বুধবার আইপিএল-এ রাজায়-রাজায় লড়াই। চেন্নাই সুপার কিংসের সামনে রাজস্থান রয়্যালস। চিপকে ৭২ শতাংশ ম্যাচ জিতেছে সিএসকে। ফলে এই মাঠে ধোনিদের হারানো অত্যন্ত কঠিন। তবে চোটের কারণে দীপক চাহার, বেন স্টোকস এই ম্যাচ খেলতে পারবেন না
বুধবার আইপিএল-এ রাজায়-রাজায় লড়াই। চেন্নাই সুপার কিংসের সামনে রাজস্থান রয়্যালস। চিপকে ৭২ শতাংশ ম্যাচ জিতেছে সিএসকে। ফলে এই মাঠে ধোনিদের হারানো অত্যন্ত কঠিন। তবে চোটের কারণে দীপক চাহার, বেন স্টোকস এই ম্যাচ খেলতে পারবেন না। ফলে কিছুটা সমস্যায় সিএসকে। লড়াই করতে তৈরি রাজস্থান। দলের ভরসা রবিচন্দ্রন অশ্বিন। ঘরের মাঠে ভালো খেলতে তৈরি অশ্বিন। বুধবার জিতলেই পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে যাবে রাজস্থান। এটা সঞ্জু স্যামসনের দলের কাছে বাড়তি মোটিভেশন।