মীরপুরে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট, ২২৭ রানে অলআউট বাংলাদেশ, ২৫ রানে ৪ উইকেট উমেশ যাদবের | 'ধৈর্য ধরে বল করে গিয়েছি, তাতেই সাফল্য' সাংবাদিক সম্মেলনে বললেন উমেশ যাদব ।
মীরপুরে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট | ২২৭ রানে অলআউট বাংলাদেশ , ২৫ রানে ৪ উইকেট উমেশ যাদবের , ৭১ রানে ৪ উইকেট রবিচন্দ্রন অশ্বীনের , ৫০ রানে ২ উইকেট জয়দেব উনাদকটের | প্রথম দিনের খেলার শেষে সাংবাদিক সম্মেলনে উমেশ , তিনি বললেন ‘ধৈর্য ধরে বল করে গিয়েছি, তাতেই সাফল্য’ । এর পাশাপাশি বাংলাদেশের ব্যাটারদের ভূয়সী প্রশংসা করলেন উমেশ ।