ঘরোয়া ক্রিকেটে ফিরছেন হার্দিক, আইপিএল নিলামের আগেই বরোদার হয়ে খেলতে নামবেন তিনি

ঘরোয়া ক্রিকেটে ফিরছেন তিনি। 

আইপিএল মেগা নিলামের আগেই টি-২০ ক্রিকেট ম্যাচে খেলবেন তিনি। সৈয়দ মুস্তাক আলি টি-২০ প্রতিযোগিতায় বরোদার হয়ে খেলতে দেখা যাবে এই তারকা অলরাউন্ডারকে।

এমনিতে, টেস্ট দলে তিনি দীর্ঘদিন ধরেই সুযোগ পান না। ফলে, অস্ট্রেলিয়া সফরে সিনিয়র ক্রিকেটাররা যখন ব্যস্ত থাকবেন তখন হার্দিক নামবেন সাদা বলের ক্রিকেট খেলতে।

Latest Videos

উল্লেখ্য, চারটি টি-২০ ম্যাচ খেলে সবে দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেছেন হার্দিক। তবে নিজেকে তিনি ফিট রাখতে চাইছেন। আর সেই লক্ষ্যেই বসে থাকতে চাইছেন না তিনি। অতএব সৈয়দ মুস্তাক আলীতে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। শেষবার গত ২০১৬ সালে, এই প্রতিযোগিতায় খেলেছিলেন তিনি।

তারপরে ভারতের হয়ে নিয়মিত খেলার কারণে, আর সুযোগ পাননি। অপরদিকে, তাঁর ভাই ক্রুণাল রাজ্য দলের হয়ে লাল বলের ক্রিকেটে মরশুমের শুরু থেকেই খেলছেন। এমনকি, রঞ্জি ট্রফির প্রথম পর্বে তাঁর অধিনায়কত্বে পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতেই জিতেছে বরোদা। শুধু তাই নয়, মুম্বইকেও হারিয়ে দিয়েছে তারা।

সাতটি ইনিংস মিলিয়ে মোট ৩৬৭ রান করেছেন ক্রুণাল। যার মধ্যে একটি শতরান এবং তিনটি অর্ধশতরানও রয়েছে। এর আগে আবার কর্ণাটক রাজ্য সংস্থার হয়ে একটি প্রতিযোগিতার ফাইনালে সেঞ্চুরি করে দলকে ট্রফি জেতান ক্রুণাল।

এবার আবারও দুই ভাই মিলে নামবেন মাঠে। কারণ, আইপিএল মেগা নিলামের আগেই টি-২০ ক্রিকেট ম্যাচে খেলতে নামবেন তিনি। সৈয়দ মুস্তাক আলি টি-২০ প্রতিযোগিতায় বরোদার হয়ে খেলতে দেখা যাবে ভারতের এই তারকা অলরাউন্ডারকে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

'৩০ সেকেন্ডে যাদবপুর দখল করছিল মদন, এখন নিজের এলাকা দখল হয়ে যাচ্ছে', চরম কটাক্ষ অর্জুন সিংয়ের
IND vs NZ Final : দুবাইয়ের ফাইনালে ভারত-নিউজিল্যান্ড : শিরোপা জয়ের লড়াইয়ে দুই দল | CT 2025 Final
'তৃণমূলের উত্থান Kolkata থেকে, পচনও শুরু কলকাতা থেকেই' অধীর চৌধুরীর কটাক্ষ | Adhir Chowdhury | TMC
যাদবপুরে নৈরাজ্য! ব্রাত্যদের গ্রেফতারির দাবী জানিয়ে শুভেন্দুদের ধিক্কার মিছিল | Suvendu Adhikari
'ম্যায় হু না' দিল্লির মহিলাদের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা | Rekha Gupta Delhi CM