IND vs NZ: ফাইনালের আগে অনুশীলনে চোট পেলেন কোহলি, কী আপডেট রয়েছে দুবাই থেকে?

Published : Mar 08, 2025, 11:58 PM IST
IND vs NZ: ফাইনালের আগে অনুশীলনে চোট পেলেন কোহলি, কী আপডেট রয়েছে দুবাই থেকে?

সংক্ষিপ্ত

অনুশীলনের সময় বিরাট কোহলির হাঁটুতে চোট লেগেছে বলে খবর।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। মাত্র এক বছরের মধ্যে দ্বিতীয় আইসিসি শিরোপা জিততে মরিয়া রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। গোটা দল এখনো পর্যন্ত দারুণ পারফর্ম করেছে। সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারানোর আগে বাংলাদেশ, পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধেও জিতেছেন।

তবে ম্যাচের আগে বড় ধরনের চোটের আশঙ্কায় রয়েছে ভারত। অনুশীলনের সময় তারকা ব্যাটার বিরাট কোহলির হাঁটুতে চোট লেগেছে বলে খবর। জিও টিভি জানিয়েছে, একজন ফাস্ট বোলারের বল কোহলির হাঁটুতে এসে লাগে। সঙ্গে সঙ্গেই তিনি অনুশীলন বন্ধ করে দেন এবং ফিজিও তাঁকে পরীক্ষা করা শুরু করেন। প্রাথমিক পরীক্ষার পর, আহত স্থানে ব্যান্ডেজও করা হয় বলে জানা যাচ্ছে। এরপর কোহলি ব্যাট না করলেও ভারতীয় এক কোচিং স্টাফ জানিয়েছেন, চোট গুরুতর নয় এবং কোহলি ফাইনালে খেলতে নামবেন।

 

অন্যদিকে, বিরাট কোহলির ছোটবেলার কোচ রাজকুমার শর্মা জানিয়েছেন, “এটা একটা বড় ম্যাচ। টুর্নামেন্টে ভারত যেভাবে খেলছে, তাতে আমি আশা করি তারাই জিতবে। ভারত এখন পর্যন্ত সবকটি ম্যাচই জিতেছে। প্রত্যেক ক্রিকেটার তাদের অবদান রাখছেন। তাই এই দল জিতবে বলেই আমি আত্মবিশ্বাসী।"

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

IND vs NZ 2nd T20: টসে জিতে বল করার সিদ্ধান্ত নিল ভারত, প্রথম একাদশে সুযোগ পেলেন কারা?
Ranji Trophy 2026: সার্ভিসেসের বিরুদ্ধে চালকের আসনে বাংলা, দ্বিতীয় দিনের শেষে এগিয়ে ৩৯৩ রানে