আইপিএল-এর গুরুত্বপূর্ণ ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স। হেরে গেলেই নীতীশ রানাদের প্লে-অফের যোগ্যতা অর্জন করার আর কোনও আশা থাকবে না। এই ম্যাচ জিতলেই প্লে-অফের যোগ্যতা অর্জন করবে সিএসকে। ফলে দু'দলের কাছেই গুরুত্বপূর্ণ ম্যাচ।
11:09 PM (IST) May 14
চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটে হারিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স। ১৩ ম্যাচে হল ১২ পয়েন্ট।
10:59 PM (IST) May 14
নীতীশ রানা ও রিঙ্কু সিংয়ের অর্ধশতরানের সুবাদে সহজেই চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জয় পেতে চলেছে কলকাতা নাইট রাইডার্স।
10:46 PM (IST) May 14
৩০ বলে ২৮ রান করলেই চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জয় পাবে কলকাতা নাইট রাইডার্স।
10:29 PM (IST) May 14
১০ ওভারের শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ৩ উইকেটে ৬৭। ক্রিজে রিঙ্কু সিং (২৭) ও নীতীশ রানা (১৪)।
10:05 PM (IST) May 14
১২ রান করে দীপক চাহারের তৃতীয় শিকার কলকাতা নাইট রাইডার্সের ওপেনার জেসন রয়। ৩৩ রানে ৩ উইকেট হারাল কেকেআর।
09:53 PM (IST) May 14
৪ বলে ৯ রান করে দীপক চাহারের বলে রবীন্দ্র জাদেজাকে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন ভেঙ্কটেশ আইয়ার। ২১ রানে ২ উইকেট হারাল কলকাতা নাইট রাইডার্স।
09:43 PM (IST) May 14
১ রান করেই দীপক চাহারের বলে তুষার দেশপাণ্ডেকে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন রহমানউল্লাহ গুরবাজ। প্রথম ওভারেই উইকেট হারাল কলকাতা নাইট রাইডার্স।
09:24 PM (IST) May 14
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ১৪৪ রান করল চেন্নাই সুপার কিংস।
08:52 PM (IST) May 14
১৬ ওভারেও ১০০ রান করতে পারল না চেন্নাই সুপার কিংস। ৫ উইকেটে ৯৯ রান করে চাপে সিএসকে। ক্রিজে শিবম দুবে (২৪) ও রবীন্দ্র জাদেজা (৭)।
08:33 PM (IST) May 14
১ রান করে সুনীল নারিনের বলে বোল্ড হয়ে গেলেন মইন আলি। ৭২ রানে ৫ উইকেট হারাল চেন্নাই সুপার কিংস।
08:29 PM (IST) May 14
শার্দুল ঠাকুরের বলে রিঙ্কু সিংকে ক্যাচ দিয়ে ডেভন কনওয়ে (৩০) আউট হয়ে যাওয়ার পর সুনীল নারিনের বলে বোল্ড হয়ে গেলেন অম্বাতি রায়াডু। ৬৮ রানে ৪ উইকেট হারাল চেন্নাই সুপার কিংস।
08:15 PM (IST) May 14
১১ বলে ১৬ রান করে বরুণ চক্রবর্তীর বলে জেসন রয়কে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন অজিঙ্কা রাহানে। ৬১ রানে ২ উইকেট হারাল চেন্নাই সুপার কিংস।
07:50 PM (IST) May 14
১৩ বলে ১৭ রান করে বরুণ চক্রবর্তীর বলে বৈভব অরোরাকে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন চেন্নাই সুপার কিংসের ওপেনার রুতুরাজ গায়কোয়াড়। প্রথম উইকেট পেল কলকাতা নাইট রাইডার্স।
07:29 PM (IST) May 14
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের হয়ে ব্যাটিং ওপেন করতে নেমেছেন ডেভন কনওয়ে ও রুতুরাজ গায়কোয়াড়।
07:14 PM (IST) May 14
চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন- রুতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, অজিঙ্কা রাহানে, অম্বাতি রায়াডু, শিবম দুবে, মইন আলি, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), দীপক চাহার, তুষার দেশপাণ্ডে ও মাহিশ থিকসানা।
07:11 PM (IST) May 14
কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন- রহমানউল্লাহ গুরবাজ, জেসন রয়, নীতীশ রানা (অধিনায়ক), আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, শার্দুল ঠাকুর, সুনীল নারিন, বৈভব অরোরা, হর্ষিত রানা, সূযশ শর্মা ও বরুণ চক্রবর্তী।
07:04 PM (IST) May 14
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।