আইপিএল-এর পরপর ২ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বই ইন্ডিয়ানসের কাছে হারের পর এবার দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স। এই মুহূর্তে পয়েন্ট তালিকায় ৭ নম্বরে কেকেআর। সবার শেষে থাকা দিল্লিকে হারিয়ে পয়েন্ট তালিকায় উপরের দিকে যাওয়াই লক্ষ্য কেকেআর-এর।
12:21 AM (IST) Apr 21
কলকাতা নাইট রাইডার্সকে ৪ উইকেটে হারিয়ে চলতি আইপিএল-এ প্রথম জয় পেল দিল্লি ক্যাপিটালস।
12:01 AM (IST) Apr 21
২১ রান করে আউট হয়ে গেলেন দিল্লি মণীশ পাণ্ডে, ০ রানে আউট আমন হাকিম খান। ১১১ রানে ৬ উইকেট হারাল দিল্লি ক্যাপিটালস।
11:41 PM (IST) Apr 20
৪১ বলে ৫৭ রান করে বরুণ চক্রবর্তীর বলে এলবিডব্লু হয়ে গেলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
11:28 PM (IST) Apr 20
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে অর্ধশতরান করলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
11:20 PM (IST) Apr 20
৩ বলে ৫ রান করে অনুকূল রায়ের বলে তাঁকেই ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন ফিলিপ সল্ট। ৬৭ রানে ৩ উইকেট হারাল দিল্লি ক্যাপিটালস।
11:17 PM (IST) Apr 20
৯ বল খেলে মাত্র ২ রান করে নীতীশ রানার বলে আউট হয়ে গেলেন মিচেল মার্শ। ৬২ রানে ২ উইকেট হারাল দিল্লি ক্যাপিটালস।
11:02 PM (IST) Apr 20
এবারের আইপিএল-এ ফের ব্যর্থ দিল্লি ক্যাপিটালসের ওপেনার পৃথ্বী শ। ১৩ রান করে বরুণ চক্রবর্তীর বলে প্লেড অন হয়ে গেলেন এই ব্যাটার। ৩৮ রানে প্রথম উইকেট হারাল দিল্লি।
10:55 PM (IST) Apr 20
দিল্লি ক্যাপিটালসের হয়ে ভালো ব্যাটিং করছেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ৩ ওভারের শেষে দিল্লির স্কোর বিনা উইকেটে ৩১। ওয়ার্নার ২৩ ও পৃথ্বী শ ৭ রানে অপরাজিত।
10:45 PM (IST) Apr 20
দিল্লি ক্যাপিটালসের হয়ে ব্যাটিং ওপেন করতে নেমেছেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার ও 'ইমপ্যাক্ট প্লেয়ার' পৃথ্বী শ।
10:25 PM (IST) Apr 20
৩৮ রান করে অপরাজিত আন্দ্রে রাসেল। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করতে নেমে ১২৭ রানে অলআউট হয়ে গেল কলকাতা নাইট রাইডার্স।
10:14 PM (IST) Apr 20
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ৯ উইকেটে ১০০ পেরিয়ে গেল। ক্রিজে আন্দ্রে রাসেল ও বরুণ চক্রবর্তী।
09:59 PM (IST) Apr 20
৩ রান করে অ্যানরিক নর্খিয়ের বলে তাঁকেই ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন উমেশ যাদব। ৯৬ রানে ৯ উইকেট হারাল কেকেআর।
09:55 PM (IST) Apr 20
ভেঙ্কটেশ আইয়ারের পরিবর্তে 'ইমপ্যাক্ট প্লেয়ার' হিসেবে ব্যাটিং করতে নেমে কুলদীপ যাদবের প্রথম বলেই আউট হয়ে গেলেন অনুকূল রায় (০)। পরপর ২ বলে উইকেট নিলেন কুলদীপ। ৯৩ রানে ৮ উইকেট হারাল কেকেআর।
09:52 PM (IST) Apr 20
৯৩ রানে ৭ উইকেট হারাল কলকাতা নাইট রাইডার্স। কুলদীপ যাদবের বলে আমন হাকিম খানকে ক্যাচ দিয়ে আউট জেসন রয়। ৪৩ রান করলেন রয়।
09:32 PM (IST) Apr 20
৬ বলে ৪ রান করে ইশান্ত শর্মার বলে ডেভিড ওয়ার্নারকে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন সুনীল নারিন। ৭০ রানে ৬ উইকেট হারাল কলকাতা নাইট রাইডার্স।
09:28 PM (IST) Apr 20
৬৪ রানে ৫ উইকেট হারাল কলকাতা নাইট রাইডার্স। ৬ রান করে অক্ষর প্যাটেলের বলে ললিত যাদবকে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন রিঙ্কু।
09:18 PM (IST) Apr 20
১১ বলে ১২ রান করে অক্ষর প্যাটেলের বলে বোল্ড হয়ে গেলে মনদীপ সিং। ৫০ রানে ৪ উইকেট হারাল কলকাতা নাইট রাইডার্স।
09:03 PM (IST) Apr 20
ইশান্ত শর্মার বলে মুকেশ কুমারকে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক নীতীশ রানা। ৪ রান করলেন কেকেআর অধিনায়ক। ৩২ রানে ৩ উইকেট হারাল কেকেআর।
08:51 PM (IST) Apr 20
অ্যানরিক নর্খিয়ের বলে মিচেল মার্শকে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন ভেঙ্কটেশ আইয়ার। ২৫ রানে ২ উইকেট হারাল কলকাতা নাইট রাইডার্স।
08:43 PM (IST) Apr 20
৪ রান করেই মুকেশ কুমারের বলে ললিত যাদবকে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন কলকাতা নাইট রাইডার্সের ওপেনার লিটন দাস। ১৫ রানে প্রথম উইকেট হারাল কেকেআর।
08:32 PM (IST) Apr 20
কলকাতা নাইট রাইডার্সের হয়ে ব্যাটিং ওপেন করতে নেমেছেন লিটন দাস ও জেসন রয়।
08:30 PM (IST) Apr 20
দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন- ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), ফিলিপ সল্ট, মিচেল মার্শ, মণীশ পাণ্ডে, অক্ষর প্যাটেল, আমন হাকিম খান, ললিত যাদব, অ্যানরিক নর্খিয়ে, ইশান্ত শর্মা ও মুকেশ কুমার।
08:28 PM (IST) Apr 20
কলকাতা নাইট রাইডার্স দলে একাধিক বদল হল। খেলছেন- জেসন রয়, লিটন দাস, ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা (অধিনায়ক), মনদীপ সিং, আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, সুনীল নারিন, কুলবন্ত খেজরোলিয়া, উমেশ যাদব ও বরুণ চক্রবর্তী।
08:18 PM (IST) Apr 20
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
08:12 PM (IST) Apr 20
কলকাতা নাইট রাইডার্স-দিল্লি ক্যাপিটালস ম্যাচ শুরু করার প্রস্তুতি চলছে। কিছুক্ষণের মধ্যেই হতে পারে টস।
08:02 PM (IST) Apr 20
কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালসের ক্রিকেটাররা মাঠে নেমে পিচ পরীক্ষা করছেন। ম্যাচ শুরু করার প্রস্তুতি চলছে।
07:45 PM (IST) Apr 20
বৃষ্টি থেমে গিয়েছে। সরিয়ে নেওয়া হচ্ছে পিচের কভার। কিছুক্ষণের মধ্যেই শুরু হতে পারে কলকাতা নাইট রাইডার্স-দিল্লি ক্যাপিটালস ম্যাচ।
07:36 PM (IST) Apr 20
বৃষ্টির বেগ কমলেও, এখনও চলছে হাল্কা বৃষ্টি। ফলে কলকাতা নাইট রাইডার্স-দিল্লি ক্যাপিটালস ম্যাচ শুরু হতে দেরি হচ্ছে।
07:27 PM (IST) Apr 20
বৃষ্টির জন্য নির্ধারিত সময়ে শুরু করা যাচ্ছে না কলকাতা নাইট রাইডার্স-দিল্লি ক্যাপিটালস ম্যাচ।
07:10 PM (IST) Apr 20
বৃষ্টির জন্য দেরিতে শুরু হতে পারে কলকাতা নাইট রাইডার্স-দিল্লি ক্যাপিটালস ম্যাচ। তবে এখনও কোনও ঘোষণা হয়নি।
07:04 PM (IST) Apr 20
সন্ধে ৭টায় কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস ম্যাচে জন্য টস হওয়ার কথা থাকলেও, বৃষ্টির জন্য দেরি হচ্ছে।