আবহাওয়া দফতরের পূর্বাভাস সত্যি প্রমাণিত করে সোমবার সন্ধেবেলা আমেদাবাদের আকাশ পরিষ্কার হয়ে গেল। এদিন আর বৃষ্টি নেই। ফলে নির্ধারিত সময়েই শুরু হচ্ছে আইপিএল ফাইনাল। রবিবার বৃষ্টির জন্য আইপিএল-এর সমাপ্তি অনুষ্ঠান করা যায়নি। সোমবার সেই অনুষ্ঠান হল।
01:35 AM (IST) May 30
শেষ ২ বলে পরপর ওভার-বাউন্ডারি ও বাউন্ডারি মেরে চেন্নাই সুপার কিংসকে পঞ্চমবার আইপিএল জেতালেন রবীন্দ্র জাদেজা।
01:27 AM (IST) May 30
আইপিএল ফাইনালে জয় পেতে হলে শেষ ওভারে চেন্নাই সুপার কিংসকে করতে হবে ১৩ রান।
01:20 AM (IST) May 30
পরপর ২ বলে অম্বাতি রায়াডু (১৯) ও মহেন্দ্র সিং ধোনিকে (০) আউট করে ম্যাচ জমিয়ে দিলেন মোহিত শর্মা।
01:13 AM (IST) May 30
চেন্নাই সুপার কিংসের হয়ে ভালো ব্যাটিং করছেন শিবম দুবে ও অম্বাতি রায়াডু। জয়ের জন্য ৩ ওভারে দরকার ৩৮ রান।
01:07 AM (IST) May 30
১৩ বলে ২৭ রান করে মোহিত শর্মার বলে বিজয় শঙ্করকে ক্যাচ দিয়ে আউট অজিঙ্কা রাহানে। ৩ উইকেট হারাল চেন্নাই সুপার কিংস।
01:01 AM (IST) May 30
১০ ওভারে ২ উইকেটে ১১২ রান করে ফেলল চেন্নাই সুপার কিংস। জয়ের জন্য ৩০ বলে দরকার ৫৯ রান।
12:46 AM (IST) May 30
২৫ বলে ৪৭ রান করে নূর আহমেদের বলে মোহিত শর্মাকে ক্যাচ দিয়ে আউট ডেভন কনওয়ে। দ্বিতীয় উইকেট হারাল চেন্নাই সুপার কিংস।
12:43 AM (IST) May 30
১৬ বলে ২৬ রান করে নূর আহমেদের বলে রশিদ খানকে ক্যাচ দিয়ে আউট রুতুরাজ গায়কোয়াড়। ৭৪ রানে প্রথম উইকেট হারাল চেন্নাই সুপার কিংস।
12:38 AM (IST) May 30
বিশাল টার্গেট তাড়া করতে নেমে দারুণভাবে এগিয়ে চলেছেন ডেভন কনওয়ে ও রুতুরাজ গায়কোয়াড়। ৬ ওভারে বিনা উইকেটে ৭২ রান করে ফেলেছে চেন্নাই সুপার কিংস। কনওয়ে ৪৪ ও রুতুরাজ ২৫ রানে অপরাজিত।
12:28 AM (IST) May 30
বিধ্বংসী মেজাজে ডেভন কনওয়ে ও রুতুরাজ গায়কোয়াড়। ৪ ওভারে বিনা উইকেটে ৫২ রান করে ফেলল চেন্নাই সুপার কিংস।
12:12 AM (IST) May 30
আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার জন্য ১৫ ওভারে চেন্নাই সুপার কিংসকে করতে হবে ১৭১ রান।
12:08 AM (IST) May 30
দীর্ঘক্ষণ বিরতির পর ফের শুরু হতে চলেছে আইপিএল ফাইনাল। তৈরি ক্রিকেটার, আম্পায়াররা।
11:47 PM (IST) May 29
আইপিএল ফাইনালে চেন্নাই সুপার কিংসের ইনিংসে ওভার সংখ্যা কমিয়ে করা হল ১৫।
11:38 PM (IST) May 29
আম্পায়াররা পিচ ও আউটফিল্ডের অবস্থা খতিয়ে দেখছেন। কিন্তু কখন ম্যাচ শুরু করা যাবে, সে ব্যাপারে কোনও সিদ্ধান্তের কথা এখনও জানা যায়নি।
11:23 PM (IST) May 29
ক্রিকেটাররা মাঠেই অপেক্ষা করছেন। এখনও শুরু করা গেল না আইপিএল ফাইনাল। রাত সাড়ে ১১টায় আম্পায়ারদের পর্যবেক্ষণের পর হয়তো জানা যাবে ম্যাচের ভবিষ্যৎ।
11:04 PM (IST) May 29
চেন্নাই সুপার কিংস ও গুজরাট টাইটানসের ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, আম্পায়াররা মাঠ পরিদর্শন করছেন। মাঠকর্মীরা আউটফিল্ড শুকনো করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
10:46 PM (IST) May 29
আমেদাবাদে নতুন করে আর বৃষ্টি শুরু হয়নি। পিচ ও আউটফিল্ড শুকনো করে তোলার চেষ্টা চালাচ্ছেন মাঠকর্মীরা।
10:22 PM (IST) May 29
আমেদাবাদে বৃষ্টি থেমেছে। তবে আউটফিল্ড ভিজে থাকায় শুরু করা গেল না আইপিএল ফাইনাল।
10:01 PM (IST) May 29
চেন্নাই সুপার কিংসের ইনিংসে ৩ বল হওয়ার পরেই শুরু হয়েছে বৃ্ষ্টি। আপাতত বন্ধ আইপিএল ফাইনাল।
09:47 PM (IST) May 29
চেন্নাই সুপার কিংসের হয়ে ব্যাটিং ওপেন করতে নেমেছেন ডেভন কনওয়ে ও রুতুরাজ গায়কোয়াড়।
09:31 PM (IST) May 29
২০১৬ সালের আইপিএল-এ ১২টি ম্যাচে ৩০-এর বেশি রান করেছিলেন বিরাট কোহলি। সোমবার আইপিএল ফাইনালে সেই রেকর্ড ভেঙে দিলেন শুবমান গিল।
09:16 PM (IST) May 29
ঋদ্ধিমান সাহার ৫৪, শুবমান গিলের ৩৯, সাই সুদর্শনের ৯৬ ও হার্দিক পান্ডিয়ার অপরাজিত ২১ রানের সুবাদে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৪ উইকেটে ২১৪ রান করল গুজরাট টাইটানস।
09:13 PM (IST) May 29
আইপিএল ফাইনালে ৪৭ বলে ৯৬ রান করলেন সাই সুদর্শন। তাঁর ইনিংসে ছিল ৮টি বাউন্ডারি ও ৬টি ওভার-বাউন্ডারি।
09:04 PM (IST) May 29
১৮ ওভারের শেষে ২ উইকেটে ১৮২ রান করেছে গুজরাট টাইটানস। ৭৯ রান করে অপরাজিত সাই সুদর্শন।
08:48 PM (IST) May 29
আইপিএল ফাইনালে গুজরাট টাইটানসের হয়ে ঋদ্ধিমান সাহার পর অর্ধশতরান করলেন সাই সুদর্শনও। বড় স্কোরের পথে গতবারের চ্যাম্পিয়নরা।
08:43 PM (IST) May 29
৩৯ বলে ৫৪ রান করে দীপক চাহারের বলে মহেন্দ্র সিং ধোনিকে ক্যাচ দিয়ে আউট ঋদ্ধিমান সাহা।
08:33 PM (IST) May 29
আইপিএল ফাইনালে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৩৬ বলে অর্ধশতরান করলেন গুজরাট টাইটানসের ওপেনার ঋদ্ধিমান সাহা।
08:27 PM (IST) May 29
শুবমান গিল আউট হয়ে গেলেও, গুজরাট টাইটানসের রান বাড়িয়ে নিয়ে যাচ্ছেন ঋদ্ধিমান সাহা ও সাই সুদর্শন। ১ উইকেটে ১০০ পেরিয়ে গিয়েছে গতবারের চ্যাম্পিয়নদের স্কোর।
08:07 PM (IST) May 29
রবীন্দ্র জাদেজার বলে তৎপরতার সঙ্গে শুবমান গিলকে স্টাম্প করে দিলেন মহেন্দ্র সিং ধোনি। প্রথম উইকেট হারাল গুজরাট টাইটানস। ২০ বলে ৩৯ রান করে আউট শুবমান।
08:01 PM (IST) May 29
৬ ওভারের শেষে গুজরাট টাইটানসের স্কোর বিনা উইকেটে ৬২। ঋদ্ধিমান সাহা ২৬ ও শুবমান গিল ৩৬ রানে অপরাজিত।
07:47 PM (IST) May 29
আইপিএল ফাইনালে ৩ ওভারের শেষে গুজরাট টাইটানসের স্কোর বিনা উইকেটে ২৪। ঋদ্ধিমান সাহা ২০ ও শুবমান গিল ৪ রানে অপরাজিত।
07:30 PM (IST) May 29
গুজরাট টাইটানসের হয়ে আইপিএল ফাইনালে ব্যাটিং ওপেন করতে নেমেছেন ঋদ্ধিমান সাহা ও শুবমান গিল। বড় স্কোরের জন্য শুবমানের দিকে তাকিয়ে গুজরাট টাইটানস।
07:14 PM (IST) May 29
আইপিএল ফাইনালে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন- রুতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, অজিঙ্কা রাহানে, মইন আলি, অম্বাতি রায়াডু, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, দীপক চাহার, মাথিসা পাথিরানা, তুষার দেশপাণ্ডে ও মাহিশ থিকসানা।
07:11 PM (IST) May 29
আইপিএল ফাইনালে গুজরাট টাইটানসের হয়ে খেলছেন- ঋদ্ধিমান সাহা, শুবমান গিল, সাই সুদর্শন, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), বিজয় শঙ্কর, ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, মোহিত শর্মা, নূর আহমেদ ও মহম্মদ সামি।
07:02 PM (IST) May 29
আইপিএল ফাইনালে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
06:53 PM (IST) May 29
রবিবার আইপিএল-এর সমাপ্তি অনুষ্ঠান করা সম্ভব হয়নি। সোমবার সেই অনুষ্ঠান হচ্ছে।