IPL Final 2023: এদিনের মতো স্থগিত আইপিএল ফাইনাল, সোমবার বৃষ্টি না হলে হবে খেলা

সংক্ষিপ্ত

আইপিএল ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানসের মুখোমুখি হয়েছে চেন্নাই সুপার কিংস। পঞ্চমবার খেতাব জয়ের লক্ষ্যে মহেন্দ্র সিং ধোনির দল। অন্যদিকে, পরপর ২ বার খেতাব জিততে মরিয়া হার্দিক পান্ডিয়ারা। ঘরের মাঠে খেলার সুবিধা পাচ্ছে গতবারের চ্যাম্পিয়নরা।

10:59 PM (IST) May 28

সোমবার বৃষ্টি না হলে শুরু হবে আইপিএল ফাইনাল

এদিন আর শুরু করা গেল না আইপিএল ফাইনাল। সোমবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সোমবার ম্যাচ শুরু করার চেষ্টা চালানো হবে।

10:42 PM (IST) May 28

আমেদাবাদে এখনও চলছে বৃষ্টি, সোমবারই হয়তো হবে আইপিএল ফাইনাল

আমেদাবাদে বৃষ্টি থামছে না। ফলে এদিন আর আইপিএল ফাইনাল শুরু হওয়ার আশা কার্যত নেই।

10:29 PM (IST) May 28

এদিন আইপিএল ফাইনাল শুরু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না

রাত সাড়ে ১০টাতেও আইপিএল ফাইনাল শুরু হওয়ার কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না।

09:57 PM (IST) May 28

নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মহেন্দ্র সিং ধোনির সমর্থকদের ঢল

আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস ওএ মহেন্দ্র সিং ধোনির সমর্থকদের উপস্থিতি উল্লেখযোগ্য। গ্যালারিতে হলুদ জার্সি পরা দর্শকের সংখ্যাই বেশি।

09:37 PM (IST) May 28

আমেদাবাদে ফের বৃষ্টি হচ্ছে, ম্যাচ শুরু করার আশা কমছে

রাত ৯টা বেজে ৩৫ মিনিট পেরিয়ে যাওয়ার পরেও শুরু করা গেল না আইপিএল ফাইনাল। এখনও বৃষ্টি চলছে। ফলে ম্যাচ শুরু করার আশা দেখা যাচ্ছে না।

09:19 PM (IST) May 28

ম্যাচ শুরু করার প্রস্তুতি চালাচ্ছেন মাঠকর্মীরা

বৃষ্টি থামার পর আইপিএল ফাইনাল শুরু করার প্রস্তুতি চালানো হচ্ছে।

09:04 PM (IST) May 28

আমেদাবাদে বৃষ্টি থেমেছে, আইপিএল ফাইনাল শুরুর আশা

রাত ৯টা বেজে ৩৫ মিনিটের মধ্যে যদি আইপিএল ফাইনাল শুরু করা সম্ভব হয়, তাহলে ওভার সংখ্যা কমানো হবে না।

08:53 PM (IST) May 28

এখনও আইপিএল শুরু হওয়ার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না

আইপিএল ফাইনাল শুরু হওয়ার সম্ভাবনা এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না। অপেক্ষার পালা দীর্ঘতর হচ্ছে।

08:23 PM (IST) May 28

সোমবারও আমেদাবাদে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর

রবিবার কোনওভাবেই আইপিএল ফাইনাল শুরু করা না গেলে সোমবার ম্যাচ হবে। কিন্তু সোমবারও বৃষ্টি হতে পারে।

08:08 PM (IST) May 28

বৃষ্টি থামলে ওভার সংখ্যা কমিয়ে হলেও ম্যাচ শুরু করার চেষ্টা হবে

গভীর রাতেও হতে পারে আইপিএল ফাইনাল। বৃষ্টি থামলেই ম্যাচ শুরু করার চেষ্টা হবে।

07:47 PM (IST) May 28

আমেদাবাদে সামান্য সময়ের জন্য বৃষ্টি থামার পর ফের শুরু

সামান্য সময়ের জন্য বৃষ্টি থামলেও, ফের ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে। ফলে এখনও আইপিএল ফাইনাল শুরুর আশা দেখা যাচ্ছে না।

07:37 PM (IST) May 28

আইপিএল ফাইনালে রিজার্ভ ডে নিয়ে পরস্পর-বিরোধী তথ্য

আইপিএল ফাইনালে রিজার্ভ ডে নিয়ে নানা তথ্য পাওয়া যাচ্ছে। শেষ তথ্য অনুযায়ী, এদিন ম্যাচ সম্ভব না হলে সোমবার খেলা হবে।

07:22 PM (IST) May 28

আইপিএল ফাইনালে রিজার্ভ ডে নেই, বৃষ্টির জন্য ম্যাচ ভেস্তে গেলে যুগ্মজয়ী গুজরাট-চেন্নাই

আইপিএল ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়নি। ফলে বৃষ্টির জন্য যদি ম্যাচ সম্ভব না হয়, তাহলে গুজরাট টাইটানস ও চেন্নাই সুপার কিংসকে যুগ্মজয়ী ঘোষণা করা হবে।

07:06 PM (IST) May 28

বৃষ্টির জন্য আইপিএল ফাইনালে টসে বিলম্ব

সন্ধে ৭টায় টস হওয়ার কথা থাকলেও, বৃষ্টির জন্য এখনও টস করা গেল না।

06:54 PM (IST) May 28

বৃষ্টির জন্য এখনও শুরু করা গেল না আইপিএল-এর সমাপ্তি অনুষ্ঠান

আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বৃষ্টির জন্য আইপিএলব-এর সমাপ্তি অনুষ্ঠানে বিলম্ব হচ্ছে।

06:43 PM (IST) May 28

আইপিএল ফাইনালের আগে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বৃষ্টি

আইপিএল ফাইনাল শুরু হওয়ার ঠিক আগে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বৃষ্টি হচ্ছে। ঢেকে রাখা হয়েছে পিচ।

06:37 PM (IST) May 28

আইপিএল থেকে অবসর ঘোষণা চেন্নাই সুপার কিংসের অম্বাতি রায়াডুর

গুজরাট টাইটানসের বিরুদ্ধে আইপিএল ফাইনাল খেলতে নামার আগেই অবসর ঘোষণা করলেন চেন্নাই সুপার কিংসের অভিজ্ঞ ব্যাটার অম্বাতি রায়াডু।


More Trending News