এবারের আইপিএল-এর উদ্বোধনী ম্যাচে গুজরাট টাইটানসের কাছে হেরে গিয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। অন্যদিকে, প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দিয়েছে লখনউ সুপার জায়ান্টস। সোমবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ধোনিরা। অন্যদিকে, দ্বিতীয় জয়ের লক্ষ্যে কে এল রাহুলরা।
11:34 PM (IST) Apr 03
চেন্নাই সুপার কিংসের ৭ উইকেটে ২১৭ রানের জবাবে ৭ উইকেটে ২০৫ রান করল লখনউ সুপার জায়ান্টস। ১২ রানে জয় পেল সিএসকে।
11:11 PM (IST) Apr 03
১৮ বলে ৩২ রান করে আউট হয়ে গেলেন নিকোলাস পুরাণ। ১৫৬ রানে ৬ উইকেট হারাল লখনউ সুপার জায়ান্টস।
10:55 PM (IST) Apr 03
২১ রান করে আউট হয়ে গেলেন মার্কাস স্টোইনিস। ১৩০ রানে ৫ উইকেট হারাল লখনউ সুপার জায়ান্টস।
10:40 PM (IST) Apr 03
৯ রান করে আউট ক্রুণাল পান্ডিয়া। ১০৫ রানে ৪ উইকেট হারাল লখনউ সুপার জায়ান্টস।
10:26 PM (IST) Apr 03
২০ রান করে আউট লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক কে এল রাহুল। ৮২ রানে তৃতীয় উইকেটের পতন।
10:24 PM (IST) Apr 03
২ রান করেই আউট হয়ে গেলেন দীপক হুডা। ৮২ রানে ২ উইকেট হারাল লখনউ সুপার জায়ান্টস।
10:17 PM (IST) Apr 03
২২ বলে ৫৩ রান করে আউট হয়ে গেলেন কাইল মেয়ার্স। ৭৯ রানে প্রথম উইকেট হারাল লখনউ সুপার জায়ান্টস।
10:15 PM (IST) Apr 03
এবারের আইপিএল-এ প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও দুরন্ত ব্যাটিং করছেন লখনউ সুপার জায়ান্টসের ওপেনার কাইল মেয়ার্স। ২১ বলে অর্ধশতরান করলেন তিনি।
10:01 PM (IST) Apr 03
বড় রান তাড়া করতে নেমে লড়াই চালাচ্ছেন লখনউ সুপার জায়ান্টসের ওপেনার কাইল মেয়ার্স। তাঁর সঙ্গে ভালো ব্যাটিং করছেন অধিনায়ক কে এল রাহুলও।
09:41 PM (IST) Apr 03
লখনউ সুপার জায়ান্টসের হয়ে ওপেন করতে নেমেছেন অধিনায়ক কে এল রাহুল ও কাইল মেয়ার্স।
09:27 PM (IST) Apr 03
এবারের আইপিএল-এ এখনও পর্যন্ত সর্বাধিক স্কোর করল চেন্নাই সুপার কিংস। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ২১৭ রান করল মহেন্দ্র সিং ধোনির দল। ২৭ রান করে অপরাজিত থাকেন অম্বাতি রায়াডু। ধোনি করেন ৩ বলে ১২ রান।
09:00 PM (IST) Apr 03
১৯ রান করে আউট হয়ে গেলেন মইন আলি। ১৬৬ রানে ৪ উইকেট হারাল সিএসকে।
08:48 PM (IST) Apr 03
২৭ রান করে আউট হয়ে গেলেন শিবম দুবে। ১৫০ রানে ৩ উইকেট হারাল চেন্নাই সুপার কিংস।
08:46 PM (IST) Apr 03
৪৭ রান করে আউট হয়ে গেলেন চেন্নাই সুপার কিংসের ওপেনার ডেভন কনওয়ে। দ্বিতীয় উইকেট হারাল সিএসকে।
08:26 PM (IST) Apr 03
৩১ বলে ৫৭ রান করে আউট হয়ে গেলেন রুতুরাজ গায়কোয়াড়। ১১০ রানে প্রথম উইকেট হারাল সিএসকে।
08:18 PM (IST) Apr 03
অর্ধশতরান করলেন চেন্নাই সুপার কিংসের ওপেনার রুতুরাজ গায়কোয়াড়। ভালো ব্যাটিং ডেভন কনওয়েরও। বড় স্কোরের পথে সিএসকে।
08:07 PM (IST) Apr 03
৬ ওভারের শেষে চেন্নাই সুপার কিংসের স্কোর বিনা উইকেটে ৭৯। রুতুরাজ গায়কোয়াড় ৪৬ ও ডেভন কনওয়ে ২৩ রানে অপরাজিত।
08:00 PM (IST) Apr 03
৫ ওভারের শেষে চেন্নাই সুপার কিংসের স্কোর বিনা উইকেটে ৬০। রুতুরাজ গায়কোয়াড় ৪০ ও ডেভন কনওয়ে ১৪ রানে অপরাজিত।
07:42 PM (IST) Apr 03
লখনউ সুপার জায়ান্টসের হয়ে চেন্নাই সুপার কিংসের হয়ে ব্যাটিং ওপেন করছেন রুতুরাজ গায়কোয়াড় ও ডেভন কনওয়ে।
07:27 PM (IST) Apr 03
আইপিএল-এ কয়েক মরসুম পর ঘরের মাঠে খেলছে চেন্নাই সুপার কিংস। গ্যালারি ভর্তি দর্শকদের সামনে খেলছেন মহেন্দ্র সিং ধোনিরা।
07:12 PM (IST) Apr 03
লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলছেন- কে এল রাহুল (অধিনায়ক), কাইল মেয়ার্স, দীপক হুডা, ক্রুণাল পান্ডিয়া, মার্কাস স্টোইনিস, নিকোলাস পুরাণ, কৃষ্ণাপ্পা গৌতম, মার্ক উড, রবি বিষ্ণোই, যশ ঠাকুর ও আবেশ খান।
07:10 PM (IST) Apr 03
চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন- ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কোয়াড়, মইন আলি, বেন স্টোকস, অম্বাতি রায়াডু, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), শিবম দুবে, মিচেল স্যান্টনার, দীপক চাহার ও রাজবর্ধন হাঙ্গারগেকর।
07:03 PM (IST) Apr 03
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক কে এল রাহুল।