ইন্দোর টেস্ট ম্যাচে দ্বিতীয় ইনিংসে ১৬৩ রানে অলআউট ভারত । জিততে অস্ট্রেলিয়ার দরকার ৭৬ রান, ৭৫ রান নিয়েও লড়াই করবে ভারত বললেন উমেশ যাদব ।
'দলের জন্য যত বেশি সম্ভব উইকেট নেওয়াই আমার লক্ষ্য ছিল। সেটাই করেছি। উইকেটে বল রেখেছি, তার ফলে সাফল্য পেয়েছি। আমি দ্বিতীয় ইনিংসে রান করতে চেয়েছিলাম। উইকেটে পড়ে থাকার বদলে রান করাই আমার লক্ষ্য ছিল। ২০ বল খেলে রান না করার চেয়ে বড় শট খেলে রান করা ভালো। সেই কারণে ক্রিজে গিয়ে শট খেলি। ক্রিকেটে কিছুই বলা যায় না। এই উইকেটে ব্যাটিং করা সহজ নয়। আমরা যত তাড়াতাড়ি সম্ভব উইকেট নেওয়ার চেষ্টা করব। ওদের সহজে রান করার সুযোগ দিলে চলবে না। এই উইকেটে ৭৫ রান খারাপ না। আমরা ইতিবাচক মানসিকতা নিয়েই খেলতে নামব,' ইন্দোর টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শেষে বললেন ভারতের পেসার উমেশ যাদব।