ভারত-শ্রীলঙ্কা টি-২০ সিরিজের প্রথম দুই ম্যাচের পর ফল ১-১। প্রথম ম্যাচে ভারতীয় দল ২ রানে জয় পায়। এরপর দ্বিতীয় ম্যাচে ১৬ রানে জয় পায় শ্রীলঙ্কা। এবার রাজকোটে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ। এই ম্যাচে যে দল জয় পাবে তারাই সিরিজ দখল করবে। রাজকোটের পিচ ব্যাটারদের সাহায্য করে। ফলে এই ম্যাচেও প্রচুর রান উঠবে বলে আশা করা হচ্ছে। দ্বিতীয় ম্যাচে ভারতের বোলাররা অনেক অতিরিক্ত রান দিয়েছিলেন। তৃতীয় ম্যাচে সেই ভুল করলে চলবে না। ভারতীয় টিম ম্যানেজমেন্ট এ বিষয়ে সতর্ক। আর্শদীপ সিং, শিবম মাভি, উমরান মালিকদের পারফরম্যান্সের উপর নজর রাখা হচ্ছে। গত ম্যাচে ভারতের টপ অর্ডার ব্যর্থ হয়েছিল। ওপেনার শুবমান গিল এই সিরিজে এখনও পর্যন্ত বড় রান পাননি। তিনি রাজকোটে বড় রানের লক্ষ্যে খেলতে নামছেন।
10:13 PM (IST) Jan 07
তৃতীয় টি-২০ ম্যাচে শ্রীলঙ্কাকে ৯১ রানে হারিয়ে ২-১ ফলে সিরিজ জিতল ভারত।
10:05 PM (IST) Jan 07
১২৭ রানে ৮ উইকেট হারাল শ্রীলঙ্কা। ম্যাচ ও সিরিজ জয়ের পথে ভারত।
10:00 PM (IST) Jan 07
শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচ জয়ের পথে ভারত। সপ্তম উইকেট হারিয়ে বসেছে শ্রীলঙ্কা।
09:57 PM (IST) Jan 07
শ্রীলঙ্কাকে সহজেই হারিয়ে তৃতীয় টি-২০ ম্যাচ ও সিরিজ জয়ের পথে ভারতীয় দল।
09:21 PM (IST) Jan 07
৫১ রানে ৩ উইকেট হারাল শ্রীলঙ্কা। ১ রান করে আউট আবিষ্কা ফার্নান্ডো।
09:18 PM (IST) Jan 07
পথুম নিশাঙ্ককে ফিরিয়ে দিলেন আর্শদীপ সিং। দ্বিতীয় উইকেট হারাল শ্রীলঙ্কা।
09:14 PM (IST) Jan 07
১৫ বলে ২৩ রান করে অক্ষর প্যাটেলের বলে উমরান মালিকের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন কুশল মেন্ডিস। প্রথম উইকেট হারাল শ্রীলঙ্কা।
09:01 PM (IST) Jan 07
শ্রীলঙ্কার বিরুদ্ধে গত ম্যাচে ৫টি নো-বল করেছিলেন। তৃতীয় ম্যাচে নিজের প্রথম ওভারেই ৩ ওয়াইড বল-সহ ১১ রান দিলেন আর্শদীপ সিং।
08:36 PM (IST) Jan 07
সূর্যকুমার যাদবের অপরাজিত ১১২ রানের সুবাদে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে ৫ উইকেটে ২২৮ রান করল ভারত।
08:27 PM (IST) Jan 07
শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে ৪৫ বলে ১০০ রান করলেন সূর্যকুমার যাদব। ২০০ পেরিয়ে গেল ভারতের স্কোর।
08:21 PM (IST) Jan 07
৪ রান করে আউট দীপক হুডা। ৫ উইকেট হারাল ভারত।
08:16 PM (IST) Jan 07
মাত্র ৪ রান করেই আউট হয়ে গেলেন হার্দিক পান্ডিয়া। চতুর্থ উইকেট হারাল ভারতীয় দল।
08:10 PM (IST) Jan 07
৪৬ রান করে আউট হয়ে গেলেন শুবমান গিল। তৃতীয় উইকেট হারাল ভারত।
08:01 PM (IST) Jan 07
শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে দুরন্ত অর্ধশতরান করলেন সূর্যকুমার যাদব। ভালো ব্যাটিং করছেন শুবমান গিলও। বড় স্কোরের লক্ষ্যে ভারত।
07:45 PM (IST) Jan 07
১০ ওভারের শেষে ভারতীয় দলের স্কোর ২ উইকেটে ৯২। শুবমান গিল ২৮ ও সূর্যকুমার যাদব ২৫ রানে অপরাজিত।
07:30 PM (IST) Jan 07
১৬ বলে ৩৫ রান করে আউট রাহুল ত্রিপাঠি। তাঁর ইনিংসে ছিল পাঁচটি বাউন্ডারি ও জোড়া ওভার-বাউন্ডারি।
07:06 PM (IST) Jan 07
শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচের চতুর্থ বলেই প্রথম উইকেট হারাল ভারত। ২ বলে ১ রান করে আউট ঈশান কিষান।
06:57 PM (IST) Jan 07
ভারতের বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ টি-২০ ম্যাচে শ্রীলঙ্কা দলে একটি বদল করা হল। ভানুকা রাজাপক্ষের বদলে দলে এসেছেন আবিষ্কা ফার্নান্ডো। শ্রীলঙ্কা দল- পথুম নিশাঙ্ক, কুশল মেন্ডিস, আবিষ্কা ফার্নান্ডো, ধনঞ্জয় ডি সিলভা, চরিত আসালাঙ্কা, দাসুন শনাকা, ওয়ানিন্দু হাসারঙ্গা, চামিকা করুণারত্নে, মাহিশ থিকসানা, কাসুন রঞ্জিতা ও দিলশান মদুশনাকা।
06:40 PM (IST) Jan 07
শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে ভারতীয় দল- ঈশান কিষান, শুবমান গিল, সূর্যকুমার যাদব, রাহুল ত্রিপাঠি, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), দীপক হুডা, অক্ষর প্যাটেল, শিবম মাভি, উমরান মালিক, আর্শদীপ সিং ও যুজবেন্দ্র চাহাল।
06:32 PM (IST) Jan 07
শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত ভারতের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার।
06:21 PM (IST) Jan 07
শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা শেষ টি-২০ ম্যাচে ভারতীয় দলে বদল হওয়ার সম্ভাবনা কম।