শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে জয় পাওয়ার পর দ্বিতীয় টি-২০ ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করছে ভারতীয় দল। এই ম্যাচে ভারতীয় দলে একাধিক বদল হয়েছে। চোট পাওয়া সঞ্জু স্যামসনের বদলে দলে এসেছেন রাহুল ত্রিপাঠি। হর্ষল প্যাটেলের বদলে খেলছেন আর্শদীপ সিং। গত ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় শিবম মাভির। ৪ উইকেট নেন এই পেসার। তিনি দ্বিতীয় ম্যাচেও ভারতীয় দলের ভরসা। ওপেনার শুবমান গিল ও ঈশান কিষান কেমন পারফরম্যান্স দেখান, সেদিকে ভারতীয় শিবিরের নজর রয়েছে। এই ম্যাচ জিতলেই সিরিজ দখল করবে ভারত। ফলে জয় ছাড়া কিছু ভাবছেন না হার্দিক পান্ডিয়ারা।
10:44 PM (IST) Jan 05
সূর্যকুমার যাদব, অক্ষর প্যাটেলের লড়াই ব্যর্থ। ১৬ রানে দ্বিতীয় ম্যাচ জিতে টি-২০ সিরিজে সমতা ফেরাল শ্রীলঙ্কা।
10:38 PM (IST) Jan 05
শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ জয়ের জন্য শেষ ওভারে ভারতের দরকার ২১ রান।
10:20 PM (IST) Jan 05
৩৬ বলে ৫১ রান করে আউট হয়ে গেলেন সূর্যকুমার যাদব। ৬ উইকেট হারাল ভারত।
10:16 PM (IST) Jan 05
৩৩ বলে ৫০ রান করলেন টি-২০ র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা সূর্যকুমার যাদব। জয়ের আশায় ভারতীয় দল।
10:13 PM (IST) Jan 05
শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে ২০ বলে ৫০ রান করলেন অক্ষর প্যাটেল। তিনি সূর্যকুমার যাদবের সঙ্গে মিলে ভারতীয় দলকে লড়াইয়ে রেখেছেন।
10:07 PM (IST) Jan 05
১৪-তম ওভারে ওয়ানিন্দু হাসারঙ্গার প্রথম তিন বলে ওভার-বাউন্ডারি মারলেন অক্ষর প্যাটেল। এই ওভারের পঞ্চম বলে ওভার-বাউন্ডারি মারলেন সূর্যকুমার যাদব। এই ওভারে হল ২৬ রান।
10:00 PM (IST) Jan 05
আস্কিং রেট ক্রমশঃ বেড়ে চলেছে। সূর্যকুমার যাদব ও অক্ষর প্যাটেল লড়াই চালালেও, শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে ভারতের জয়ের আশা কমছে।
09:45 PM (IST) Jan 05
শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে ৯ রান করে আউট হয়ে গেলেন দীপক হুডা। ৫৭ রান ৫ উইকেট হারাল ভারত।
09:23 PM (IST) Jan 05
শ্রীলঙ্কার বিরুদ্ধে বড় টার্গেট তাড়া করতে নেমে ৩৪ রানে ৪ উইকেট হারিয়ে চাপে ভারতীয় দল। ১২ রান করে আউট হয়ে গেলেন হার্দিক পান্ডিয়া।
09:11 PM (IST) Jan 05
শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচের মতোই দ্বিতীয় ম্যাচে ব্যর্থ ওপেনার শুবমান গিল। এদিন তিনি করলেন ৫ রান। ২৮ রানে ৩ উইকেট হারিয়ে চাপে ভারত।
09:02 PM (IST) Jan 05
২ রান করে কাসুন রঞ্জিতার বলে বোল্ড হয়ে গেলেন ঈশান কিষান। দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট হারাল ভারত।
08:45 PM (IST) Jan 05
ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ২০৬ রান করল শ্রীলঙ্কা। ২২ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা।
08:35 PM (IST) Jan 05
শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে দলে ছিলেন না। দ্বিতীয় ম্যাচে খেলার সুযোগ পেলেও, মোটেই ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না বাঁ হাতি পেসার আর্শদীপ সিং। তিনি প্রচুর রান দিচ্ছেন, নো বল করছেন।
08:26 PM (IST) Jan 05
পুণেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে ৩ উইকেট নিলেন উমরান মালিক। পরপর ২ বলে চরিত আসালাঙ্কা ও ওয়ানিন্দু হাসারঙ্গকে আউট করে দেন উমরান। তাঁর সামনে হ্যাটট্রিক করার সুযোগ ছিল। তবে তিনি হ্যাটট্রিক করতে পারলেন না।
07:59 PM (IST) Jan 05
বাউন্ডারি লাইনে অসাধারণ ক্যাচ নিলেন রাহুল ত্রিপাঠি। ৩৩ রান করে অক্ষর প্যাটেলের বলে আউট হয়ে গেলেন পথুম নিশাঙ্ক।
07:45 PM (IST) Jan 05
ঝোড়ো অর্ধশতরান করা কুশল মেন্ডিসকে ফিরিয়ে দিলেন যুজবেন্দ্র চাহাল। এরপর ভানুকা রাজাপক্ষকে আউট করে দিলেন উমরান মালিক। পরপর ২ উইকেট হারিয়ে চাপে শ্রীলঙ্কা।
07:41 PM (IST) Jan 05
ভারতের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে অর্ধশতরান করলেন কুশল মেন্ডিস। তিনি ৩১ বলে ৫২ রান করে যুজবেন্দ্র চাহালের বলে এলবিডব্লু হয়ে গেলেন।
07:23 PM (IST) Jan 05
শ্লীলঙ্কার ওপেনার কুশল মেন্ডিস ঝোড়ো ব্যাটিং করছেন। ফলে দ্বিতীয় টি-২০ ম্যাচের শুরুতেই চাপে পড়ে গিয়েছে ভারতীয় দল।