IPL 2023: আঁধারে দিল্লি ক্যাপিটালস, আইপিএল-এ টানা দ্বিতীয় ম্যাচে জয় গুজরাট টাইটানসের

সংক্ষিপ্ত

ঘরের মাঠে প্রথম ম্যাচে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে হারিয়ে আইপিএল-এর শুরুটা ভালোভাবেই করেছে গতবারের চ্যাম্পিয়ন গুজরাট টাইটানস। অন্যদিকে, প্রথম ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের কাছে হেরে গিয়েছে দিল্লি ক্যাপিটালস।

11:21 PM (IST) Apr 04

দিল্লি ক্যাপিটালসকে ৬ উইকেটে হারিয়ে দিল গুজরাট টাইটানস

দিল্লি ক্যাপিটালসকে ৬ উইকেটে হারিয়ে টানা ২ ম্যাচে জয় গুজরাট টাইটানসের।

11:15 PM (IST) Apr 04

চাপের মুখে অসাধারণ ব্যাটিং সাই সুদর্শনের

সাই সুদর্শন ও ডেভিড মিলারের জুটির অসাধারণ লড়াইয়ে জয়ের পথে গুজরাট টাইটানস। অর্ধশতরান পূর্ণ করেছেন সুদর্শন।

10:58 PM (IST) Apr 04

২৯ রান করে আউট 'ইমপ্যাক্ট প্লেয়ার' বিজয় শঙ্কর

২৩ বলে ২৯ রান করে আউট হয়ে গেলেন বিজয় শঙ্কর। ১০৭ রানে ৪ উইকেট হারাল গুজরাট টাইটানস।

10:12 PM (IST) Apr 04

৫ রান করে আউট গুজরাট টাইটানসের অধিনায়ক হার্দিক পান্ডিয়া

৫ রান করে আউট হয়ে গেলেন গুজরাট টাইটানসের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ৫৪ রানে ৩ উইকেট হারাল গুজরাট।

09:59 PM (IST) Apr 04

১৪ রান করে আউট হয়ে গেলেন শুবমান গিল

ঋদ্ধিমান সাহার মতোই ১৪ রান করে আউট হয়ে গেলেন গুজরাট টাইটানসের অপর ওপেনার শুবমান গিল। ৩৬ রানে ২ উইকেট হারাল গুজরাট।

09:50 PM (IST) Apr 04

১৪ রান করে আউট হয়ে গেলেন ঋদ্ধিমান সাহা

৭ বলে ১৪ রান করে আউট হয়ে গেলেন ঋদ্ধিমান সাহা। ২২ রানে প্রথম উইকেট হারাল গুজরাট টাইটানস।

09:40 PM (IST) Apr 04

গুজরাট টাইটানসের হয়ে ওপেন করছেন ঋদ্ধিমান সাহা-শুবমান গিল

গুজরাট টাইটানসের হয়ে ব্যাটিং ওপেন করতে নেমেছেন ঋদ্ধিমান সাহা ও শুবমান গিল।

09:26 PM (IST) Apr 04

গুজরাট টাইটানসের বিরুদ্ধে ৮ উইকেটে ১৬২ রান করল দিল্লি ক্যাপিটালস

ঘরের মাঠে গুজরাট টাইটানসের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করতে নেমে ৮ উইকেটে ১৬২ রান করল দিল্লি ক্যাপিটালস। ২২ বলে ৩৬ রান করলেন অক্ষর প্যাটেল।

09:06 PM (IST) Apr 04

৬ উইকেট হারাল দিল্লি ক্যাপিটালস

৩০ রান করে আউট হয়ে গেলেন সরফরাজ খান। ৬ উইকেট হারাল দিল্লি ক্যাপিটালস।

08:46 PM (IST) Apr 04

১১ বলে ২০ রান করে আউট অভিষেক পোড়েল

১১ বলে ২০ রান করে রশিদ খানের বলে আউট হয়ে গেলেন অভিষেক পোড়েল।

08:43 PM (IST) Apr 04

দিল্লি ক্যাপিটালসের হয়ে ভালো ব্যাটিং অভিষেক পোড়েলের

দিল্লি ক্যাপিটালসের হয়ে ভালো ব্যাটিং করছেন বাংলার তরুণ উইকেটকিপার-ব্যাটার অভিষেক পোড়েল। ১০ বলে ২০ রানে অপরাজিত অভিষেক।

08:37 PM (IST) Apr 04

দিল্লি ক্যাপিটালস-গুজরাট টাইটানস ম্যাচে গ্যালারিতে ঋষভ পন্থ

গাড়ি দুর্ঘটনায় চোট পাওয়ার পর প্রথমবার ক্রিকেট মাঠে এলেন ঋষভ পন্থ। দিল্লি ক্যাপিটালস-গুজরাট টাইটানস ম্যাচ দেখতে এসেছেন এই উইকেটকিপার-ব্যাটার।

08:24 PM (IST) Apr 04

পরপর ২ বলে উইকেট আলজারি জোশেফের

পরপর ২ বলে ডেভিড ওয়ার্নার (৩৭) ও রিলি রসুকে (০) আউট করে দিল্লি ক্যাপিটালসকে বড় ধাক্কা দিলেন আলজারি জোশেফ। ৬৭ রানে ৪ উইকেট হারাল দিল্লি।

08:04 PM (IST) Apr 04

পাওয়ার-প্লে শেষে দিল্লি ক্যাপিটালসের স্কোর ৫২/২

পাওয়ার-প্লে-তে ২ উইকেট হারিয়ে ৫২ রান করল দিল্লি ক্যাপিটালস। ডেভিড ওয়ার্নার ২৫ ও সরফরাজ খান ২ রানে অপরাজিত।

07:58 PM (IST) Apr 04

৪ রান করেই আউট মিচেল মার্শ

৪ রান করে আউট হয়ে গেলেন মিচেল মার্শ। জোড়া উইকেট মহম্মদ সামির। ৩৭ রানে ২ উইকেট হারাল দিল্লি ক্যাপিটালস।

07:47 PM (IST) Apr 04

৭ রান করে আউট দিল্লি ক্যাপিটালসের ওপেনার পৃথ্বী শ

৫ বলে ৭ রান করে মহম্মদ সামির বলে আলজারি জোশেফকে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন পৃথ্বী শ। ২৯ রানে প্রথম উইকেট হারাল দিল্লি ক্যাপিটালস।

07:29 PM (IST) Apr 04

দিল্লি ক্যাপিটালসের হয়ে ব্যাটিং ওপেন পৃথ্বী শ-ডেভিড ওয়ার্নারের

দিল্লি ক্যাপিটালসের হয়ে ব্যাটিং ওপেন করছেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও পৃথ্বী শ।

07:15 PM (IST) Apr 04

দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন বাংলার অভিষেক পোড়েল

দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন- পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), মিচেল মার্শ, রিলি রসু, সরফরাজ খান, অক্ষর প্যাটেল, অভিষেক পোড়েল, কুলদীপ যাদব, খলিল আহমেদ ও অ্যানরিখ নর্খিয়ে। 

07:12 PM (IST) Apr 04

গুজরাট টাইটানসের প্রথম একাদশে একাধিক পরিবর্তন

গুজরাট টাইটানসের হয়ে খেলছেন- ঋদ্ধিমান সাহা, শুবমান গিল, সাই সুদর্শন, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, মহম্মদ সামি, জশুয়া লিটল, যশ দয়াল ও আলজারি জোশেফ। 

07:05 PM (IST) Apr 04

টসে জিতে প্রথমে ফিল্ডিং গুজরাটের

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন গুজরাট টাইটানসের অধিনায়ক হার্দিক পান্ডিয়া।


More Trending News