আমরা লড়াই করার জন্য তৈরিও ছিলাম। একটা সেশনের মধ্যেই অস্ট্রেলিয়াকে অলআউট করে দেব ভাবতে পারিনি জানালেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা |
'নাগপুরের পিচ দেখে অবাক হয়েছি। আমরা ভেবেছিলাম লড়াই করতে হবে। আমরা লড়াই করার জন্য তৈরিও ছিলাম। একটা সেশনের মধ্যেই অস্ট্রেলিয়াকে অলআউট করে দেব ভাবতে পারিনি। কিন্তু পিচে খুব একটা বাউন্স ছিল না। বল নিচু হচ্ছিল। এরকম পিচ হবে ভাবিনি। অস্ট্রেলিয়া ভালো দল। ওরা টেস্ট ক্রিকেট খেলতে ভালোবাসে। ওরা দেশের হয়ে খেলার জন্য গর্ব অনুভব করে। তবে আমাদের দলের সবচেয়ে ভালো দিক হল, অতীতে কী হয়েছে সেটা নিয়ে কেউই ভাবে না। আমরা জানি অস্ট্রেলিয়া এই সিরিজে ফিরে আসার চেষ্টা করবে। তবে আমরাও তৈরি। অধিনায়ক হিসেবে দলের ভালো পারফরম্যান্স ধরে রাখাই আমার লক্ষ্য।