি না সেটা ম্যাচের আগে স্পষ্ট নয়। ওপেনার হিসেবে রোহিতের সঙ্গে খেলতে পারেন শুবমান গিলই। বোলিং বিভাগে বদলের সম্ভাবনা কম।
07:44 PM (IST) Jan 15
তৃতীয় ওডিআই ম্যাচে ৩১৭ রানে জয় পেল ভারত। সিরিজ ৩-০।
07:20 PM (IST) Jan 15
শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচে ভারতের জয় সময়ের অপেক্ষা।
07:10 PM (IST) Jan 15
অসাধারণ বলে দাসুন শনাকাকে বোল্ড করে দিলেন কুলদীপ যাদব। ৫০ রানে ৭ উইকেট হারাল শ্রীলঙ্কা।
06:54 PM (IST) Jan 15
রান আউট চামিকা করুণারত্নে। ৩৯ রানে ৬ উইকেট হারাল শ্রীলঙ্কা।
06:43 PM (IST) Jan 15
শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪ উইকেট নিলেন মহম্মদ সিরাজ। ৩৭ রানে ৫ উইকেট হারাল শ্রীলঙ্কা।
06:31 PM (IST) Jan 15
শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩ উইকেট মহম্মদ সিরাজের। ৩৫ রানে ৪ উইকেট হারাল শ্রীলঙ্কা।
06:26 PM (IST) Jan 15
১ রান করেই আউট চরিত আসালাঙ্কা। ৩১ রানে ৩ উইকেট হারাল শ্রীলঙ্কা।
06:16 PM (IST) Jan 15
৪ রান করে আউট কুশল মেন্ডিস। ফের উইকেট নিলেন মহম্মদ সিরাজ। ২২ রানে ২ উইকেট হারাল শ্রীলঙ্কা।
06:06 PM (IST) Jan 15
১ রান করে মহম্মদ সিরাজের বলে আউট আবিষ্কা ফার্নান্ডো। প্রথম উইকেট হারাল শ্রীলঙ্কা।
05:48 PM (IST) Jan 15
শ্রীলঙ্কাকে হারিয়ে ওডিআই সিরিজ ৩-০ ফলে জেতার পথে ভারতীয় দল। বিশাল অঘটন ছাড়া এই ম্যাচে ভারতের জয় নিশ্চিত।
05:27 PM (IST) Jan 15
শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচে ৫ উইকেটে ৩৯০ রান করল ভারত। ১৬৬ রান করে অপরাজিত ভারত।
05:21 PM (IST) Jan 15
তিরুঅনন্তপুরমে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওডিআই ম্যাচে মাত্র ৪ রান করেই আউট সূর্যকুমার যাদব।
05:16 PM (IST) Jan 15
৭ রান করে আউট হয়ে গেলেন সূর্যকুমার যাদব। ক্রিজে সূর্যকুমার যাদব।
05:01 PM (IST) Jan 15
শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচে ৩৮ রান করে আউট শ্রেয়াস আইয়ার।
04:58 PM (IST) Jan 15
তিরুঅনন্তপুরমে শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচে বিশাল স্কোর ভারতের।
04:47 PM (IST) Jan 15
শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম ওডিআই ম্যাচের পর তৃতীয় ম্যাচেও শতরান করলেন বিরাট কোহলি।
04:41 PM (IST) Jan 15
বাউন্ডারি বাঁচাতে গিয়ে পরস্পরের সঙ্গে সংঘর্ষ, আহত জেফ্রি বন্দরসে ও আশেন বন্দরা। তাঁদের স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হল।
04:30 PM (IST) Jan 15
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচে শতরান করেছিলেন। তৃতীয় ম্যাচেও শতরান করতে চলেছেন বিরাট কোহলি।
04:03 PM (IST) Jan 15
শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচে ৯৭ বলে ১১৬ রান করে আউট হয়ে গেলেন শুবমান গিল।
03:43 PM (IST) Jan 15
তিরুঅনন্তপুরমে ওপেন করতে নেমে শতরান শুবমান গিল। দুর্দান্ত ব্যাটিং করছেন বিরাট কোহলিও।
03:24 PM (IST) Jan 15
বিরাট কোহলি ও শুবমান গিলের অসাধারণ ব্যাটিংয়ের সুবাদে বড় স্কোরের পথে ভারতীয় দল।
02:54 PM (IST) Jan 15
শ্রীলঙ্কার বিরুদ্ধে ফের অর্ধশতরান শুবমান গিলের। তিরুঅনন্তপুরমে ৫২ বলে ৫০ রান করলেন ভারতের ওপেনার।
02:37 PM (IST) Jan 15
শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচে ৪২ রান করে আউট রোহিত শর্মা।
02:14 PM (IST) Jan 15
শুবমান গিল ৩৫ ও রোহিত শর্মা ৩৬ রানে অপরাজিত। ১০ ওভারের শেষে ভারতের স্কোর বিনা উইকেটে ৭৫।
02:00 PM (IST) Jan 15
ষষ্ঠ ওভারে লাহিড়ু কুমারার বলে পরপর ৪টি বাউন্ডারি মারলেন শুবমান গিল। এই ওভারে উঠল ২৩ রান।
01:52 PM (IST) Jan 15
শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওডিআই ম্যাচে ৫ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর বিনা উইকেটে ১৯।
01:30 PM (IST) Jan 15
তিরুঅনন্তপুরমের গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ভারতের হয়ে ব্যাটিং করছেন রোহিত শর্মা ও শুবমান গিল।
01:10 PM (IST) Jan 15
শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচে ভারতীয় দলে আছেন রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কে এল রাহুল, সূর্যকুমার যাদব, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ।
01:08 PM (IST) Jan 15
শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচে বিশ্রাম দেওয়া হল হার্দিক পান্ডিয়া ও উমরান মালিককে। তাঁদের বদলে দলে এসেছেন ওয়াশিংটন সুন্দর ও সূর্যকুমার যাদব।
01:02 PM (IST) Jan 15
তিরুঅনন্তপুরমের গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিং করছে ভারত।
12:35 PM (IST) Jan 15
ভারতীয় দল আগেই সিরিজ জিতে নিয়েছে। সেই কারণে তৃতীয় ওডিআই ম্যাচে ভারতীয় দলে বদল হতে পারে।
12:25 PM (IST) Jan 15
শ্রীলঙ্কাকে ওডিআই সিরিজে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে তিরুঅনন্তপুরমের গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে খেলতে নামছে ভারত।