IPL Final Live Updates: শেষ ২ বলে ১০ রান রবীন্দ্র জাদেজার, আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস

সংক্ষিপ্ত

আবহাওয়া দফতরের পূর্বাভাস সত্যি প্রমাণিত করে সোমবার সন্ধেবেলা আমেদাবাদের আকাশ পরিষ্কার হয়ে গেল। এদিন আর বৃষ্টি নেই। ফলে নির্ধারিত সময়েই শুরু হচ্ছে আইপিএল ফাইনাল। রবিবার বৃষ্টির জন্য আইপিএল-এর সমাপ্তি অনুষ্ঠান করা যায়নি। সোমবার সেই অনুষ্ঠান হল।

01:35 AM (IST) May 30

পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস

শেষ ২ বলে পরপর ওভার-বাউন্ডারি ও বাউন্ডারি মেরে চেন্নাই সুপার কিংসকে পঞ্চমবার আইপিএল জেতালেন রবীন্দ্র জাদেজা।

01:27 AM (IST) May 30

জয় পেতে হলে শেষ ওভারে চেন্নাই সুপার কিংসের দরকার ১৩ রান

আইপিএল ফাইনালে জয় পেতে হলে শেষ ওভারে চেন্নাই সুপার কিংসকে করতে হবে ১৩ রান।

01:20 AM (IST) May 30

প্রথম বলেই ০ রানে আউট মহেন্দ্র সিং ধোনি, ৫ উইকেট হারাল সিএসকে

পরপর ২ বলে অম্বাতি রায়াডু (১৯) ও মহেন্দ্র সিং ধোনিকে (০) আউট করে ম্যাচ জমিয়ে দিলেন মোহিত শর্মা।

01:13 AM (IST) May 30

জয়ের জন্য ৩ ওভারে চেন্নাই সুপার কিংসের দরকার ৩৮ রান

চেন্নাই সুপার কিংসের হয়ে ভালো ব্যাটিং করছেন শিবম দুবে ও অম্বাতি রায়াডু। জয়ের জন্য ৩ ওভারে দরকার ৩৮ রান।

01:07 AM (IST) May 30

১৩ বলে ২৭ রান করে আউট অজিঙ্কা রাহানে, ৩ উইকেট হারাল চেন্নাই সুপার কিংস

১৩ বলে ২৭ রান করে মোহিত শর্মার বলে বিজয় শঙ্করকে ক্যাচ দিয়ে আউট অজিঙ্কা রাহানে। ৩ উইকেট হারাল চেন্নাই সুপার কিংস।

01:01 AM (IST) May 30

১০ ওভারের শেষে চেন্নাই সুপার কিংসের স্কোর ২ উইকেটে ১১২

১০ ওভারে ২ উইকেটে ১১২ রান করে ফেলল চেন্নাই সুপার কিংস। জয়ের জন্য ৩০ বলে দরকার ৫৯ রান।

12:46 AM (IST) May 30

২৫ বলে ৪৭ রান করে আউট ডেভন কনওয়ে, ২ উইকেট হারাল চেন্নাই সুপার কিংস

২৫ বলে ৪৭ রান করে নূর আহমেদের বলে মোহিত শর্মাকে ক্যাচ দিয়ে আউট ডেভন কনওয়ে। দ্বিতীয় উইকেট হারাল চেন্নাই সুপার কিংস।

12:43 AM (IST) May 30

২৬ রান করে আউট রুতুরাজ গায়কোয়াড়, ৭৪ রানে প্রথম উইকেট হারাল চেন্নাই সুপার কিংস

১৬ বলে ২৬ রান করে নূর আহমেদের বলে রশিদ খানকে ক্যাচ দিয়ে আউট রুতুরাজ গায়কোয়াড়। ৭৪ রানে প্রথম উইকেট হারাল চেন্নাই সুপার কিংস।

12:38 AM (IST) May 30

৬ ওভারের শেষে বিনা উইকেটে ৭২ রান চেন্নাই সুপার কিংসের

বিশাল টার্গেট তাড়া করতে নেমে দারুণভাবে এগিয়ে চলেছেন ডেভন কনওয়ে ও রুতুরাজ গায়কোয়াড়। ৬ ওভারে বিনা উইকেটে ৭২ রান করে ফেলেছে চেন্নাই সুপার কিংস। কনওয়ে ৪৪ ও রুতুরাজ ২৫ রানে অপরাজিত।

12:28 AM (IST) May 30

৪ ওভারে চেন্নাই সুপার কিংসের রান বিনা উইকেটে ৫২

বিধ্বংসী মেজাজে ডেভন কনওয়ে ও রুতুরাজ গায়কোয়াড়। ৪ ওভারে বিনা উইকেটে ৫২ রান করে ফেলল চেন্নাই সুপার কিংস। 

12:12 AM (IST) May 30

ফের শুরু আইপিএল ফাইনাল, চেন্নাই সুপার কিংসের সংশোধিত টার্গেট ১৭১

আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার জন্য ১৫ ওভারে চেন্নাই সুপার কিংসকে করতে হবে ১৭১ রান।

12:08 AM (IST) May 30

তৈরি ২ দলের ক্রিকেটাররা, শুরু হতে চলেছে ম্যাচ

দীর্ঘক্ষণ বিরতির পর ফের শুরু হতে চলেছে আইপিএল ফাইনাল। তৈরি ক্রিকেটার, আম্পায়াররা।

11:47 PM (IST) May 29

১৫ ওভার ব্যাটিং করবে চেন্নাই সুপার কিংস

আইপিএল ফাইনালে চেন্নাই সুপার কিংসের ইনিংসে ওভার সংখ্যা কমিয়ে করা হল ১৫।

11:38 PM (IST) May 29

পিচ ও আউটফিল্ড খতিয়ে দেখছেন আম্পায়াররা, এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি

আম্পায়াররা পিচ ও আউটফিল্ডের অবস্থা খতিয়ে দেখছেন। কিন্তু কখন ম্যাচ শুরু করা যাবে, সে ব্যাপারে কোনও সিদ্ধান্তের কথা এখনও জানা যায়নি।

11:23 PM (IST) May 29

রাত সাড়ে ১১টায় ফের মাঠ পর্যবেক্ষণ করবেন আম্পায়াররা

ক্রিকেটাররা মাঠেই অপেক্ষা করছেন। এখনও শুরু করা গেল না আইপিএল ফাইনাল। রাত সাড়ে ১১টায় আম্পায়ারদের পর্যবেক্ষণের পর হয়তো জানা যাবে ম্যাচের ভবিষ্যৎ।

11:04 PM (IST) May 29

এখনও শুরু হল না ম্যাচ, কাজ চালিয়ে যাচ্ছেন মাঠকর্মীরা

চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটানসের ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, আম্পায়াররা মাঠ পরিদর্শন করছেন। মাঠকর্মীরা আউটফিল্ড শুকনো করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

10:46 PM (IST) May 29

পিচ ও আউটফিল্ড খেলার উপযুক্ত করে তোলার চেষ্টা চালাচ্ছেন মাঠকর্মীরা

আমেদাবাদে নতুন করে আর বৃষ্টি শুরু হয়নি। পিচ ও আউটফিল্ড শুকনো করে তোলার চেষ্টা চালাচ্ছেন মাঠকর্মীরা।

10:22 PM (IST) May 29

বৃষ্টি থামলেও আউটফিল্ড ভিজে, এখনও শুরু হল না ম্যাচ

আমেদাবাদে বৃষ্টি থেমেছে। তবে আউটফিল্ড ভিজে থাকায় শুরু করা গেল না আইপিএল ফাইনাল।

10:01 PM (IST) May 29

আমেদাবাদে প্রবল বৃষ্টি, বন্ধ আইপিএল ফাইনাল

চেন্নাই সুপার কিংসের ইনিংসে ৩ বল হওয়ার পরেই শুরু হয়েছে বৃ্ষ্টি। আপাতত বন্ধ আইপিএল ফাইনাল।

09:47 PM (IST) May 29

২১৫ রানের টার্গেট তাড়া করতে নেমেছে চেন্নাই সুপার কিংস

চেন্নাই সুপার কিংসের হয়ে ব্যাটিং ওপেন করতে নেমেছেন ডেভন কনওয়ে ও রুতুরাজ গায়কোয়াড়।

09:31 PM (IST) May 29

আইপিএল-এর কোনও একটি মরসুমে সবচেয়ে বেশি ৩০-এর বেশি স্কোর শুবমান গিলের

২০১৬ সালের আইপিএল-এ ১২টি ম্যাচে ৩০-এর বেশি রান করেছিলেন বিরাট কোহলি। সোমবার আইপিএল ফাইনালে সেই রেকর্ড ভেঙে দিলেন শুবমান গিল।

09:16 PM (IST) May 29

আইপিএল ফাইনালে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৪ উইকেটে ২১৪ রান গুজরাট টাইটানসের

ঋদ্ধিমান সাহার ৫৪, শুবমান গিলের ৩৯, সাই সুদর্শনের ৯৬ ও হার্দিক পান্ডিয়ার অপরাজিত ২১ রানের সুবাদে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৪ উইকেটে ২১৪ রান করল গুজরাট টাইটানস।

09:13 PM (IST) May 29

অল্পের জন্য আইপিএল ফাইনালে শতরান হারালেন সাই সুদর্শন

আইপিএল ফাইনালে ৪৭ বলে ৯৬ রান করলেন সাই সুদর্শন। তাঁর ইনিংসে ছিল ৮টি বাউন্ডারি ও ৬টি ওভার-বাউন্ডারি।

09:04 PM (IST) May 29

১৮ ওভারে ২ উইকেটে ১৮২ গুজরাট টাইটানসের

১৮ ওভারের শেষে ২ উইকেটে ১৮২ রান করেছে গুজরাট টাইটানস। ৭৯ রান করে অপরাজিত সাই সুদর্শন।

08:48 PM (IST) May 29

ঋদ্ধিমান সাহার পর অর্ধশতরান সাই সুদর্শনের

আইপিএল ফাইনালে গুজরাট টাইটানসের হয়ে ঋদ্ধিমান সাহার পর অর্ধশতরান করলেন সাই সুদর্শনও। বড় স্কোরের পথে গতবারের চ্যাম্পিয়নরা।

08:43 PM (IST) May 29

৩৯ বলে ৫৪ রান করে আউট ঋদ্ধিমান সাহা

৩৯ বলে ৫৪ রান করে দীপক চাহারের বলে মহেন্দ্র সিং ধোনিকে ক্যাচ দিয়ে আউট ঋদ্ধিমান সাহা।

08:33 PM (IST) May 29

আইপিএল ফাইনালে ৩৬ বলে অর্ধশতরান ঋদ্ধিমান সাহার

আইপিএল ফাইনালে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৩৬ বলে অর্ধশতরান করলেন গুজরাট টাইটানসের ওপেনার ঋদ্ধিমান সাহা।

08:27 PM (IST) May 29

শুবমান গিল আউট হয়ে যাওয়ার পর ভালো ব্যাটিং সাই সুদর্শনের

শুবমান গিল আউট হয়ে গেলেও, গুজরাট টাইটানসের রান বাড়িয়ে নিয়ে যাচ্ছেন ঋদ্ধিমান সাহা ও সাই সুদর্শন। ১ উইকেটে ১০০ পেরিয়ে গিয়েছে গতবারের চ্যাম্পিয়নদের স্কোর।

08:07 PM (IST) May 29

উইকেটের পিছনে এখনও তৎপর মহেন্দ্র সিং ধোনির

রবীন্দ্র জাদেজার বলে তৎপরতার সঙ্গে শুবমান গিলকে স্টাম্প করে দিলেন মহেন্দ্র সিং ধোনি। প্রথম উইকেট হারাল গুজরাট টাইটানস। ২০ বলে ৩৯ রান করে আউট শুবমান।

08:01 PM (IST) May 29

পাওয়ার-প্লে শেষে গুজরাট টাইটানসের স্কোর বিনা উইকেটে ৬২

৬ ওভারের শেষে গুজরাট টাইটানসের স্কোর বিনা উইকেটে ৬২। ঋদ্ধিমান সাহা ২৬ ও শুবমান গিল ৩৬ রানে অপরাজিত।

07:47 PM (IST) May 29

আইপিএল ফাইনালে ভালো ব্যাটিং ঋদ্ধিমান সাহার

আইপিএল ফাইনালে ৩ ওভারের শেষে গুজরাট টাইটানসের স্কোর বিনা উইকেটে ২৪। ঋদ্ধিমান সাহা ২০ ও শুবমান গিল ৪ রানে অপরাজিত।

07:30 PM (IST) May 29

গুজরাট টাইটানসের হয়ে ব্যাটিং ওপেন করতে নেমেছেন ঋদ্ধিমান সাহা ও শুবমান গিল

গুজরাট টাইটানসের হয়ে আইপিএল ফাইনালে ব্যাটিং ওপেন করতে নেমেছেন ঋদ্ধিমান সাহা ও শুবমান গিল। বড় স্কোরের জন্য শুবমানের দিকে তাকিয়ে গুজরাট টাইটানস।

07:14 PM (IST) May 29

অপরিবর্তিত চেন্নাই সুপার কিংসের প্রথম একাদশ

আইপিএল ফাইনালে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন- রুতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, অজিঙ্কা রাহানে, মইন আলি, অম্বাতি রায়াডু, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, দীপক চাহার, মাথিসা পাথিরানা, তুষার দেশপাণ্ডে ও মাহিশ থিকসানা। 

07:11 PM (IST) May 29

গুজরাট টাইটানসের প্রথম একাদশে কোনও বদল নেই

আইপিএল ফাইনালে গুজরাট টাইটানসের হয়ে খেলছেন- ঋদ্ধিমান সাহা, শুবমান গিল, সাই সুদর্শন, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), বিজয় শঙ্কর, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, মোহিত শর্মা, নূর আহমেদ ও মহম্মদ সামি। 

07:02 PM (IST) May 29

আইপিএল ফাইনালে টসে জিতে প্রথমে ফিল্ডিং করছে চেন্নাই সুপার কিংস

আইপিএল ফাইনালে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

06:53 PM (IST) May 29

চলছে আইপিএল-এর সমাপ্তি অনুষ্ঠান, মাতোয়ারা দর্শকরা

রবিবার আইপিএল-এর সমাপ্তি অনুষ্ঠান করা সম্ভব হয়নি। সোমবার সেই অনুষ্ঠান হচ্ছে।


More Trending News