ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে বার্বাডোজে পৌঁছে যান ভারতীয় ক্রিকেটাররা। সেখানে স্থানীয় ক্রিকেটপ্রেমীদের অটোগ্রাফের আবদারও মেটান বিরাট কোহলি, রোহিত শর্মারা।
ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে বার্বাডোজে পৌঁছে যান ভারতীয় ক্রিকেটাররা। সেখানে অনুশীলনের পাশাপাশি নিজেদের মধ্যে ২ দিনের প্রস্তুতি ম্যাচেরও ব্যবস্থা করা হয়। ভারতীয় দলের অনুশীলনে কয়েকজন স্থানীয় ক্রিকেটার রয়েছেন। তাঁদের সঙ্গে আলাদা করে কথা বলেন রবিচন্দ্রন অশ্বিন, ঈশান কিষান, মহম্মদ সিরাজরা। তাঁরা ছবিও তোলেন। স্থানীয় ক্রিকেটপ্রেমীদের অটোগ্রাফের আবদারও মেটান বিরাট কোহলি, রোহিত শর্মারা। ভারতীয় ক্রিকেটারদের আচরণে মুগ্ধ স্থানীয়রা ।